কলকাতা, 28 সেপ্টেম্বর: অস্ট্রেলিয়ান ওয়েব সিরিজে এই প্রথমবার কোনও ভারতীয়কে দেখা যাবে মুখ্য চরিত্রে । গল্পের নায়ক এজেন্ট আবিরের ভূমিকায় থাকছেন বাংলার রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu)।
জায়েদ রিজুয়ানের পরিচালনায় 30 সেপ্টেম্বর ওয়াচোতে (Watcho) আসছে ওয়েব সিরিজ 'আঘাত'। এটি একটি অস্ট্রেলিয়ান ওয়েব সিরিজ । 'আঘাত'-এর শুটিং হয়েছে অস্ট্রেলিয়ায় । এই সিরিজের 40-50 শতাংশ অভিনেতাই অস্ট্রেলিয়ান । তাঁদের মধ্যে অভিনেতা নাদিম আকেরি, রুপন্তি আকিড দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন । এ ছাড়াও রয়েছেন বাংলাদেশের তিন অভিনেতা বিপাশা কবীর, দীপালি তানিয়া আখতার, ইরফান সাজ্জাত ৷
বাংলা এবং ইংরেজির মিশ্রণে তৈরি হয়েছে 'আঘাত'। গল্পের মূল প্রেক্ষাপট হল, কীভাবে অস্ট্রেলিয়াতে অনুপ্রবেশকারীরা প্রবেশ করে এবং সেখানকার শান্তি বিনষ্ট করে । ধর্মের নামে কিছু মানুষ কীভাবে অন্যায় চালিয়ে যায় এবং তাতে নিজেদের ধর্মকেই কীভাবে কলঙ্কিত করে, সেই দিকও তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই সিরিজে ।
আরও পড়ুন: Parineeti Chopra: গভীর সমুদ্রে পরিণীতি যেন মৎস্যকন্যা, ভাইরাল ভিডিয়ো
গল্পের নায়ক আবির অর্থাৎ রণজয় জানালেন, "গল্পে আমি একজন মুসলিম সম্প্রদায়ের মানুষের চরিত্রে অভিনয় করছি । তবে গল্পের অন্যান্য চরিত্রগুলি বুঝতে পারেন না, আসলে আমি কোন ধর্মের মানুষ ৷ এজেন্ট আবির কীভাবে জঙ্গিদের ধরে, সেটা বেশ ইন্টারেস্টিং একটা দিক সিরিজের । নিজেদের স্বার্থসিদ্ধির জন্য জঙ্গিরা নিজেদের ধর্মের মানুষদেরও খুন করতে পিছপা হয় না ৷ সেই দিকটাও স্পষ্ট তুলে ধরা হয়েছে গল্পে ।"
আরও পড়ুন: Bony Trailer: ভগবান নাকি ভূত ? রহস্যে মোড়া পরম-কোয়েলের বনির ট্রেলার
রণজয় আরও বলেন, "পৃথিবীতে মনুষ্যত্ব ছাড়া অন্য কোনও ধর্ম নেই বলে আমার বিশ্বাস । কিছু মানুষ ধর্মের নাম ভাঙিয়ে নানান অন্যায় করে চলে ৷ তাতে তাদের নিজের ধর্মই কলুষিত হয় । কোনও ধর্ম কখনও খারাপ হতে পারে না । খারাপ আমরা, মানুষেরা ।"
আরও পড়ুন: Ranveer Singh: বড়দিনে হলে আসছে রণবীরের 83, পিছল লাল সিং চাড্ডার রিলিজ
এই সিরিজের কলাকুশলীরা 'নিউ ইয়র্ক ফিল্ম অ্যাকাডেমি'র ছাত্র । এই সিরিজের দ্বিতীয় ও তৃতীয় এপিসোডও আসবে বলে জানিয়েছেন রণজয় । দুটি গান আছে সিরিজে । স্ট্রিমিং শুরু 30 সেপ্টেম্বর থেকে, ওয়াচোতে ।
আরও পড়ুন: Shilpa Shetty : ম্যানিকে মাগে হিথের ছন্দে শিল্পার নাচ, ইনস্টায় শেয়ার করলেন নিজেই