ETV Bharat / sitara

ভোট দিলেন শতাব্দী, দেবশ্রী, রঞ্জিত মল্লিক, কোয়েল - vote

আজ লোকসভা নির্বাচন সপ্তম ও অন্তিম দফার ভোট। দেশজুড়ে মোট সাত রাজ্য ও ১টি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৫৯টি আসনে ভোট হচ্ছে। রাজ্য়ে কলকাতা সহ দুই পরগনার মোট ৯টি আসনে ভোট। আর এই ভোটদানে অংশ নিয়েছেন টলিউডের তারকারা।

ভোট
author img

By

Published : May 19, 2019, 1:48 PM IST

Updated : May 19, 2019, 2:00 PM IST

শতাব্দী রায় CIT ব্লিডিং, প্রিন্স আনোয়ার শাহ রোডে। ভোট দেওয়ার পর বলেন, "আজ পর্যন্ত একটা অধ্যায় শেষ। ২৩ তারিখ থেকে আবারও একটা অধ্যায়ের শুরু।" রাজনীতিতে ভাষা প্রসঙ্গে তিনি বলেন, "এটা খুব দুর্ভাগ্য়জনক। বাংলা, এমনকী ভারতের ভাষাও এমন হওয়া উচিত নয়।"

শতাব্দী রায়

দেবশ্রী রায় কারমেল হাই স্কুল, লেক গার্ডেনসে।

দেবশ্রী রায়

অন্য়দিকে রঞ্জিত মল্লিক ও কোয়েল ভোট দেন বাঙ্গুর হাই স্কুল থেকে। ভোট দিয়ে কী বললেন কোয়েল-রঞ্জিত, দেখুন ভিডিয়োয়...

রঞ্জিত মল্লিক, কোয়েল ও দীপা মল্লিক

শ্রীলা মজুমদারও বাঙ্গুর হাই স্কুল ভোট দিলেন।

শ্রীলা মজুমদার

শতাব্দী রায় CIT ব্লিডিং, প্রিন্স আনোয়ার শাহ রোডে। ভোট দেওয়ার পর বলেন, "আজ পর্যন্ত একটা অধ্যায় শেষ। ২৩ তারিখ থেকে আবারও একটা অধ্যায়ের শুরু।" রাজনীতিতে ভাষা প্রসঙ্গে তিনি বলেন, "এটা খুব দুর্ভাগ্য়জনক। বাংলা, এমনকী ভারতের ভাষাও এমন হওয়া উচিত নয়।"

শতাব্দী রায়

দেবশ্রী রায় কারমেল হাই স্কুল, লেক গার্ডেনসে।

দেবশ্রী রায়

অন্য়দিকে রঞ্জিত মল্লিক ও কোয়েল ভোট দেন বাঙ্গুর হাই স্কুল থেকে। ভোট দিয়ে কী বললেন কোয়েল-রঞ্জিত, দেখুন ভিডিয়োয়...

রঞ্জিত মল্লিক, কোয়েল ও দীপা মল্লিক

শ্রীলা মজুমদারও বাঙ্গুর হাই স্কুল ভোট দিলেন।

শ্রীলা মজুমদার
Intro:সত্যিই কি সঞ্জয় ও রাই এর বিয়ে হবে

অমিত চক্রবর্তী,কলকাতা:সাগরিকা ধারাবাহিকে এর আগে সপ্তাহে দর্শকরা দেখেছিলেন দীপ্তি,রাই কে বলে যে সঞ্জয় তাকে ভালোবাসে কিন্তু অন্যদিকে রাই যখন সঞ্জয়ের সঙ্গে তার বাড়িতে কথা বলে তখন সে জানতে পারে সঞ্জয় রূপসা কেই বিয়ে করতে চায়। রাই এই ঘটনা শুনে একদমই ভেঙে পড়ে। কিন্তু দীপ্তি ও শিবানী রাই কে নানা ভাবে বোঝানোর চেষ্টা করে যে, সঞ্জয় তার জীবনের একমাত্র ভালোবাসা নিয়ে আসতে পারে। অন্যদিকে রূপসা তার পরিবারকে নিয়ে সঞ্জয় দের বাড়িতে যায় বিয়ের ব্যাপারে কথা বলতে।সে সঞ্জয় কে জানায় তার জীবনের একটাই লক্ষ্য যে তাকে জীবনে একজন বড় সাঁতারু হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে। রাই ও সঞ্জয় কে কথা বলতে দেখে, রুপসা তাকে নানাভাবে অপদস্ত করতে থাকে। এই সমস্ত ঘটনা শুনে অভিরূপ হতাশ হয়ে পড়ে এবং সে চিৎকার করে বলতে থাকে এই বিয়ে কোন ভাবে সফল হবে না। একদিকে অজয় সঞ্জয় কে জোর করতে থাকে রুপসা কে বিয়ে করবার জন্য এবং আরেক দিকে সে চেষ্টা করতে থাকে রাইকে গ্রামের বাইরে বার করে দিতে।


Body:সাগরিকা ধারাবাহিকের আগামী সপ্তাহে দর্শকরা দেখবেন দীপ্তি, রুপসা কে বারবার বোঝানোর চেষ্টা করে সঞ্জয় কে পেতে গেলে রুপসা কে রাই এর বিরুদ্ধে লড়তেই হবে। রুপসা বুঝতে পারেনা দীপ্তি আসলেই রাই এর সঙ্গে মিলে সঞ্জয় এবং রাই এর বিয়ে দেওয়ার চেষ্টা করছে। রাই ও দীপ্তি দুজনেই লাহা বাড়িতে যায়।দীপ্তির সঙ্গে কথা বলতে গিয়ে সঞ্জয় বুঝতে পারে তার জীবনে রাই হলো তার প্রকৃত ভালোবাসা।এবং দীপ্তি চেষ্টা করে সঞ্জয়কে রাইয়ের ঘরে পাঠিয়ে কিছুক্ষণ সময় কাটানোর।কিন্তু আচমকা এভাবেই রাই ও সঞ্জয় কে একসঙ্গে দেখে মোহর আপত্তি তোলে এবং সে গিয়ে বাড়ির বড় কর্তার কাছে অভিযোগ জানায় যে এভাবে সঞ্জয় ও রাই এর এক ঘরে থাকা উচিত নয়। এরপর সঞ্জয় যখন রাই এর ঘরের বাইরে আসে সে দেখতে পায় তার বাবা তার জন্য অপেক্ষা করছেন। তাকে দেখতে পেয়ে তার বাবা জানান যদি সঞ্জয় এভাবে দীর্ঘ খন রাইয়ের ঘরে থাকা শুরু করে তবে তিনি রাই ও তার বোনকে এই বাড়ি থেকে বার করে দেবেন।পল্টু এখনো জেলে থেকে ছাড়া পায় নি। এর মাঝে মোড়ল জানতে পারে যে রাইয়ের সঙ্গে অলক দেখা করতে চলেছে। তাদের দুজনকে একসঙ্গে দেখে মোড়ল, রূপসার কাছে গিয়ে এই পুরো ঘটনা জানায়। তখন রুপসা বুঝতে পারে যে মোড়ল তাকে মিথ্যা কথা বলছে এবং সে সাথে সাথেই তাকে জানায় যে তার যদি কোন প্রতিশোধ নেওয়ার থাকে তবে সে শুধুমাত্র সাঁতারের মাধ্যমে নেবে, সঞ্জয় এর মাধ্যমে নয়। অন্যদিকে রাই, দীপ্তির সঙ্গে দেখা করে জানায় যে সে তাদের বাড়িতে আর থাকবে না।


Conclusion:
Last Updated : May 19, 2019, 2:00 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.