ETV Bharat / sitara

সপরিবার কোভিডে আক্রান্ত, তবু মানুষের দুর্দশা নিয়েই বেশি চিন্তিত দিতিপ্রিয়া - দিতিপ্রিয়া রায়

কোভিডে আক্রান্ত রানি রাসমণি খ্যাত অভিনেত্রী দিতিপ্রিয়া রায় । তাঁর বাবা-মায়েরও কোভিড রিপোর্ট পজ়িটিভ ৷ তবে মানুষের দুর্দশা নিয়েই বেশি চিন্তায় রয়েছেন অভিনেত্রী ৷

rani-rashmoni-actress-ditipriya-roy-tests-positive-for-coronavirus
সপরিবার কোভিডে আক্রান্ত, তবু মানুষের দুর্দশা নিয়েই বেশি চিন্তিত দিতিপ্রিয়া
author img

By

Published : Apr 29, 2021, 2:49 PM IST

কলকাতা, 29 এপ্রিল: গতকালই খবর আসে কোভিডে আক্রান্ত সকলের প্রিয় রানি মা অর্থাৎ দিতিপ্রিয়া রায় । তবে তিনি একা নন, করোনার ছোবল থাবা বসিয়েছে তাঁর মা-বাবার শরীরেরও । সপরিবার কঠিন সময়ের মধ্যে দিয়ে গেলেও মানুষের দুর্দশা নিয়েই বেশি চিন্তিত ছোট পর্দার রানি রাসমণি ৷

দিনকয়েক আগে শ্যুটিং চলাকালীন অসুস্থ বোধ করেন দিতিপ্রিয়া ৷ তাঁর করোনা পরীক্ষা করে জানা যায়, তিনি কোভিড রিপোর্ট পজ়িটিভ ৷ আক্রান্ত তাঁর বাবা-মা-ও ৷ এই মুহূর্তে দিতিপ্রিয়া বাবা-মায়ের সঙ্গে বাড়িতেই আইসোলেশনে আছেন ৷ তাঁরা তিনজনেই স্থিতিশীল রয়েছেন বলে খবর ।

কোভিডে আক্রান্ত হয়েও মনোবল ভেঙে পড়েনি তাঁর । কোভিড নিয়ে খুব বেশি মাথা ঘামাতে নারাজ দিতিপ্রিয়া । বরং অন্যান্য কোভিডে আক্রান্ত মানুষদের জন্য তিনি অনেক বেশি চিন্তিত । তাঁর মতে, দেশে এত মানুষ মারা যাচ্ছেন, অক্সিজেন নেই, হাসপাতালে বেড নেই ৷ সেই চিন্তাই ভাবাচ্ছে রানি মাকে ।

আরও পড়ুন: শুটিংয়ে ব্যস্ত থেকেও 'রাসমণি' দিতিপ্রিয়ার উচ্চমাধ্যমিকে দারুণ ফল

রানি মার চরিত্রে দিতিপ্রিয়াকে ভালোবাসেনি এমন দর্শকের সংখ্যা খুব কম । তাঁর অভিনীত চরিত্র রানি রাসমণিকে পর্দায় জীবন্ত করেছেন দিতিপ্রিয়া ৷ অল্প বয়সেই তাঁর অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়ে নিয়েছে ৷ পর্দার জীবনের মতোই বাস্তবেও দিতিপ্রিয়া যে ততটাই সংবেদনশীল, তা বোঝা গিয়েছে তাঁর কথায়বার্তায় । আমাদের প্রার্থনা, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন 'রানি মা' ৷

কলকাতা, 29 এপ্রিল: গতকালই খবর আসে কোভিডে আক্রান্ত সকলের প্রিয় রানি মা অর্থাৎ দিতিপ্রিয়া রায় । তবে তিনি একা নন, করোনার ছোবল থাবা বসিয়েছে তাঁর মা-বাবার শরীরেরও । সপরিবার কঠিন সময়ের মধ্যে দিয়ে গেলেও মানুষের দুর্দশা নিয়েই বেশি চিন্তিত ছোট পর্দার রানি রাসমণি ৷

দিনকয়েক আগে শ্যুটিং চলাকালীন অসুস্থ বোধ করেন দিতিপ্রিয়া ৷ তাঁর করোনা পরীক্ষা করে জানা যায়, তিনি কোভিড রিপোর্ট পজ়িটিভ ৷ আক্রান্ত তাঁর বাবা-মা-ও ৷ এই মুহূর্তে দিতিপ্রিয়া বাবা-মায়ের সঙ্গে বাড়িতেই আইসোলেশনে আছেন ৷ তাঁরা তিনজনেই স্থিতিশীল রয়েছেন বলে খবর ।

কোভিডে আক্রান্ত হয়েও মনোবল ভেঙে পড়েনি তাঁর । কোভিড নিয়ে খুব বেশি মাথা ঘামাতে নারাজ দিতিপ্রিয়া । বরং অন্যান্য কোভিডে আক্রান্ত মানুষদের জন্য তিনি অনেক বেশি চিন্তিত । তাঁর মতে, দেশে এত মানুষ মারা যাচ্ছেন, অক্সিজেন নেই, হাসপাতালে বেড নেই ৷ সেই চিন্তাই ভাবাচ্ছে রানি মাকে ।

আরও পড়ুন: শুটিংয়ে ব্যস্ত থেকেও 'রাসমণি' দিতিপ্রিয়ার উচ্চমাধ্যমিকে দারুণ ফল

রানি মার চরিত্রে দিতিপ্রিয়াকে ভালোবাসেনি এমন দর্শকের সংখ্যা খুব কম । তাঁর অভিনীত চরিত্র রানি রাসমণিকে পর্দায় জীবন্ত করেছেন দিতিপ্রিয়া ৷ অল্প বয়সেই তাঁর অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়ে নিয়েছে ৷ পর্দার জীবনের মতোই বাস্তবেও দিতিপ্রিয়া যে ততটাই সংবেদনশীল, তা বোঝা গিয়েছে তাঁর কথায়বার্তায় । আমাদের প্রার্থনা, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন 'রানি মা' ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.