ETV Bharat / sitara

Taranga: অসুখওয়ালা পলাশের তরঙ্গে গা ভাসাবেন সোহিনী-রণজয়

রণজয় (Ranajay) ও সোহিনী সরকারকে (Sohini Sarkar) নিয়ে পলাশ দের দ্বিতীয় ছবি 'তরঙ্গ'-এর শ্যুটিং শেষ ৷ চলছে পোস্ট প্রোডাকশনের কাজ ৷ পুরুলিয়ায় শ্যুটিং হয়েছে এই ছবির ৷

ranajay-and-sohini-sarkar-is-in-palash-deys-taranga
অসুখওয়ালা পলাশের তরঙ্গে গা ভাসাবেন সোহিনী-রণজয়
author img

By

Published : Sep 10, 2021, 7:13 PM IST

কলকাতা, 10 সেপ্টেম্বর: সায়ন ঘোষ এবং স্নেহা চট্টোপাধ্যায়কে নিয়ে 'অসুখওয়ালা' বানিয়েছিলেন পরিচালক পলাশ দে । সেই ছবি প্রদর্শিত হয় কলকাতা চলচ্চিত্র উৎসব-সহ দেশ-বিদেশের নানা চলচ্চিত্র উৎসবে ৷ ডেবিউ ডিরেক্টর হিসেবে সম্মানও পেয়েছেন পলাশ দে । এ বার তিনি বানালেন 'তরঙ্গ'। বড় পর্দায় এটি পলাশের দ্বিতীয় ছবি । মুখ্য চরিত্রগুলিতে রয়েছেন সোহিনী সরকার, বাদশা মৈত্র, রণজয়, অমিত সাহা ।

এই ছবিতে বাদশা মৈত্রর স্ত্রী'র চরিত্রে থাকবেন সোহিনী । আর সোহিনীর বাস্তব জীবনের প্রেমিক রণজয় থাকছেন সোহিনীর আর্ট কলেজের বন্ধুর ভূমিকায় । রণজয় পুরুলিয়ার মুখোশ ও শৌখিন হাতের কাজের ব্যবসা করেন । ঘটনাচক্রে সোহিনী কাজ করতে আসে রণজয়ের অফিসে ৷ এরপর কী হয়, তা জানতে হলে ক'দিনের অপেক্ষা ৷

আরও পড়ুন: Nitishastra: চারটি ছোটগল্পের সমষ্টি নীতিশাস্ত্র, থাকছেন ইমন-মিথিলা-ঋতব্রত

ছবির শ্যুটিং শেষ করেছেন পলাশ । তিনি জানিয়েছেন, তরঙ্গের বিষয় ভাবনা পুরুলিয়াকে ঘিরে । মুখোশ শিল্প এবং শিল্পীদের নিয়ে এই গল্প । তাই সেখানে বিভিন্ন চরিত্রও ঘটনাচক্রে পুরুলিয়াকেন্দ্রিক । প্রান্তিক শিল্প, শিল্পী এবং তাঁদের জীবনযাপন এই ছবির রসদ । শিল্প নিয়ে লোক ঠকানো এবং সব প্রতিকূলতা সত্তেও ঘুরে দাঁড়ানো, এই নিয়েই 'তরঙ্গ'। এডিট, ডাবিং শেষ । ছবির অন্যান্য কাজ চলছে ।

ranajay-and-sohini-sarkar-is-in-palash-deys-taranga
অসুখওয়ালা পলাশের তরঙ্গে গা ভাসাবেন সোহিনী-রণজয়

আরও পড়ুন: Sreelekha Mitra: ভেনিসের রেড কার্পেটে শাড়িতে মোহময়ী শ্রীলেখা

পলাশ বলেন, "পুরুলিয়ার আনটাচড জায়গায় শ্যুটিং করেছি । শীতলপুর পাহাড়, তারা ড্যাম, কাঁসাই নদী আর বেলকুঁড়ি নামের এক গ্রামে তরঙ্গের পুরো শুটিং হয়েছে । সঙ্গীত পরিচালনা করেছেন দেবজ্যোতি মিশ্র । এর চেয়ে বেশি কিছু আর বলা যাবে না । বাকিটা সময় বলবে ।"

আরও পড়ুন: Ritwick Ditipriya: ওয়েবে যাত্রা শুরু ঋত্বিকের, জুটি বাঁধছেন দিতিপ্রিয়া

জেডভি ফিল্মস নিবেদিত ভাবিক এম পান্ডিয়া প্রযোজিত এই ছবিতে ক্যামেরার দায়িত্বে ছিলেন অমর দত্ত । সম্পাদনায় প্রণয় দাশগুপ্ত । আর্ট ডিরেক্টর তপনকুমার শেঠ ।

আরও পড়ুন: Koneenica Banerjee: সর্বজয়াকে টেক্কা দেবে সহচরী ? আশায় দেবশ্রীভক্ত কণীনিকা

সোহিনী-রণজয় এর আগে 'ব্রেক আপ স্টোরি' এবং 'জাজমেন্ট ডে'তে অভিনয় করেছেন । প্রশংসিতও হয়েছেন । এবার ফের একবার রিয়েল লাইফ জুটির পরীক্ষা । পরীক্ষক দর্শক ।

কলকাতা, 10 সেপ্টেম্বর: সায়ন ঘোষ এবং স্নেহা চট্টোপাধ্যায়কে নিয়ে 'অসুখওয়ালা' বানিয়েছিলেন পরিচালক পলাশ দে । সেই ছবি প্রদর্শিত হয় কলকাতা চলচ্চিত্র উৎসব-সহ দেশ-বিদেশের নানা চলচ্চিত্র উৎসবে ৷ ডেবিউ ডিরেক্টর হিসেবে সম্মানও পেয়েছেন পলাশ দে । এ বার তিনি বানালেন 'তরঙ্গ'। বড় পর্দায় এটি পলাশের দ্বিতীয় ছবি । মুখ্য চরিত্রগুলিতে রয়েছেন সোহিনী সরকার, বাদশা মৈত্র, রণজয়, অমিত সাহা ।

এই ছবিতে বাদশা মৈত্রর স্ত্রী'র চরিত্রে থাকবেন সোহিনী । আর সোহিনীর বাস্তব জীবনের প্রেমিক রণজয় থাকছেন সোহিনীর আর্ট কলেজের বন্ধুর ভূমিকায় । রণজয় পুরুলিয়ার মুখোশ ও শৌখিন হাতের কাজের ব্যবসা করেন । ঘটনাচক্রে সোহিনী কাজ করতে আসে রণজয়ের অফিসে ৷ এরপর কী হয়, তা জানতে হলে ক'দিনের অপেক্ষা ৷

আরও পড়ুন: Nitishastra: চারটি ছোটগল্পের সমষ্টি নীতিশাস্ত্র, থাকছেন ইমন-মিথিলা-ঋতব্রত

ছবির শ্যুটিং শেষ করেছেন পলাশ । তিনি জানিয়েছেন, তরঙ্গের বিষয় ভাবনা পুরুলিয়াকে ঘিরে । মুখোশ শিল্প এবং শিল্পীদের নিয়ে এই গল্প । তাই সেখানে বিভিন্ন চরিত্রও ঘটনাচক্রে পুরুলিয়াকেন্দ্রিক । প্রান্তিক শিল্প, শিল্পী এবং তাঁদের জীবনযাপন এই ছবির রসদ । শিল্প নিয়ে লোক ঠকানো এবং সব প্রতিকূলতা সত্তেও ঘুরে দাঁড়ানো, এই নিয়েই 'তরঙ্গ'। এডিট, ডাবিং শেষ । ছবির অন্যান্য কাজ চলছে ।

ranajay-and-sohini-sarkar-is-in-palash-deys-taranga
অসুখওয়ালা পলাশের তরঙ্গে গা ভাসাবেন সোহিনী-রণজয়

আরও পড়ুন: Sreelekha Mitra: ভেনিসের রেড কার্পেটে শাড়িতে মোহময়ী শ্রীলেখা

পলাশ বলেন, "পুরুলিয়ার আনটাচড জায়গায় শ্যুটিং করেছি । শীতলপুর পাহাড়, তারা ড্যাম, কাঁসাই নদী আর বেলকুঁড়ি নামের এক গ্রামে তরঙ্গের পুরো শুটিং হয়েছে । সঙ্গীত পরিচালনা করেছেন দেবজ্যোতি মিশ্র । এর চেয়ে বেশি কিছু আর বলা যাবে না । বাকিটা সময় বলবে ।"

আরও পড়ুন: Ritwick Ditipriya: ওয়েবে যাত্রা শুরু ঋত্বিকের, জুটি বাঁধছেন দিতিপ্রিয়া

জেডভি ফিল্মস নিবেদিত ভাবিক এম পান্ডিয়া প্রযোজিত এই ছবিতে ক্যামেরার দায়িত্বে ছিলেন অমর দত্ত । সম্পাদনায় প্রণয় দাশগুপ্ত । আর্ট ডিরেক্টর তপনকুমার শেঠ ।

আরও পড়ুন: Koneenica Banerjee: সর্বজয়াকে টেক্কা দেবে সহচরী ? আশায় দেবশ্রীভক্ত কণীনিকা

সোহিনী-রণজয় এর আগে 'ব্রেক আপ স্টোরি' এবং 'জাজমেন্ট ডে'তে অভিনয় করেছেন । প্রশংসিতও হয়েছেন । এবার ফের একবার রিয়েল লাইফ জুটির পরীক্ষা । পরীক্ষক দর্শক ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.