কলকাতা, 22 অগস্ট: বদলেছে পরিস্থিতি ৷ এখন আমরা নিউ নর্ম্যাল (New Normal) ৷ আর সেই জন্যই করোনা (Coronavirus) আবহে রাখি বন্ধন উৎসবের (Raksha Bandhan 2021) দিনে রাখি না-পরিয়ে মাস্ক পড়ানোর উদ্যোগ নিল রাজ্য সরকার ৷ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে রাজ্য ক্রীড়া দফতর ৷ সেখানে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ৷ অতিথি হিসেবে এই অনুষ্ঠানে যোগ দেন অভিনেত্রী রাইমা সেন ৷
রাখির বদলে মাস্ক পরানোর ভাবনায় অভিনবত্ব খুঁজে পেয়েছেন রাইমা । এমন উদ্যোগ নেওয়ার জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ করোনা ভাইরাস নিয়ে সতর্ক হওয়ার আর্জি জানিয়ে সবাইকে করোনাবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন তিনি ৷ রাইমা বলেন, "করোনা এখনও চলে যায়নি ৷ তাই সবারই করোনা বিধিগুলি মেনে চলা উচিত ৷ মাস্ক পরে থাকা উচিত ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলা উচিত ৷ এখন আরও সতর্ক হয়ে চলার সময় ৷ আর এই সময়ে রাখি না-পরিয়ে মাস্ক পরানোর সিদ্ধান্ত খুবই সময়োপচিত ৷" যদিও এ দিনের অনুষ্ঠানে বিভিন্ন সময়েই মাস্ক ছাড়াই দেখা গিয়েছে অভিনেত্রীকে ৷
আরও পড়ুন: Binisutoy: মুক্তি পেল বিনিসুতোয়, হলে গিয়ে ঋত্বিক-জয়ার ছবি দেখে উচ্ছ্বসিত ইমন
রাখির দিন তিনি কীভাবে কাটান, এই প্রশ্ন করায় রাইমা জানালেন, এই দিনটা পরিবারের সঙ্গে কাটাতেই পছন্দ করেন ৷ পরিবারের তুতো ভাই দাদাদের প্রতিবার রাখি পরান ৷ তবে এ বার তাঁরা সবাই শহরের বাইরে ৷ আর তার উপর রয়েছে কোভিড পরিস্থিতি ৷ তাই ভাইদের রাখি পাঠিয়েই শুভেচ্ছা জানিয়েছেন রাইমা সেন ৷
আরও পড়ুন: Sushant Singh Rajput: দিদির হাত ধরে ছোট্ট সুশান্ত, রাখিতে ভাইকে মিস করছেন শ্বেতা
এ দিনের অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং অর্জুন সম্মানে সম্মানিত তিরন্দাজ দোলা বন্দ্যোপাধ্যায়কে পাশে নিয়ে বেশ কিছুটা সময় কাটান অভিনেত্রী ৷