তামিলনাড়ু : তিরুচিরাপল্লীর একটি বোরওয়েলে পড়ে গেছিল 2 বছরের ছোট্ট সুজিত উইলসন। 3 দিনের টানা চেষ্টার পরও উদ্ধার করা গেল না তাকে। গর্ত থেকে বেরিয়ে এল তার মৃতদেহ। এই ঘটনায় সোশাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানালেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত।
রজনীকান্ত জানিয়েছেন, "সুজিতের যন্ত্রণাদায়ক মৃত্যুর খবর শুনে আমার কষ্ট হচ্ছে। ওর আত্মা শান্তি পাক। ওর পরিবারের সঙ্গে আমার সহানুভূতি রইল।"
-
சுஜீத்தின் மரணம் மனதிற்கு மிகவும் வேதனையளிக்கிறது, அந்த குழந்தையின் ஆத்மா சாந்தியடையட்டும். சுஜீத்தின் பெற்றோருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.
— Rajinikanth (@rajinikanth) October 29, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">சுஜீத்தின் மரணம் மனதிற்கு மிகவும் வேதனையளிக்கிறது, அந்த குழந்தையின் ஆத்மா சாந்தியடையட்டும். சுஜீத்தின் பெற்றோருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.
— Rajinikanth (@rajinikanth) October 29, 2019சுஜீத்தின் மரணம் மனதிற்கு மிகவும் வேதனையளிக்கிறது, அந்த குழந்தையின் ஆத்மா சாந்தியடையட்டும். சுஜீத்தின் பெற்றோருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.
— Rajinikanth (@rajinikanth) October 29, 2019
25 অক্টোবর বিকেলে বাড়ির সামনে খেলার সময় ওই পরিত্যক্ত গর্তে পড়ে গেছিল সুজিত ৷ তাকে উদ্ধারের সবরকম চেষ্টা করা হয় ৷ উদ্ধারকারীরা জানান, প্রথমে গর্তের একটি জায়গায় আটকে গেছিল সুজিত ৷ পরে পিছলে আরও নিচে নেমে যায় ৷ তারপর 88 ফুট গভীরে গিয়ে আটকে থাকে ৷ তাকে উদ্ধারের জন্য নামে NDRF টিম ও তামিলনাড়ুর রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ৷ টানা 80 ঘণ্টা উদ্ধারের চেষ্টা চালানো হয় ৷ ওই গর্তের পাশ দিয়ে আরও একটি গর্ত খোঁড়া হয় ৷
এই দুর্ঘটনার পর খোলা কূপ নিয়ে ফের প্রশ্ন উঠেছে ৷ এর আগে দেশের বিভিন্ন প্রান্তে খোলা কূপে পড়ে প্রাণ গেছে অসংখ্য শিশুদের৷