কলকাতা : শুটিং শুরু হয়েছে অর্ঘ্যদীপ চ্যাটার্জির পরবর্তী থ্রিলার ছবি 'মুখোশ'-র । ছবিতে পায়েল সরকার ও রজতাভ দত্তকে দেখা যাবে মুখ্য চরিত্রে । এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন প্রান্তিক ব্যানার্জি, শান্তিলাল মুখার্জি ও অমৃতা । অমৃতার এটাই প্রথম ছবি । ছবির শুটিং করছেন মধুরা পালিত ও এডিটের দায়িত্বে রয়েছেন অনির্বাণ মাইতি ।
গল্প শুরু হয় অমৃতার নিখোঁজ দিদির জন্য থানায় অভিযোগ দায়ের করার সঙ্গে । একজন সিনিয়র পুলিশ ইনস্পেক্টরের ভূমিকায় দেখা যাবে শান্তিলালকে । যিনি অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রাথমিক তদন্ত শুরু করেন । অমৃতা মনে করেন, তাঁর জামাইবাবু (রজতাভ দত্ত) তাঁর বোনের নিখোঁজের জন্য দায়ী । এছাড়া একজন রাজনৈতিক সংযোগযুক্ত প্রভাবশালী ব্যক্তির চরিত্রে দেখা যাবে রজতাভ দত্তকে ।
অর্ঘ্যদীপ চ্যাটার্জি পরিচালনা শুরু করেন 2018 সালে ক্রাইম থ্রিলার 'জোজো' দিয়ে । তাঁর দ্বিতীয় ছবি সাইকোলজিকাল থ্রিলার 'রডডেনড্রন' মুক্তির অপেক্ষায় রয়েছে ।