ETV Bharat / sitara

Raj Kundra : শিল্পার কথা বলে চুক্তি করে পরে নগ্ন ফিল্ম করতে বলেন রাজ : শার্লিন - শার্লিন চোপড়ার হট ছবি

শিল্পা শেট্টি (Shilpa Shetty) তাঁর কাজ পছন্দ করেন ৷ এই বলেই রাজ কুন্দ্রা (Raj Kundra) তাঁর সঙ্গে কাজের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন বলে দাবি করলেন বলিউডের অভিনেত্রী শার্লিন চোপড়া (Sherlyn Chopra) ৷

raj-kundra-told-me-shilpa-shetty-liked-my-work-claims-sherlyn-chopra
শিল্পার কথা বলে চুক্তি করে পরে নগ্ন ফিল্ম করতে বলেন রাজ: শার্লিন
author img

By

Published : Aug 8, 2021, 1:16 PM IST

মুম্বই, 8 অগস্ট : শিল্পা শেট্টির (Shilpa Shetty) নাম করে নাকি তাঁর সঙ্গে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন পর্নোগ্রাফি মামলায় ধৃত ব্যবসায়ী রাজ কুন্দ্রা (Raj Kundra) ৷ এমনই দাবি করলেন বলিউডের অভিনেত্রী শার্লিন চোপড়া (Sherlyn Chopra) ৷ তাঁর দাবি, রাজ তাঁকে বলেছিলেন যে তাঁর কাজ বেশ পছন্দ হয়েছে শিল্পা শেট্টির ৷ এরপরই তাঁর সঙ্গে ফিল্ম তৈরির জন্য চলতি বছর মার্চ মাসে চুক্তিবদ্ধ হন রাজ ৷ শার্লিনের কথায়, "তিনি চেয়েছিলেন আমি তাঁর সঙ্গে কাজে যোগ দিই এবং যে অ্যাপটি তৈরি হবে তাঁর নাম হবে শার্লিন চোপড়া অ্যাপ ৷"

পর্নোগ্রাফি মামলায় (Pornography Case) শার্লিন চোপড়াকে সমন পাঠিয়েছিল মুম্বই ক্রাইম ব্রাঞ্চের প্রপার্টি সেল ৷ শুক্রবার তিনি হাজিরা দিলে তাঁকে এই মামলা প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করা হয় ৷ তখনই তিনি দাবি করেন যে, তাঁর বিভিন্ন ভিডিয়ো নিয়ে অ্যাপ বানাতে চেয়েছিলেন রাজ কুন্দ্রা ৷ ভিডিয়োগুলির বিষয়বস্তু গ্ল্যামার, হাই ফ্যাশন, ফিটনেস, রসিকতা ও অন্যান্য নানা বিষয় হবে বলে জানানো হয়েছিল ৷ তবে প্রথম দিকে তাঁকে গ্ল্যামারের কথা বলা হলেও পরে তাঁকে অর্ধনগ্ন ও নগ্ন ফিল্ম করতে বলা হয়েছিল বলে দাবি শার্লিনের ৷

আরও পড়ুন: রাজ-রিয়ানের জামিনের আবেদন খারিজ বম্বে হাইকোর্টে

তাঁর কথায়, "শ্যুটিং-এর সময়ে আমাকে সাহস জোগানো হত ৷ তাঁরা বলতেন, আমি দারুণ কাজ করছি ৷ শিল্পা নাকি আমার ছবি ও ভিডিয়ো দেখে আমার কাজের খুব প্রশংসা করেছেন ৷ আর সিনিয়ররা যখন আপনাকে এতটা প্রশংসা করেন, তখন আপনার এটা মনেই হবে না যে, আপনি কোনও ভুল কাজ করছেন ৷ বরং তাতে আপনার আরও ভাল ভাবে সেই কাজটা করার ইচ্ছে জন্মাবে ৷"

আরও পড়ুন : Raj Kundra: শিল্পা-রাজকে ₹3 লাখ জরিমানা সেবির, শার্লিন চোপড়াকে যৌন হেনস্থার অভিযোগ

শার্লিন আরও বলেন যে, "পরে আমায় বলা হল, ওঁরা যেটা করছেন, তা সঠিক নয় ৷ সেই সময় আমাদের কোনও আইনি নোটিশ দেওয়া হয়নি ৷ সেই সময় মনে হয়নি যে কোনও কিছু ভুল হচ্ছে ৷" পর্নোগ্রাফি বেআইনি হওয়া সত্ত্বেও সেই ফিল্ম কেন করেছেন, এই প্রশ্নের জবাবে শার্লিন বলেন, তিনিই প্রথম মহারাষ্ট্র সাইবার সেলের কাছে এ ব্যাপারে অভিযোগ জানিয়েছিলেন ৷ তিনি বলেন, "আমি কখনও আমার অ্যাপের বিষয়টি অস্বীকার করিনি ৷ আমি সাইবার ব্রাঞ্চের সামনে আমার বয়ান রেকর্ড করেছি ৷ কারওকে কখনও কোনও মিথ্যে আশ্বাস দিইনি ৷ কোনও মেয়েকে কাজ দেওয়ার নাম করে আমি পর্ন ফিল্ম তৈরি করিনি ৷"

আরও পড়ুন : Raj Kundra Shilpa Shetty: মিডিয়া ট্রায়ালে রুষ্ট শিল্পা ! রাজের অন্তর্বর্তী জামিনের শুনানি শনিবার

পর্নোগ্রাফি মামলায় তাঁদের গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ কুন্দ্রা ও তাঁর সহকর্মী রিয়ান থর্প যে পিটিশন দাখিল করেছিলেন, তা রিজার্ভে রেখেছে বম্বে হাইকোর্ট ৷ সেই মামলার শুনানিতে তদন্তকারী অফিসার আদালতকে জানান যে, কুন্দ্রার ল্যাপটপ থেকে 68টি পর্ন ভিডিয়ো পাওয়া গিয়েছে ৷ রাজের ব্যক্তিগত ল্যাপটপ থেকে যৌন কনটেন্টে ভরা একটি ফিল্মের স্ক্রিপ্টও উদ্ধার হয়েছে ৷ গত 27 জুলাই কুন্দ্রা ও থর্পকে 14 দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে মুম্বইয়ের আদালত ৷ গত 19 জুলাই পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার করা হয়েছিল রাজ কুন্দ্রা-সহ 11 জনকে ৷

মুম্বই, 8 অগস্ট : শিল্পা শেট্টির (Shilpa Shetty) নাম করে নাকি তাঁর সঙ্গে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন পর্নোগ্রাফি মামলায় ধৃত ব্যবসায়ী রাজ কুন্দ্রা (Raj Kundra) ৷ এমনই দাবি করলেন বলিউডের অভিনেত্রী শার্লিন চোপড়া (Sherlyn Chopra) ৷ তাঁর দাবি, রাজ তাঁকে বলেছিলেন যে তাঁর কাজ বেশ পছন্দ হয়েছে শিল্পা শেট্টির ৷ এরপরই তাঁর সঙ্গে ফিল্ম তৈরির জন্য চলতি বছর মার্চ মাসে চুক্তিবদ্ধ হন রাজ ৷ শার্লিনের কথায়, "তিনি চেয়েছিলেন আমি তাঁর সঙ্গে কাজে যোগ দিই এবং যে অ্যাপটি তৈরি হবে তাঁর নাম হবে শার্লিন চোপড়া অ্যাপ ৷"

পর্নোগ্রাফি মামলায় (Pornography Case) শার্লিন চোপড়াকে সমন পাঠিয়েছিল মুম্বই ক্রাইম ব্রাঞ্চের প্রপার্টি সেল ৷ শুক্রবার তিনি হাজিরা দিলে তাঁকে এই মামলা প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করা হয় ৷ তখনই তিনি দাবি করেন যে, তাঁর বিভিন্ন ভিডিয়ো নিয়ে অ্যাপ বানাতে চেয়েছিলেন রাজ কুন্দ্রা ৷ ভিডিয়োগুলির বিষয়বস্তু গ্ল্যামার, হাই ফ্যাশন, ফিটনেস, রসিকতা ও অন্যান্য নানা বিষয় হবে বলে জানানো হয়েছিল ৷ তবে প্রথম দিকে তাঁকে গ্ল্যামারের কথা বলা হলেও পরে তাঁকে অর্ধনগ্ন ও নগ্ন ফিল্ম করতে বলা হয়েছিল বলে দাবি শার্লিনের ৷

আরও পড়ুন: রাজ-রিয়ানের জামিনের আবেদন খারিজ বম্বে হাইকোর্টে

তাঁর কথায়, "শ্যুটিং-এর সময়ে আমাকে সাহস জোগানো হত ৷ তাঁরা বলতেন, আমি দারুণ কাজ করছি ৷ শিল্পা নাকি আমার ছবি ও ভিডিয়ো দেখে আমার কাজের খুব প্রশংসা করেছেন ৷ আর সিনিয়ররা যখন আপনাকে এতটা প্রশংসা করেন, তখন আপনার এটা মনেই হবে না যে, আপনি কোনও ভুল কাজ করছেন ৷ বরং তাতে আপনার আরও ভাল ভাবে সেই কাজটা করার ইচ্ছে জন্মাবে ৷"

আরও পড়ুন : Raj Kundra: শিল্পা-রাজকে ₹3 লাখ জরিমানা সেবির, শার্লিন চোপড়াকে যৌন হেনস্থার অভিযোগ

শার্লিন আরও বলেন যে, "পরে আমায় বলা হল, ওঁরা যেটা করছেন, তা সঠিক নয় ৷ সেই সময় আমাদের কোনও আইনি নোটিশ দেওয়া হয়নি ৷ সেই সময় মনে হয়নি যে কোনও কিছু ভুল হচ্ছে ৷" পর্নোগ্রাফি বেআইনি হওয়া সত্ত্বেও সেই ফিল্ম কেন করেছেন, এই প্রশ্নের জবাবে শার্লিন বলেন, তিনিই প্রথম মহারাষ্ট্র সাইবার সেলের কাছে এ ব্যাপারে অভিযোগ জানিয়েছিলেন ৷ তিনি বলেন, "আমি কখনও আমার অ্যাপের বিষয়টি অস্বীকার করিনি ৷ আমি সাইবার ব্রাঞ্চের সামনে আমার বয়ান রেকর্ড করেছি ৷ কারওকে কখনও কোনও মিথ্যে আশ্বাস দিইনি ৷ কোনও মেয়েকে কাজ দেওয়ার নাম করে আমি পর্ন ফিল্ম তৈরি করিনি ৷"

আরও পড়ুন : Raj Kundra Shilpa Shetty: মিডিয়া ট্রায়ালে রুষ্ট শিল্পা ! রাজের অন্তর্বর্তী জামিনের শুনানি শনিবার

পর্নোগ্রাফি মামলায় তাঁদের গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ কুন্দ্রা ও তাঁর সহকর্মী রিয়ান থর্প যে পিটিশন দাখিল করেছিলেন, তা রিজার্ভে রেখেছে বম্বে হাইকোর্ট ৷ সেই মামলার শুনানিতে তদন্তকারী অফিসার আদালতকে জানান যে, কুন্দ্রার ল্যাপটপ থেকে 68টি পর্ন ভিডিয়ো পাওয়া গিয়েছে ৷ রাজের ব্যক্তিগত ল্যাপটপ থেকে যৌন কনটেন্টে ভরা একটি ফিল্মের স্ক্রিপ্টও উদ্ধার হয়েছে ৷ গত 27 জুলাই কুন্দ্রা ও থর্পকে 14 দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে মুম্বইয়ের আদালত ৷ গত 19 জুলাই পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার করা হয়েছিল রাজ কুন্দ্রা-সহ 11 জনকে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.