ETV Bharat / sitara

Shilpa Shetty Raj Kundra - রাজের বিরুদ্ধে চার্জশিট পেশের দিনেই বৈষ্ণোদেবীতে শিল্পা - শিল্পা শেট্টির হট ছবি

পর্ন মামলায় (Pornography Case) রাজ কুন্দ্রার (Raj Kundra) বিরুদ্ধে চার্জশিট দাখিল করল মুম্বই ক্রাইম ব্রাঞ্চ (Crime Branch Property Cell) ৷ এ দিকে, এই দিনেই শিল্পা শেট্টি (Shilpa Shetty) বৈষ্ণোদেবী (Vaishno Devi) মন্দির পরিদর্শনে গিয়েছেন ৷

raj-kundra-pornography-case-crime-branch-cell-submits-new-chargesheet-shilpa-shetty-visits-vaishno-devi
রাজের বিরুদ্ধে চার্জশিট পেশের দিনেই বৈষ্ণো দেবীতে শিল্পা
author img

By

Published : Sep 16, 2021, 2:50 PM IST

মুম্বই, 16 সেপ্টেম্বর: পর্নোগ্রাফি মামলায় (Pornography Case) ব্যবসায়ী রাজ কুন্দ্রার (Raj Kundra) বিরুদ্ধে চার্জশিট দাখিল করল মুম্বই ক্রাইম ব্রাঞ্চের প্রপার্টি সেল (Crime Branch Property Cell) ৷ 1500 পাতার সাপ্লিমেন্টারি চার্জশিটে রাজের স্ত্রী তথা বলিউডের অভিনেত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty)-সহ 43 জন সাক্ষীর বয়ানের উল্লেখ রয়েছে ৷ বৃহস্পতিবার মুম্বই পুলিশের তরফে একথা জানানো হয় ৷ এ দিকে, এই দিনেই জম্মু ও কাশ্মীরের বৈষ্ণোদেবী (Vaishno Devi) মন্দির পরিদর্শনে গেলেন শিল্পা ৷

এই মামলায় শার্লিন চোপড়া, সেজল শাহ ও অন্যান্য বেশ কয়েকজন মডেল এবং কুন্দ্রার কোম্পানির কয়েকজন কর্মীর বয়ান রেকর্ড করা হয়েছিল ৷ চার্জশিটে তার উল্লেখ করা হয়েছে ৷ এই মামলায় ওয়ান্টেড আরও দুই অভিযুক্তের নামও রয়েছে চার্জশিটে ৷ এক আধিকারিক জানিয়েছেন, কুন্দ্রা, তাঁর সহকর্মী রিয়ান থর্প, ওয়ান্টেড অভিযুক্ত সিঙ্গাপুরবাসী যশ ঠাকুর ওরফে অরবিন্দ কুমার শ্রীবাস্তব ও ব্রিটেননিবাসী রাজের ভগ্নিপতি সন্দীপ বক্সির নামে অভিযোগ আনা হয়েছে চার্জশিটে ৷ অভিযোগ, এরা যে পোর্টালগুলি চালাত, তাতে দেখানো হত পর্ন সংক্রান্ত বিষয় ৷

আরও পড়ুন: রাজের "হট শটস" অ্যাপের বিষয়বস্তু নিয়ে কোনও ধারণা নেই, পুলিশকে জানালেন শিল্পা

পর্ন ফিল্ম তৈরি ও তা ছড়িয়ে দেওয়ার চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গত 19 জুলাই গ্রেফতার করা হয়েছিল রাজ কুন্দ্রাকে ৷ পাশাপাশি এই মামলায় গ্রেফতার হন আরও 11 জন ৷

আরও পড়ুন : Raj Kundra pornography case : ছ’ঘণ্টার জেরায় আগাগোড়া রাজকে নির্দোষ বলে দাবি শিল্পার

রাজ কুন্দ্রার বিরুদ্ধে চার্জশিট পেশের দিনই বৈষ্ণোদেবী মন্দির দর্শনে গেলেন শিল্পা শেট্টি ৷ বুধবারই তিনি কাটরার বেস ক্যাম্পে পৌঁছে যান ৷ সেখানে পৌঁছেই পুলিশের কড়া নিরাপত্তার ঘেরাটোপে ঘোড়ায় চেপে মন্দিরের উদ্দেশে রওনা হন তিনি ৷ গোটা সফরে তাঁর মুখে শোনা গিয়েছে জয় মাতা দি মন্ত্র ৷ সাংবাদিকদের তিনি বলেন, "এখানে এসে আমি খুব খুশি ৷ ঈশ্বরের ডাক এসেছে তাই এখানে আসতে পেরেছি ৷ তাঁর প্রার্থনা করতে করতেই গোটা পথ এসেছি ৷"

আরও পড়ুন: Shilpa Shetty: "আমি ভুল করেছি", ইঙ্গিতবাহী পোস্টে কী বলতে চাইলেন শিল্পা ?

জুলাই মাসে তাঁর স্বামী গ্রেফতার হওয়ার পর বিধ্বস্ত হয়ে পড়েছিলেন শিল্পা ৷ নিজেকে গুছিয়ে নিতে বেশ কিছুটা সময় নেন তিনি ৷ পরে অবশ্য ফের কাজে ফিরেছেন ৷ কিছুদিনের বিরতির পর ফের রিয়্যালিটি শো সুপার ডান্সারের বিচারকের আসনে পাওয়া যায় তাঁকে ৷ প্রায় এক দশক পর ফের ফিল্মেও ফেরেন তিনি ৷ মুক্তি পায় তাঁর অভিনীত ছবি হাঙ্গামা 2 ৷ শিল্পা বলেছিলেন, "আমরা মিডিয়া ট্রায়াল ডিসার্ভ করি না ৷"

আরও পড়ুন: Raj Kundra : শিল্পার কথা বলে চুক্তি করে পরে নগ্ন ফিল্ম করতে বলেন রাজ : শার্লিন

মুম্বই, 16 সেপ্টেম্বর: পর্নোগ্রাফি মামলায় (Pornography Case) ব্যবসায়ী রাজ কুন্দ্রার (Raj Kundra) বিরুদ্ধে চার্জশিট দাখিল করল মুম্বই ক্রাইম ব্রাঞ্চের প্রপার্টি সেল (Crime Branch Property Cell) ৷ 1500 পাতার সাপ্লিমেন্টারি চার্জশিটে রাজের স্ত্রী তথা বলিউডের অভিনেত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty)-সহ 43 জন সাক্ষীর বয়ানের উল্লেখ রয়েছে ৷ বৃহস্পতিবার মুম্বই পুলিশের তরফে একথা জানানো হয় ৷ এ দিকে, এই দিনেই জম্মু ও কাশ্মীরের বৈষ্ণোদেবী (Vaishno Devi) মন্দির পরিদর্শনে গেলেন শিল্পা ৷

এই মামলায় শার্লিন চোপড়া, সেজল শাহ ও অন্যান্য বেশ কয়েকজন মডেল এবং কুন্দ্রার কোম্পানির কয়েকজন কর্মীর বয়ান রেকর্ড করা হয়েছিল ৷ চার্জশিটে তার উল্লেখ করা হয়েছে ৷ এই মামলায় ওয়ান্টেড আরও দুই অভিযুক্তের নামও রয়েছে চার্জশিটে ৷ এক আধিকারিক জানিয়েছেন, কুন্দ্রা, তাঁর সহকর্মী রিয়ান থর্প, ওয়ান্টেড অভিযুক্ত সিঙ্গাপুরবাসী যশ ঠাকুর ওরফে অরবিন্দ কুমার শ্রীবাস্তব ও ব্রিটেননিবাসী রাজের ভগ্নিপতি সন্দীপ বক্সির নামে অভিযোগ আনা হয়েছে চার্জশিটে ৷ অভিযোগ, এরা যে পোর্টালগুলি চালাত, তাতে দেখানো হত পর্ন সংক্রান্ত বিষয় ৷

আরও পড়ুন: রাজের "হট শটস" অ্যাপের বিষয়বস্তু নিয়ে কোনও ধারণা নেই, পুলিশকে জানালেন শিল্পা

পর্ন ফিল্ম তৈরি ও তা ছড়িয়ে দেওয়ার চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গত 19 জুলাই গ্রেফতার করা হয়েছিল রাজ কুন্দ্রাকে ৷ পাশাপাশি এই মামলায় গ্রেফতার হন আরও 11 জন ৷

আরও পড়ুন : Raj Kundra pornography case : ছ’ঘণ্টার জেরায় আগাগোড়া রাজকে নির্দোষ বলে দাবি শিল্পার

রাজ কুন্দ্রার বিরুদ্ধে চার্জশিট পেশের দিনই বৈষ্ণোদেবী মন্দির দর্শনে গেলেন শিল্পা শেট্টি ৷ বুধবারই তিনি কাটরার বেস ক্যাম্পে পৌঁছে যান ৷ সেখানে পৌঁছেই পুলিশের কড়া নিরাপত্তার ঘেরাটোপে ঘোড়ায় চেপে মন্দিরের উদ্দেশে রওনা হন তিনি ৷ গোটা সফরে তাঁর মুখে শোনা গিয়েছে জয় মাতা দি মন্ত্র ৷ সাংবাদিকদের তিনি বলেন, "এখানে এসে আমি খুব খুশি ৷ ঈশ্বরের ডাক এসেছে তাই এখানে আসতে পেরেছি ৷ তাঁর প্রার্থনা করতে করতেই গোটা পথ এসেছি ৷"

আরও পড়ুন: Shilpa Shetty: "আমি ভুল করেছি", ইঙ্গিতবাহী পোস্টে কী বলতে চাইলেন শিল্পা ?

জুলাই মাসে তাঁর স্বামী গ্রেফতার হওয়ার পর বিধ্বস্ত হয়ে পড়েছিলেন শিল্পা ৷ নিজেকে গুছিয়ে নিতে বেশ কিছুটা সময় নেন তিনি ৷ পরে অবশ্য ফের কাজে ফিরেছেন ৷ কিছুদিনের বিরতির পর ফের রিয়্যালিটি শো সুপার ডান্সারের বিচারকের আসনে পাওয়া যায় তাঁকে ৷ প্রায় এক দশক পর ফের ফিল্মেও ফেরেন তিনি ৷ মুক্তি পায় তাঁর অভিনীত ছবি হাঙ্গামা 2 ৷ শিল্পা বলেছিলেন, "আমরা মিডিয়া ট্রায়াল ডিসার্ভ করি না ৷"

আরও পড়ুন: Raj Kundra : শিল্পার কথা বলে চুক্তি করে পরে নগ্ন ফিল্ম করতে বলেন রাজ : শার্লিন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.