ETV Bharat / sitara

রাজ কুন্দ্রা গ্রেফতারির পর প্রথম পোস্ট, নয়া চ্যালেঞ্জের গল্প শোনালেন শিল্পা - রাজ কুন্দ্রা গ্রেফতার

নীরবতা ভাঙলেন বলিউডের অভিনেত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty) ৷ পর্ন ছবি তৈরির অভিযোগে স্বামী রাজ কুন্দ্রার (Raj Kundra) গ্রেফতারির পর প্রথম পোস্ট করলেন তিনি ৷

raj-kundra-arrest-shilpa-shetty-breaks-silence and-speaks-about-surviving-challenges
রাজ কুন্দ্রা গ্রেফতারির পর প্রথম পোস্ট, নয়া চ্যালেঞ্জের গল্প শোনালেন শিল্পা
author img

By

Published : Jul 23, 2021, 2:51 PM IST

কলকাতা, 23 জুলাই: অবশেষে নীরবতা ভাঙলেন বলিউডের অভিনেত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty) ৷ পর্ন ছবি তৈরি ও তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে স্বামী রাজ কুন্দ্রার (Raj Kundra) গ্রেফতারির পর প্রথম মুখ খুললেন তিনি ৷ গত কয়েকদিন লোকচক্ষুর আড়ালে ছিলেন ৷ তিনদিন সোশ্যাল মিডিয়া থেকেও নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন ৷ অবশেষে তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট করে ফের প্রকাশ্যে এলেন ৷ রাজ সম্পর্কে সরাসরি কিছু না-বললেও তাঁর হেঁয়ালিপূর্ণ বার্তায় উঠে এসেছে সেই প্রসঙ্গই ৷

বৃহস্পতিবার রাতে ইনস্টাগ্রাম স্টোরিতে কয়েকটি পংক্তির ছবি পোস্ট করেন শিল্পা শেট্টি ৷ সেই ছবিতে লেখা রয়েছে, "আমি দীর্ঘ শ্বাস নিচ্ছি ৷ আমি জানি যে সৌভাগ্যবশত আমি বেঁচে আছি ৷ অতীতে আমি চ্যালেঞ্জ অতিক্রম করে বেঁচে ছিলাম এবং ভবিষ্যতেও আমি চ্যালেঞ্জের মধ্যে দিয়েই বেঁচে থাকব ৷ আমার আজকের জীবনযাপন থেকে আমাকে বিভ্রান্ত করার কোনও প্রয়োজন নেই ৷"

raj-kundra-arrest-shilpa-shetty-breaks-silence and-speaks-about-surviving-challenges
শিল্পার বার্তা

আরও পড়ুন: রাজ কুন্দ্রা মামলায় জড়িয়ে বড় বড় সেলিব্রিটিরা ? নজরে সেক্স রেভ পার্টি

রাজ কুন্দ্রার গ্রেফতারির ঘটনায় চমকে দেওয়ার মতো তথ্য প্রকাশ্যে এনেছে মুম্বই পুলিশ ৷ তারা জানিয়েছে, শিল্পা শেট্টির (Shilpa Shetty) স্বামী রাজ কুন্দ্রা ও তাঁর ভগ্নিপতি প্রদীপ বক্সি একটি আন্তর্জাতিক পর্ন চক্রের মাস্টারমাইন্ড ৷ সেই চক্রের কনটেন্ট তৈরির কোম্পানি রয়েছে ভারত ও ব্রিটেনে ৷ কুন্দ্রার গ্রেফতারিতে দেশের কুখ্যাত পর্ন জগতের পর্দা ফাঁস হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷ কারণ এর সঙ্গে বেশ কিছু বড় নাম জড়িয়ে রয়েছে বলে সন্দেহ পুলিশের ৷ অভিযোগ, গ্রেফতারি এড়াতে মুম্বই পুলিশের আধিকারিকদের 25 লাখ টাকা ঘুষও দিয়েছিলেন রাজ কুন্দ্রা ৷

দেখুন: নীল বিতর্কে রাজ

তবে অশ্লীল ছবি তৈরি ও তা ছড়িয়ে দেওয়ার ঘটনায় শিল্পা শেট্টির (Shilpa Shetty) কোনও যোগ এখনও পায়নি মুম্বই পুলিশ (Mumbai Police) ৷ মুম্বই পুলিশের অপরাধ দমন শাখার যুগ্ম কমিশনার মিলিন্দ ভারাম্বে শিল্পা প্রসঙ্গে জানিয়েছেন, "এখনও পর্যন্ত আমরা তাঁর সক্রিয় কোনও যোগাযোগ খুঁজে পাইনি ৷ তদন্ত চলছে ৷ যাঁরা এই ঘটনার শিকার হয়েছেন, তাঁদের মুম্বই ক্রাইম ব্রাঞ্চের সঙ্গে যোগাযোগ করতে বলছি ৷ আমরা যথাযথ ব্যবস্থা নেব ৷"

আরও পড়ুন: রাজের পর্নোগ্রাফি তৈরিতে যুক্ত ছিলেন শিল্পাও ?

যদিও স্বামী গ্রেফতার হওয়ার পরই রিয়্যালিটি শো সুপার ডান্সার 4-এর (Super Dancer 4)-এর শ্যুটিং ফ্লোর থেকে উধাও হয়ে যান বলিউডের অভিনেত্রী ৷ ওই শো-তে অনুরাগ বসু (Anurag Basu) ও গীতা কাপুর (Geeta Kapoor)-এর সঙ্গে বিচারকের চেয়ারে বসেন শিল্পা শেট্টি । তবে গত সোমবার রাতে তাঁর স্বামী রাজ কুন্দ্রা গ্রেফতার হওয়ার পর শ্যুটিং ফ্লোর থেকে বিরতি নিয়েছেন অভিনেত্রী ৷ এড়িয়ে চলেছেন সংবাদ মাধ্যমকেও ৷

আরও পড়ুন: পর্ন চক্র মামলায় রাজ কুন্দ্রাকে কেন 3 মাস দেরিতে গ্রেফতার, উঠছে প্রশ্ন

রাজ কুন্দ্রা এমন একটা সময়ে গ্রেফতার হলেন যখন 14 বছর পর ফের বড় পর্দায় ফিরছেন শিল্পা শেট্টি ৷ প্রিয়দর্শনের হাঙ্গামা 2-তে দেখা যাবে তাঁকে ৷ শিল্পা ছাড়াও সেই ফিল্মে আছেন পরেশ রাওয়াল, রাজপাল যাদব, মীজান জাফরি ও প্রনিথা সুভাষ ৷

কলকাতা, 23 জুলাই: অবশেষে নীরবতা ভাঙলেন বলিউডের অভিনেত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty) ৷ পর্ন ছবি তৈরি ও তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে স্বামী রাজ কুন্দ্রার (Raj Kundra) গ্রেফতারির পর প্রথম মুখ খুললেন তিনি ৷ গত কয়েকদিন লোকচক্ষুর আড়ালে ছিলেন ৷ তিনদিন সোশ্যাল মিডিয়া থেকেও নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন ৷ অবশেষে তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট করে ফের প্রকাশ্যে এলেন ৷ রাজ সম্পর্কে সরাসরি কিছু না-বললেও তাঁর হেঁয়ালিপূর্ণ বার্তায় উঠে এসেছে সেই প্রসঙ্গই ৷

বৃহস্পতিবার রাতে ইনস্টাগ্রাম স্টোরিতে কয়েকটি পংক্তির ছবি পোস্ট করেন শিল্পা শেট্টি ৷ সেই ছবিতে লেখা রয়েছে, "আমি দীর্ঘ শ্বাস নিচ্ছি ৷ আমি জানি যে সৌভাগ্যবশত আমি বেঁচে আছি ৷ অতীতে আমি চ্যালেঞ্জ অতিক্রম করে বেঁচে ছিলাম এবং ভবিষ্যতেও আমি চ্যালেঞ্জের মধ্যে দিয়েই বেঁচে থাকব ৷ আমার আজকের জীবনযাপন থেকে আমাকে বিভ্রান্ত করার কোনও প্রয়োজন নেই ৷"

raj-kundra-arrest-shilpa-shetty-breaks-silence and-speaks-about-surviving-challenges
শিল্পার বার্তা

আরও পড়ুন: রাজ কুন্দ্রা মামলায় জড়িয়ে বড় বড় সেলিব্রিটিরা ? নজরে সেক্স রেভ পার্টি

রাজ কুন্দ্রার গ্রেফতারির ঘটনায় চমকে দেওয়ার মতো তথ্য প্রকাশ্যে এনেছে মুম্বই পুলিশ ৷ তারা জানিয়েছে, শিল্পা শেট্টির (Shilpa Shetty) স্বামী রাজ কুন্দ্রা ও তাঁর ভগ্নিপতি প্রদীপ বক্সি একটি আন্তর্জাতিক পর্ন চক্রের মাস্টারমাইন্ড ৷ সেই চক্রের কনটেন্ট তৈরির কোম্পানি রয়েছে ভারত ও ব্রিটেনে ৷ কুন্দ্রার গ্রেফতারিতে দেশের কুখ্যাত পর্ন জগতের পর্দা ফাঁস হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷ কারণ এর সঙ্গে বেশ কিছু বড় নাম জড়িয়ে রয়েছে বলে সন্দেহ পুলিশের ৷ অভিযোগ, গ্রেফতারি এড়াতে মুম্বই পুলিশের আধিকারিকদের 25 লাখ টাকা ঘুষও দিয়েছিলেন রাজ কুন্দ্রা ৷

দেখুন: নীল বিতর্কে রাজ

তবে অশ্লীল ছবি তৈরি ও তা ছড়িয়ে দেওয়ার ঘটনায় শিল্পা শেট্টির (Shilpa Shetty) কোনও যোগ এখনও পায়নি মুম্বই পুলিশ (Mumbai Police) ৷ মুম্বই পুলিশের অপরাধ দমন শাখার যুগ্ম কমিশনার মিলিন্দ ভারাম্বে শিল্পা প্রসঙ্গে জানিয়েছেন, "এখনও পর্যন্ত আমরা তাঁর সক্রিয় কোনও যোগাযোগ খুঁজে পাইনি ৷ তদন্ত চলছে ৷ যাঁরা এই ঘটনার শিকার হয়েছেন, তাঁদের মুম্বই ক্রাইম ব্রাঞ্চের সঙ্গে যোগাযোগ করতে বলছি ৷ আমরা যথাযথ ব্যবস্থা নেব ৷"

আরও পড়ুন: রাজের পর্নোগ্রাফি তৈরিতে যুক্ত ছিলেন শিল্পাও ?

যদিও স্বামী গ্রেফতার হওয়ার পরই রিয়্যালিটি শো সুপার ডান্সার 4-এর (Super Dancer 4)-এর শ্যুটিং ফ্লোর থেকে উধাও হয়ে যান বলিউডের অভিনেত্রী ৷ ওই শো-তে অনুরাগ বসু (Anurag Basu) ও গীতা কাপুর (Geeta Kapoor)-এর সঙ্গে বিচারকের চেয়ারে বসেন শিল্পা শেট্টি । তবে গত সোমবার রাতে তাঁর স্বামী রাজ কুন্দ্রা গ্রেফতার হওয়ার পর শ্যুটিং ফ্লোর থেকে বিরতি নিয়েছেন অভিনেত্রী ৷ এড়িয়ে চলেছেন সংবাদ মাধ্যমকেও ৷

আরও পড়ুন: পর্ন চক্র মামলায় রাজ কুন্দ্রাকে কেন 3 মাস দেরিতে গ্রেফতার, উঠছে প্রশ্ন

রাজ কুন্দ্রা এমন একটা সময়ে গ্রেফতার হলেন যখন 14 বছর পর ফের বড় পর্দায় ফিরছেন শিল্পা শেট্টি ৷ প্রিয়দর্শনের হাঙ্গামা 2-তে দেখা যাবে তাঁকে ৷ শিল্পা ছাড়াও সেই ফিল্মে আছেন পরেশ রাওয়াল, রাজপাল যাদব, মীজান জাফরি ও প্রনিথা সুভাষ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.