ETV Bharat / sitara

প্রথমবার শুভশ্রীর সঙ্গে স্ক্রিন শেয়ার রাজের - first ad together

এই প্রথমবার কোনও বিজ্ঞাপনীর জন্য একসঙ্গে শুট করলেন রাজ ও শুভশ্রী । ওয়ান শোল্ডার ড্রেসে ধরা দিয়েছেন অন্তঃসত্ত্বা শুভশ্রী । আর গ্ল্যামারাস স্ত্রীকে সঙ্গ দিতে সাদা কুর্তা, নীল জিন্স, সাদা চশমায় মানানসই ছিলেন রাজ ।

োে্
োে্
author img

By

Published : Sep 6, 2020, 4:18 PM IST

কলকাতা : আর মাত্র কয়েকদিনের অপেক্ষা । তারপরই রাজ চক্রবর্তী ও শুভশ্রীর বাড়ি আলো করে আসবে খুদে সদস্য । খুশিতে ভরে উঠবে সব দিক । কিন্তু, এই পরিস্থিতির মধ্যে তাকে নিয়ে চিন্তাও কম নয় হবু মায়ের মনে । কীভাবে সন্তানকে সুরক্ষিত রাখবেন সেকথাই সারাক্ষণ ভেবে চলেছেন তিনি । তবে তার মধ্যেও ভয়কে জয় করেই লাইট-ক্যামেরা-অ্যাকশনের মুখোমুখি হলেন অভিনেত্রী । আর সেখানে তাঁকে সঙ্গ দিলেন রাজ ।

না তবে কোনও সিনেমার জন্য নয় । আসলে এই প্রথমবার কোনও বিজ্ঞাপনীর জন্য একসঙ্গে শুট করলেন রাজ ও শুভশ্রী । সেখানে ওয়ান শোল্ডার ড্রেসে শুভশ্রীর শরীরে মাতৃত্বের ছাপ স্পষ্ট । আর গ্ল্যামারাস স্ত্রীকে সঙ্গ দিতে সাদা কুর্তা, নীল জিন্স, সাদা চশমায় মানানসই ছিলেন রাজ ।

sdf
.

একটি রঙের সংস্থার বিজ্ঞাপনের জন্য একসঙ্গে দেখা গেল তাঁদের । আর এই বিজ্ঞাপনের হাত ধরেই তারকা দম্পতির অফস্ক্রিন রোম্যান্স, এবার অনস্ক্রিনে দেখার সুযোগ পেলেন অনুরাগীরা । অবশ্য এই বিজ্ঞাপনের শুট নিজেদের বাড়িতেই করেছেন তাঁরা ।

sdf
.

তবে বলিউডে অন্তঃসত্ত্বা অবস্থায় অভিনেত্রীদের শুটিং করতে দেখা গেলেও, বাংলায় হয়তো এর আগে কাউকে এভাবে শুটিং করতে দেখা যায়নি । যাই হোক বিজ্ঞাপনে একেবারে হাসিখুশি ও রোম্যান্টিক মুডে ধরা দিলেন তাঁরা ।

কলকাতা : আর মাত্র কয়েকদিনের অপেক্ষা । তারপরই রাজ চক্রবর্তী ও শুভশ্রীর বাড়ি আলো করে আসবে খুদে সদস্য । খুশিতে ভরে উঠবে সব দিক । কিন্তু, এই পরিস্থিতির মধ্যে তাকে নিয়ে চিন্তাও কম নয় হবু মায়ের মনে । কীভাবে সন্তানকে সুরক্ষিত রাখবেন সেকথাই সারাক্ষণ ভেবে চলেছেন তিনি । তবে তার মধ্যেও ভয়কে জয় করেই লাইট-ক্যামেরা-অ্যাকশনের মুখোমুখি হলেন অভিনেত্রী । আর সেখানে তাঁকে সঙ্গ দিলেন রাজ ।

না তবে কোনও সিনেমার জন্য নয় । আসলে এই প্রথমবার কোনও বিজ্ঞাপনীর জন্য একসঙ্গে শুট করলেন রাজ ও শুভশ্রী । সেখানে ওয়ান শোল্ডার ড্রেসে শুভশ্রীর শরীরে মাতৃত্বের ছাপ স্পষ্ট । আর গ্ল্যামারাস স্ত্রীকে সঙ্গ দিতে সাদা কুর্তা, নীল জিন্স, সাদা চশমায় মানানসই ছিলেন রাজ ।

sdf
.

একটি রঙের সংস্থার বিজ্ঞাপনের জন্য একসঙ্গে দেখা গেল তাঁদের । আর এই বিজ্ঞাপনের হাত ধরেই তারকা দম্পতির অফস্ক্রিন রোম্যান্স, এবার অনস্ক্রিনে দেখার সুযোগ পেলেন অনুরাগীরা । অবশ্য এই বিজ্ঞাপনের শুট নিজেদের বাড়িতেই করেছেন তাঁরা ।

sdf
.

তবে বলিউডে অন্তঃসত্ত্বা অবস্থায় অভিনেত্রীদের শুটিং করতে দেখা গেলেও, বাংলায় হয়তো এর আগে কাউকে এভাবে শুটিং করতে দেখা যায়নি । যাই হোক বিজ্ঞাপনে একেবারে হাসিখুশি ও রোম্যান্টিক মুডে ধরা দিলেন তাঁরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.