কলকাতা : রাজ-শুভশ্রীর ঘর আলো করে এসেছে । পাঁচদিন কেটেছে সবে, এরই মধ্যে চক্রবর্তী পরিবারে আলোচনা ও আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে জুনিয়র । সম্প্রতি কোলে নিয়ে একটি ভিডিয়ো শেয়ার করেছেন রাজ ।
সেখানে মন দিয়ে রাজের কথা শুনছে । শুধু শুনছে না, বড় বড় চোখে একদৃষ্টে তাকিয়েও রয়েছে বাবার দিকে ।
একটু উশখুশ করে উঠলে বটে, তখন রাজ বলে উঠলেন, "মা ওদিকে, বাবা তো এদিকে, তুমি তো আমার বেবি..." ব্যাস তাতেই ফের শান্ত ।
ভিডিয়োটি সম্ভবত তুলেছেন শুভশ্রী । তিনিও অবাক কথা শোনা দেখে । চোখমুখের এমন ভাব তার, যেন খুব বুঝতে পারছে বাবার কথা ।
সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়োটি । ভিউজ়ের সংখ্যা ছাড়িয়েছে এক লাখেরও বেশি । শুভেচ্ছায় ভাসছে , টলি পাড়ার নতুন সেনসেশন ।
দেখে নিন ভিডিয়ো...
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">