ETV Bharat / sitara

শুরু হল পরম-শুভশ্রীর নতুন যাত্রা - শুভশ্রী গাঙ্গুলির খবর

কালই খবর এসেছিল যে, রাজ চক্রবর্তী শুরু করতে চলেছেন তাঁর নতুন ছবি 'হাবজি গাবজি'-র কাজ। আর আজই সামনে এল নতুন ভিডিয়ো।

Raj Chakrabarty new film
Raj Chakrabarty new film
author img

By

Published : Dec 13, 2019, 12:13 PM IST

Updated : Dec 13, 2019, 12:29 PM IST

কলকাতা : রাজের নতুন ছবি 'হাবজি গাবজি'-তে উঠে আসবে বাচ্চাদের মোবাইল অ্যাডিকশনের কথা। আমাদের পারিপার্শ্বিক সামাজিক সমস্যা ও তার সমাধান নিয়ে ছবি তৈরি করা শুরু করেছেন রাজ। শুরু হল 'হাবজি গাবজি'-র কাজ।

শুভশ্রী নিজের ইনস্টাস্টোরিতে দিলেন ছবির স্ক্রিপ্ট রিডিং সেশনের একটি ভিডিয়ো। সেখানে দেখা গেল রাজের নিজের অফিসে তাঁর বিশাল টিম নিয়ে স্ক্রিপ্ট রিডিং করাচ্ছেন। শুভশ্রী নিজে যেহেতু ভিডিয়ো শুট করছিলেন, দেখা গেল না তাঁকে।

শুভশ্রীর ইনস্টাস্টোরি..

রাজ নিজেও একটি ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। সেখানে ধরা পড়লেন সবাই। ক্যাপশনে রাজ লিখেছেন, "'হাবজি গাবজি'-র স্ক্রিপ্ট রিডিংয়ের পর.."

আপাতত চলছে রাজ পরিচালিত 'ধর্মযুদ্ধ'-এর শুটিং। সব মিলিয়ে চূড়ান্ত ব্যস্ততার মধ্যে কাটছে রাজ-শুভশ্রীর ডেইলি শিডিউল।

কলকাতা : রাজের নতুন ছবি 'হাবজি গাবজি'-তে উঠে আসবে বাচ্চাদের মোবাইল অ্যাডিকশনের কথা। আমাদের পারিপার্শ্বিক সামাজিক সমস্যা ও তার সমাধান নিয়ে ছবি তৈরি করা শুরু করেছেন রাজ। শুরু হল 'হাবজি গাবজি'-র কাজ।

শুভশ্রী নিজের ইনস্টাস্টোরিতে দিলেন ছবির স্ক্রিপ্ট রিডিং সেশনের একটি ভিডিয়ো। সেখানে দেখা গেল রাজের নিজের অফিসে তাঁর বিশাল টিম নিয়ে স্ক্রিপ্ট রিডিং করাচ্ছেন। শুভশ্রী নিজে যেহেতু ভিডিয়ো শুট করছিলেন, দেখা গেল না তাঁকে।

শুভশ্রীর ইনস্টাস্টোরি..

রাজ নিজেও একটি ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। সেখানে ধরা পড়লেন সবাই। ক্যাপশনে রাজ লিখেছেন, "'হাবজি গাবজি'-র স্ক্রিপ্ট রিডিংয়ের পর.."

আপাতত চলছে রাজ পরিচালিত 'ধর্মযুদ্ধ'-এর শুটিং। সব মিলিয়ে চূড়ান্ত ব্যস্ততার মধ্যে কাটছে রাজ-শুভশ্রীর ডেইলি শিডিউল।

Intro:Body:

শুরু হল পরম-শুভশ্রীর নতুন যাত্রা



কালই খবর এসেছিল যে, রাজ চক্রবর্তী শুরু করতে চলেছেন তাঁর নতুন ছবি 'হাবজি গাবজি'-র কাজ। আর আজই সামনে এল নতুন ভিডিয়ো।



কলকাতা : রাজের নতুন ছবি 'হাবজি গাবজি'-তে উঠে আসবে বাচ্চাদের মোবাইল অ্যাডিকশনের কথা। আমাদের পারিপার্শ্বিক সামাজিক সমস্যা ও তার সমাধান নিয়ে ছবি তৈরি করা শুরু করেছেন রাজ। শুরু হল 'হাবজি গাবজি'-র কাজ।



শুভশ্রী নিজের ইনস্টাস্টোরিতে দিলেন ছবির স্ক্রিপ্ট রিডিং সেশনের একটি ভিডিয়ো। সেখানে দেখা গেল রাজের নিজের অফিসে তাঁর বিশাল টিম নিয়ে স্ক্রিপ্ট রিডিং করাচ্ছেন। শুভশ্রী নিজে যেহেতু ভিডিয়ো শুট করছিলেন, দেখা গেল না তাঁকে।



রাজ নিজেও একটি ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। সেখানে ধরা পড়লেন সবাই। ক্যাপশনে রাজ লিখেছেন, "'হাবজি গাবজি'-র স্ক্রিপ্ট রিডিংয়ের পর.."



আপাতত চলছে রাজ পরিচালিত 'ধর্মযুদ্ধ'-এর শুটিং। সব মিলিয়ে চূড়ান্ত ব্যস্ততার মধ্যে কাটছে রাজ-শুভশ্রীর ডেইলি শিডিউল।




Conclusion:
Last Updated : Dec 13, 2019, 12:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.