কলকাতা : বৃদ্ধাশ্রমে বসে বৃদ্ধ-বৃদ্ধা। তারা নাকি 'শেষের কবিতা'-র অমিত-লাবণ্য! এমনটাও সম্ভব ? সেই প্রশ্নের উত্তর মিলবে ২১ জুন জিৎ চক্রবর্তীর ছবি 'শেষের গল্প'-এ।
ছবির গল্পটা হল ঠিক যেখানে 'শেষের কবিতা' শেষ হয়েছে, তারপর থেকে। অর্থাৎ লাবণ্য ও অমিতের বিচ্ছেদের পর দু'জনের কোনওদিনও কি দেখা হয়েছিল ? আর যদি দেখা হয়ে থাকে তবে তারা ঠিক কীভাবে একে অপরের সঙ্গে কথা বলেছিল ?
Read more : Exclusive : কী হল 'শেষের কবিতা'-র অমিত-লাবণ্য়ের? বলবে 'অবশেষের গল্প'
ছবিতে অমিতের চরিত্রে দেখা যাবে সৌমিত্র চট্টোপাধ্যায়কে। লাবণ্যর চরিত্রে মমতা শংকর। এছাড়াও ছবিতে অভিনয় করছেন পল্লবী চ্যাটার্জি, কল্যাণ চট্টোপাধ্যায়, খরাজ মুখার্জি, কৃষ্ণকিশোর মুখোপাধ্যায়, অর্ণ মুখোপাধ্যায় ও দুর্গা সাঁতরা। এই ছবির ব্যাকগ্রাউন্ড মিউজ়িক ও সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন জয় সরকার। গান গাইছেন নচিকেতা চক্রবর্তী, রূপঙ্কর বাগচী, অনুপম রায়, কৌশিকী চক্রবর্তী, লোপামুদ্রা মিত্র ও সোমলতা আচার্য্য। প্রথমবার ডুয়েট গাইছেন নচিকেতা ও কৌশিকীকে।
ছবির সেট থেকে কিছু ছবি সামনে এসেছে। দেখুন ছবি...
বহুদিন পর অনস্ক্রিনে নাচ করতে দেখা যাবে মমতা শংকরকে।
![শেষের গল্পের শুটিংয়ে](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/3200541_jajsjs.jpg)
টিম 'শেষের গল্প' একসঙ্গে শুটিং চলাকালীন।
![শেষের গল্পের শুটিংয়ে](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/3200541_hahaha.jpg)
এক ফ্রেমে সৌমিত্র-মমতা।
![শেষের গল্পের শুটিংয়ে](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/3200541_jajaaaa.jpg)