ব্যাঙ্গালুরু, 17 মার্চ : দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মুক্তি পেল 400টি স্ক্রিনে মুক্তি পেল প্রয়াত অভিনেতা পুণীত রাজপুতের শেষ ছবি 'জেমস'(Puneeth Rajkumar starrer James ) ৷ মাত্র 46 বছর বয়সে হার্ট অ্যাটাকে মৃত্যু হয় এই প্রতিভাশালী অভিনেতার ৷ তাঁর এই শেষ অ্যাকশন থ্রিলারটির পরিচালনা করেছেন চেতন কুমার এবং প্রযোজনা করেছেন কিশোর পথিকোন্ডা ৷ হিন্দি, কানাড়া, মালায়ালাম, তামিল এবং তেলেগু এই পাঁচটি ভাষায় মুক্তি পেল এই ছবি ৷ এর আগে 26 জানুয়ারি ছবির টিজারও রিলিজ করা হয়েছিল এই পাঁচটি ভাষাতেই ৷
ছবিতে পুণীতের বিপরীতে রয়েছেন প্রিয়া আনন্দ ৷ এছাড়াও রয়েছেন অবিনাশ, শরৎ কুমার, শ্রীকান্ত আদিত্য মেনন, সাধু কোকিলা এবং অনু প্রভাকরের মতো অভিনেতারা ৷ এটিই প্রথম কন্নড় চলচ্চিত্র, যা অস্ট্রেলিয়ার 100টি জায়গায় দেখা যাবে ৷ এছাড়া রাশিয়া, ইউক্রেন-সহ ইউরোপের নানা জায়গায় তো বটেই, আমেরিকার মোট 32টি রাজ্য়ে এবং কানাডার 12টি জায়গায় একসঙ্গে মুক্তি পেল এই ছবি ৷
আরও পড়ুন: এবার বসন্তের রংয়ে লন্ডন মাতাবেন সৌরভ পত্নী ডোনা
অভিনেতার অকাল মৃত্যুর শোকে মুহ্যমান হয়ে পড়েছিলেন তাঁর অনুরাগীরা ৷ আজ তাঁর জন্মদিনে নাইজেরিয়া, কেনিয়া, জাপান, উগান্ডা, তানজানিয়ার মতো দেশগুলিতে ছবি স্ক্রিনিংয়ের বিশেষ উদ্যোগ নিয়েছিলেন তাঁরাই ৷