কলকাতা : একটি সাক্ষাৎকারে রূপম ইসলামকে বলতে শোনা গেছিল, তিনি অন্ধকারকে ভালোবাসেন, ভালোবাসেন নির্জনতা। কিন্তু, দুর্গাপুজোর ব্যাপারটা আলাদা। এই আলো, এই রোশনাইয়ের মাঝে বিভিন্ন পুজোর বিচারক হিসেবে দেখা যাবে রূপমকে।
তিনি বললেন, "পুজোর সময় কিছু অ্যাক্টিভিটি আমার থাকবে। বিচারক হিসেবে শ্রেষ্ঠ পুজোগুলোকে ভিজ়িট করব। এটা বরাবরের একটা পছন্দের কাজ। এবারেও সেটা থাকবে।"
আর ডিজিটাল মাধ্যমের মারফৎ তাঁর শ্রোতা বন্ধুদের সঙ্গে যোগাযোগ স্থাপন করবেন রূপম। হয়তো ফিজ়িকালি কোথাও অনুষ্ঠান করবেন না তিনি। কিন্তু তাতে কী ? ডিজিটালি যোগাযোগ হবে সবার সঙ্গে, জানালেন রূপম।
শুনে নিন রূপমের বক্তব্য...