ETV Bharat / sitara

দেখাটা বড় কথা নয়, পারফর্মেন্সটাই আসল : প্রসেনজিৎ - Prosenjit Chatterjee on cinema

50 তম আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালে এসে প্রসেনজিৎ এমনই বললেন।

Prosenjit Chatterjee on cinema
Prosenjit Chatterjee on cinema
author img

By

Published : Nov 29, 2019, 4:10 PM IST

পানাজি : সিনেমার ভাষা বদলেছে, বদলেছে দর্শকের চাহিদা, কনটেন্ট থেকে শুরু করে ছবির সংলাপ সবকিছুই এখন খুব বাস্তবসম্মত। তাহলে অভিনেতা কেন বাস্তবসম্মত হবেন না ? প্রসেনজিতের মতে, শুধুমাত্র লুক নয় অভিনেতাকে ভালো পারফর্মারও হতে হবে।

তিনি বললেন, "এখন ছবির কনটেন্টই আসল। সেই সব ছবি এখন বক্স অফিসেও ভালো ফল করছে। নওয়াজ়ুদ্দিন (সিদ্দিকি) একজন স্টার, এটা ভেবে ভালো লাগে। শুধুমাত্র লুক নয়, পারফর্মেন্সেও জোর দিতে হবে অভিনেতাদের।"

Prosenjit Chatterjee on cinema
300-র বেশি সিনেমায় অভিনয় করেছেন প্রসেনজিৎ

তিনি আরও বলেন, "ছবির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল টেকনোলজি। একজন ভালো অভিনেতা হিসেবে আমার মনে হয় যে, ক্যামেরা, ডাবিং এই সমস্তকে ভালো করে জানা দরকার। ছবিতে শুটিং করার পর আমি এডিটিং টেবিলে বসে থাকতাম। কারণ, এডিটিং হয়ে যাওয়ার পর আমার ভুলগুলো আর খুঁজে পাওয়া যাবে না। শুধুমাত্র ভালো শটগুলোই রাখা হবে।"

নব্বই দশকে এমন সময়ও গেছে যখন প্রসেনজিৎ এক বছরে 22 টি ছবিতে অভিনয় করেছেন। এখনও অবধি প্রায় 300-র বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে এখন ছবির সংখ্যা কমিয়ে দিয়েছেন অনেক। খুঁজে খুঁজে ভালো স্ক্রিপ্টে কাজ করেন তিনি। ফলে প্রতিটা ছবিই দর্শকের মনে দাগ কাটে, মনে থেকে যায়। 'ময়ূরাক্ষী' বা 'জ্যেষ্ঠপুত্র' তার মধ্যে অন্যতম।

Prosenjit Chatterjee on cinema
'জ্যেষ্ঠপুত্র' ছবিতে ঋত্বিকের সঙ্গে

প্রসেনজিৎ আপাতত ব্যস্ত অতনু ঘোষের ছবি 'রবিবার'-এর শুটিংয়ে।

পানাজি : সিনেমার ভাষা বদলেছে, বদলেছে দর্শকের চাহিদা, কনটেন্ট থেকে শুরু করে ছবির সংলাপ সবকিছুই এখন খুব বাস্তবসম্মত। তাহলে অভিনেতা কেন বাস্তবসম্মত হবেন না ? প্রসেনজিতের মতে, শুধুমাত্র লুক নয় অভিনেতাকে ভালো পারফর্মারও হতে হবে।

তিনি বললেন, "এখন ছবির কনটেন্টই আসল। সেই সব ছবি এখন বক্স অফিসেও ভালো ফল করছে। নওয়াজ়ুদ্দিন (সিদ্দিকি) একজন স্টার, এটা ভেবে ভালো লাগে। শুধুমাত্র লুক নয়, পারফর্মেন্সেও জোর দিতে হবে অভিনেতাদের।"

Prosenjit Chatterjee on cinema
300-র বেশি সিনেমায় অভিনয় করেছেন প্রসেনজিৎ

তিনি আরও বলেন, "ছবির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল টেকনোলজি। একজন ভালো অভিনেতা হিসেবে আমার মনে হয় যে, ক্যামেরা, ডাবিং এই সমস্তকে ভালো করে জানা দরকার। ছবিতে শুটিং করার পর আমি এডিটিং টেবিলে বসে থাকতাম। কারণ, এডিটিং হয়ে যাওয়ার পর আমার ভুলগুলো আর খুঁজে পাওয়া যাবে না। শুধুমাত্র ভালো শটগুলোই রাখা হবে।"

নব্বই দশকে এমন সময়ও গেছে যখন প্রসেনজিৎ এক বছরে 22 টি ছবিতে অভিনয় করেছেন। এখনও অবধি প্রায় 300-র বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে এখন ছবির সংখ্যা কমিয়ে দিয়েছেন অনেক। খুঁজে খুঁজে ভালো স্ক্রিপ্টে কাজ করেন তিনি। ফলে প্রতিটা ছবিই দর্শকের মনে দাগ কাটে, মনে থেকে যায়। 'ময়ূরাক্ষী' বা 'জ্যেষ্ঠপুত্র' তার মধ্যে অন্যতম।

Prosenjit Chatterjee on cinema
'জ্যেষ্ঠপুত্র' ছবিতে ঋত্বিকের সঙ্গে

প্রসেনজিৎ আপাতত ব্যস্ত অতনু ঘোষের ছবি 'রবিবার'-এর শুটিংয়ে।

Intro:Body:

দেখাটা বড় কথা নয়, পারফর্মেন্সটাই আসল : প্রসেনজিৎ



50 তম আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালে এসে প্রসেনজিৎ এমনই বললেন।



পানাজি : সিনেমার ভাষা বদলেছে, বদলেছে দর্শকের চাহিদা, কনটেন্ট থেকে শুরু করে ছবির সংলাপ সবকিছুই এখন খুব বাস্তবসম্মত। তাহলে অভিনেতা কেন বাস্তবসম্মত হবেন না ? প্রসেনজিতের মতে, শুধুমাত্র লুক নয় অভিনেতাকে ভালো পারফর্মারও হতে হবে।



তিনি বললেন, "এখন ছবির কনটেন্টই আসল। সেই সব ছবি এখন বক্স অফিসেও ভালো ফল করছে। নওয়াজ়ুদ্দিন (সিদ্দিকি) একজন স্টার, এটা ভেবে ভালো লাগে। শুধুমাত্র লুক নয়, পারফর্মেন্সেও জোর দিতে হবে অভিনেতাদের।"



তিনি আরও বলেন, "ছবির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল টেকনোলজি। একজন ভালো অভিনেতা হিসেবে আমার মনে হয় যে, ক্যামেরা, ডাবিং এই সমস্তকে ভালো করে জানা দরকার। ছবিতে শুটিং করার পর আমি এডিটিং টেবিলে বসে থাকতাম। কারণ, এডিটিং হয়ে যাওয়ার পর আমার ভুলগুলো আর খুঁজে পাওয়া যাবে না। শুধুমাত্র ভালো শটগুলোই রাখা হবে।"



নব্বই দশকে এমন সময়ও গেছে যখন প্রসেনজিৎ এক বছরে 22 টি ছবিতে অভিনয় করেছেন। এখনও অবধি প্রায় 300-র বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে এখন ছবির সংখ্যা কমিয়ে দিয়েছেন অনেক। খুঁজে খুঁজে ভালো স্ক্রিপ্টে কাজ করেন তিনি। ফলে প্রতিটা ছবিই দর্শকের মনে দাগ কাটে, মনে থেকে যায়। 'ময়ূরাক্ষী' বা 'গুমনামী' তার মধ্যে অন্যতম।



প্রসেনজিৎ আপাতত ব্যস্ত অতনু ঘোষের ছবি 'রবিবার' ছবির শুটিংয়ে।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.