ETV Bharat / sitara

Rituparno Ghosh Birthday: জন্মদিনে প্রিয় ঋতুকে আবেগী চিঠি বুম্বার, প্রশংসায় নেট নাগরিকরা - প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের খবর

প্রয়াত চিত্র পরিচালক ঋতুপর্ণ ঘোষের (Rituparno Ghosh) 49তম জন্মদিনে তাঁকে খোলা চিঠি লিখেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)৷ সেই চিঠি নিজের গলায় পড়ে তার ভিডিয়ো পোস্ট করেছেন তিনি ৷

prosenjit chatterjee writes open letter to rituparno ghosh on his 49th birthday
জন্মদিনে প্রিয় বন্ধু ঋতুকে আবেগী চিঠি বুম্বাদার
author img

By

Published : Aug 31, 2021, 4:57 PM IST

কলকাতা, 31 অগস্ট: প্রয়াত চিত্র পরিচালক ঋতুপর্ণ ঘোষের (Rituparno Ghosh) আজ 49তম জন্মদিন ৷ এই বিশেষ দিনে প্রয়াত বন্ধুকে স্মরণ করে তাঁর উদ্দেশে খোলা চিঠি লিখলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ৷ সেই চিঠি নিজের কণ্ঠে পড়ে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি ৷ বন্ধুর প্রতি বুম্বাদার এই ভালোবাসা মন ছুঁয়ে গিয়েছে নেট নাগরিকদের ৷ এই আবেগী পোস্টের কমেন্ট বক্সেই প্রয়াত পরিচালককে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অনেকে ৷ আর প্রসেনজিতের জন্য ঝরে পড়েছে অকুণ্ঠ ভালোবাসা ৷

মঙ্গলবার সকালে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ভিডিয়ো পোস্ট করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ৷ সেই ভিডিয়োয় একদিকে তাঁর ও ঋতুপর্ণ ঘোষের ছবি ভেসে আসছে এবং অপর দিকে ফুটে উঠছে বুম্বার মনের কথা ৷ চিঠির বয়ান নিজেই পড়েছেন তিনি ৷ তাঁর গলায় ঝরে পড়েছে বন্ধুর প্রতি আবেগ ও ভালোবাসা ৷ চোখের বালির পরিচালককে শুভ জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তাঁকে চিঠি লিখেছেন প্রসেনজিৎ ৷ সেই চিঠিতে লেখা রয়েছে,

prosenjit chatterjee writes open letter to rituparno ghosh on his 49th birthday
জন্মদিনে প্রিয় বন্ধু ঋতুকে আবেগী চিঠি বুম্বাদার

আরও পড়ুন: Batmobile Car : স্ত্রীকে জন্মদিনে 3 কোটির ব্যাটমোবাইল গাড়ি উপহার বাগি থ্রি পরিচালকের

"প্রিয় ঋতু,

তুই তো জানিসই যে সেভাবে কখনও কাউকে চিঠি লেখা হয়ে

ওঠেনি আমার ৷ তোর মতন ভালো লিখতেও পারি না ৷ তবু

আজকের দিনে চেষ্টা করলাম একটু ৷ ভুল হলে রাগ করিস না কিন্তু ৷

তোর সৃজনশীলতার রঙে তুই অনন্যভাবে রাঙিয়েছিস চলচ্চিত্র জগৎকে

এবং অবশ্যই তোর সমস্ত সৃষ্টিকে ৷ আর আমার জীবনে তোর যে অবদান,

তা কয়েকটা শব্দে বোঝানো সম্ভব নয়...কিন্তু বন্ধু, তুই তো জানিসই, বুঝিস তুই ৷

আজকের মেনুটা কি ? আলু পোস্ত থাকছে তো ? আর নতুন স্ক্রিপ্টটা কতদূর ?

শেষ হলেই শোনাস কিন্তু ৷ অপেক্ষায় থাকব ৷ ভালো থাকিস ৷ শুভ জন্মদিন ৷

ইতি বুম্বা"

আরও পড়ুন: Jacqueline Fernandez : 200 কোটির বেআইনি লেনদেনে সাক্ষী জ্যাকলিন, দিল্লিতে টানা জেরা ইডির

প্রসেনজিতের এই পোস্ট চোখে জল এনে দিয়েছে অনেক অনুরাগীর ৷ কেউ লিখেছেন, "তুমি থাকবে চিরকাল সবার হৃদয় জুড়ে সারা জীবন ৷" আর একজন লিখেছেন, "শুভ জন্মদিন স্যার ৷ ভালো থাকবেন আপনি যেখানেই থাকুন ৷ এত মিষ্টি করে বন্ধুকে শ্রদ্ধা জানালে কোনও বন্ধু ভালো না-থেকে পারে ? সত্যি দাদা, মনটা ভরে গেল তোমার ভিডিয়োটা দেখে ৷" বুম্বাদার চিঠির প্রশংসা করে একজন আবার লিখেছেন, "ঋতুদা তোমার চিঠির ভাষায় প্রাণ ফিরে পেল ৷"

আরও পড়ুন : Mimi Congratulates Nusrat: নুসরতকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে, বোনুয়াকে অভিনন্দন মিমির

কলকাতা, 31 অগস্ট: প্রয়াত চিত্র পরিচালক ঋতুপর্ণ ঘোষের (Rituparno Ghosh) আজ 49তম জন্মদিন ৷ এই বিশেষ দিনে প্রয়াত বন্ধুকে স্মরণ করে তাঁর উদ্দেশে খোলা চিঠি লিখলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ৷ সেই চিঠি নিজের কণ্ঠে পড়ে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি ৷ বন্ধুর প্রতি বুম্বাদার এই ভালোবাসা মন ছুঁয়ে গিয়েছে নেট নাগরিকদের ৷ এই আবেগী পোস্টের কমেন্ট বক্সেই প্রয়াত পরিচালককে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অনেকে ৷ আর প্রসেনজিতের জন্য ঝরে পড়েছে অকুণ্ঠ ভালোবাসা ৷

মঙ্গলবার সকালে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ভিডিয়ো পোস্ট করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ৷ সেই ভিডিয়োয় একদিকে তাঁর ও ঋতুপর্ণ ঘোষের ছবি ভেসে আসছে এবং অপর দিকে ফুটে উঠছে বুম্বার মনের কথা ৷ চিঠির বয়ান নিজেই পড়েছেন তিনি ৷ তাঁর গলায় ঝরে পড়েছে বন্ধুর প্রতি আবেগ ও ভালোবাসা ৷ চোখের বালির পরিচালককে শুভ জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তাঁকে চিঠি লিখেছেন প্রসেনজিৎ ৷ সেই চিঠিতে লেখা রয়েছে,

prosenjit chatterjee writes open letter to rituparno ghosh on his 49th birthday
জন্মদিনে প্রিয় বন্ধু ঋতুকে আবেগী চিঠি বুম্বাদার

আরও পড়ুন: Batmobile Car : স্ত্রীকে জন্মদিনে 3 কোটির ব্যাটমোবাইল গাড়ি উপহার বাগি থ্রি পরিচালকের

"প্রিয় ঋতু,

তুই তো জানিসই যে সেভাবে কখনও কাউকে চিঠি লেখা হয়ে

ওঠেনি আমার ৷ তোর মতন ভালো লিখতেও পারি না ৷ তবু

আজকের দিনে চেষ্টা করলাম একটু ৷ ভুল হলে রাগ করিস না কিন্তু ৷

তোর সৃজনশীলতার রঙে তুই অনন্যভাবে রাঙিয়েছিস চলচ্চিত্র জগৎকে

এবং অবশ্যই তোর সমস্ত সৃষ্টিকে ৷ আর আমার জীবনে তোর যে অবদান,

তা কয়েকটা শব্দে বোঝানো সম্ভব নয়...কিন্তু বন্ধু, তুই তো জানিসই, বুঝিস তুই ৷

আজকের মেনুটা কি ? আলু পোস্ত থাকছে তো ? আর নতুন স্ক্রিপ্টটা কতদূর ?

শেষ হলেই শোনাস কিন্তু ৷ অপেক্ষায় থাকব ৷ ভালো থাকিস ৷ শুভ জন্মদিন ৷

ইতি বুম্বা"

আরও পড়ুন: Jacqueline Fernandez : 200 কোটির বেআইনি লেনদেনে সাক্ষী জ্যাকলিন, দিল্লিতে টানা জেরা ইডির

প্রসেনজিতের এই পোস্ট চোখে জল এনে দিয়েছে অনেক অনুরাগীর ৷ কেউ লিখেছেন, "তুমি থাকবে চিরকাল সবার হৃদয় জুড়ে সারা জীবন ৷" আর একজন লিখেছেন, "শুভ জন্মদিন স্যার ৷ ভালো থাকবেন আপনি যেখানেই থাকুন ৷ এত মিষ্টি করে বন্ধুকে শ্রদ্ধা জানালে কোনও বন্ধু ভালো না-থেকে পারে ? সত্যি দাদা, মনটা ভরে গেল তোমার ভিডিয়োটা দেখে ৷" বুম্বাদার চিঠির প্রশংসা করে একজন আবার লিখেছেন, "ঋতুদা তোমার চিঠির ভাষায় প্রাণ ফিরে পেল ৷"

আরও পড়ুন : Mimi Congratulates Nusrat: নুসরতকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে, বোনুয়াকে অভিনন্দন মিমির

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.