ETV Bharat / sitara

Prosenjit Remembers Abhishek : বিশ্বাস হচ্ছে না অভিষেক আর নেই, শোকস্তব্ধ প্রসেনজিৎ

author img

By

Published : Mar 25, 2022, 8:50 AM IST

অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যু মেনেই নিতে পারছেন না প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit remembers Abhishek)। টুইটে শোকপ্রকাশ করে তিনি (Abhishek Chatterjee passes away) লিখলেন, "বিশ্বাস হচ্ছে না অভিষেক আর নেই ৷"

Actor Abhishek Chatterjee Death
বিশ্বাস হচ্ছে না অভিষেক আর নেই, শোকস্তব্ধ প্রসেনজিৎ

কলকাতা, 25 মার্চ : অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যুতে বাকরুদ্ধ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit remembers Abhishek)। সহ-অভিনেতার মৃত্যুর প্রায় 16 ঘণ্টা পর নিজের নীরবতা ভেঙে টুইট করলেন বুম্বাদা ৷ জানালেন, অভিষেকের প্রয়াণে তিনি ভাষা হারিয়েছেন (Abhishek Chatterjee passes away)৷

সমসাময়িক অভিনেতা দুজনে (Prosenjit on Abhishek)। একে অপরের প্রতিদ্বন্দ্বী ছিলেন বললেও ভুল বলা হয় না । দুজনে যখন পাল্লা দিয়ে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, তখন কেউ ছিলেন বুম্বা ভক্ত কেউ বা মিঠু ভক্ত । এঁদের সমসাময়িক অভিনেতা তাপস পালও । ফলে কে বেশি ভাল অভিনেতা, তা নিয়ে দর্শকমহলে জোর তর্জা চলত একসময়ে । এরপর বড় পর্দা থেকে বেশ কিছুদিন সরে দাঁড়ান অভিষেক চট্টোপাধ্যায় । তাপস পালও একটা সময়ের পর কাজ কমিয়ে দেন । সরাসরি অংশ নেন রাজনীতিতে । কিন্তু একটানা বহাল তবিয়তে কাজ করে গিয়েছেন টলিউডের ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । তাঁর জার্নি আজও অব্যাহত ।

ও দিকে ছোটপর্দায় বেশ কয়েকবছর চুটিয়ে অভিনয় করেছেন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee remembers Abhishek Chatterjee after his demise)। অকালে তাঁর চলে যাওয়ায় গভীর শোকাহত টলিউড । অনেকেই সোশ্যাল মিডিয়া বা সংবাদমাধ্যমে স্মৃতিচারণ করেছেন ৷ তবে বেলা গড়িয়ে যাওয়ার পরও প্রতিক্রিয়া মেলেনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের । অবশেষে বৃহস্পতিবার বিকেলে নিজেকে খানিক সামলে নিয়ে শোক প্রকাশ করে টুইট করেছেন বুম্বাদা ৷

আরও পড়ুন: Abhishek Chatterjee Dies : ইন্দ্রজিতে চুমকির সঙ্গে অভিষেকের নাচ এখনও দর্শকের হৃদয়ে

অভিষেকের একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, "বিশ্বাস হচ্ছে না যে অভিষেক আর নেই । কী বলব কী লিখব...ভাষা হারিয়ে ফেলেছি ৷ তোর বিকল্প হবে না কোনওদিন । ভাল থাকিস রে বন্ধু ।"

  • বিশ্বাস হচ্ছে না যে অভিষেক আর নেই। কি বলব, কি লিখব... at a loss for words.

    তোর বিকল্প হবে না কোনোদিন।

    ভালো থাকিস রে বন্ধু। pic.twitter.com/ys1DdG4sQC

    — Prosenjit Chatterjee (@prosenjitbumba) March 24, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

একবার এক সাক্ষাৎকারে অভিষেক চট্টোপাধ্যায় বলেছিলেন, "এক দাদা আর এক দিদি জোট বেঁধে আমায় ছবি থেকে বাদ দিয়েছিলেন ।" এই দাদা-দিদিরা হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত । অথচ ঋতুপর্ণা সেনগুপ্তর কেরিয়ারের শুরুতে অভিষেকই ছিলেন তাঁর অন্যতম নায়ক । এরপর সময় যত এগোয় তাঁদের মধ্যেকার সম্পর্কে চিড় ধরে বলে গুঞ্জন শোনা যায় । বাকিটা তাঁরাই জানেন । তবে সতীর্থর অসময়ে চলে যাওয়ায় ভেঙে পড়েছেন দুজনেই ।

কলকাতা, 25 মার্চ : অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যুতে বাকরুদ্ধ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit remembers Abhishek)। সহ-অভিনেতার মৃত্যুর প্রায় 16 ঘণ্টা পর নিজের নীরবতা ভেঙে টুইট করলেন বুম্বাদা ৷ জানালেন, অভিষেকের প্রয়াণে তিনি ভাষা হারিয়েছেন (Abhishek Chatterjee passes away)৷

সমসাময়িক অভিনেতা দুজনে (Prosenjit on Abhishek)। একে অপরের প্রতিদ্বন্দ্বী ছিলেন বললেও ভুল বলা হয় না । দুজনে যখন পাল্লা দিয়ে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, তখন কেউ ছিলেন বুম্বা ভক্ত কেউ বা মিঠু ভক্ত । এঁদের সমসাময়িক অভিনেতা তাপস পালও । ফলে কে বেশি ভাল অভিনেতা, তা নিয়ে দর্শকমহলে জোর তর্জা চলত একসময়ে । এরপর বড় পর্দা থেকে বেশ কিছুদিন সরে দাঁড়ান অভিষেক চট্টোপাধ্যায় । তাপস পালও একটা সময়ের পর কাজ কমিয়ে দেন । সরাসরি অংশ নেন রাজনীতিতে । কিন্তু একটানা বহাল তবিয়তে কাজ করে গিয়েছেন টলিউডের ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । তাঁর জার্নি আজও অব্যাহত ।

ও দিকে ছোটপর্দায় বেশ কয়েকবছর চুটিয়ে অভিনয় করেছেন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee remembers Abhishek Chatterjee after his demise)। অকালে তাঁর চলে যাওয়ায় গভীর শোকাহত টলিউড । অনেকেই সোশ্যাল মিডিয়া বা সংবাদমাধ্যমে স্মৃতিচারণ করেছেন ৷ তবে বেলা গড়িয়ে যাওয়ার পরও প্রতিক্রিয়া মেলেনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের । অবশেষে বৃহস্পতিবার বিকেলে নিজেকে খানিক সামলে নিয়ে শোক প্রকাশ করে টুইট করেছেন বুম্বাদা ৷

আরও পড়ুন: Abhishek Chatterjee Dies : ইন্দ্রজিতে চুমকির সঙ্গে অভিষেকের নাচ এখনও দর্শকের হৃদয়ে

অভিষেকের একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, "বিশ্বাস হচ্ছে না যে অভিষেক আর নেই । কী বলব কী লিখব...ভাষা হারিয়ে ফেলেছি ৷ তোর বিকল্প হবে না কোনওদিন । ভাল থাকিস রে বন্ধু ।"

  • বিশ্বাস হচ্ছে না যে অভিষেক আর নেই। কি বলব, কি লিখব... at a loss for words.

    তোর বিকল্প হবে না কোনোদিন।

    ভালো থাকিস রে বন্ধু। pic.twitter.com/ys1DdG4sQC

    — Prosenjit Chatterjee (@prosenjitbumba) March 24, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

একবার এক সাক্ষাৎকারে অভিষেক চট্টোপাধ্যায় বলেছিলেন, "এক দাদা আর এক দিদি জোট বেঁধে আমায় ছবি থেকে বাদ দিয়েছিলেন ।" এই দাদা-দিদিরা হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত । অথচ ঋতুপর্ণা সেনগুপ্তর কেরিয়ারের শুরুতে অভিষেকই ছিলেন তাঁর অন্যতম নায়ক । এরপর সময় যত এগোয় তাঁদের মধ্যেকার সম্পর্কে চিড় ধরে বলে গুঞ্জন শোনা যায় । বাকিটা তাঁরাই জানেন । তবে সতীর্থর অসময়ে চলে যাওয়ায় ভেঙে পড়েছেন দুজনেই ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.