ETV Bharat / sitara

"মিস শেফালির চলে যাওয়া মেনে নিতে পারছি না"

সোদপুরে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মিস শেফালি । তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ।

d
sd
author img

By

Published : Feb 6, 2020, 9:36 PM IST

কলকাতা : 75 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেত্রী এবং ক্যাবারে ডান্সার মিস শেফালি । তাঁর মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে বাংলা ছবির জগতে । বাংলা ছবির একজন উজ্জ্বল নক্ষত্র ছিলেন তিনি । অভিনয় করেছেন সত্যজিৎ রায়ের মতো পরিচালকের সঙ্গে । সোদপুরের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি । তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ।

প্রসেনজিৎ বলেন, "মিস শেফালি একজন পায়োনিয়র ছিলেন আমাদের কাছে । ওঁর মৃত্যুতে ফিল্ম ইন্ডাস্ট্রির বড় ক্ষতি হয়েছে । সেটার জন্য আমি ভীষণ দুঃখিত । তবে এটা এমন একটা সত্য যা আমাদের মেনে নিতে হয় ।"

মিস শেফালির আসল নাম আরতি দাস । খুব কম বয়সেই ক্যাবারে নাচ শুরু করেন । প্রথমে ক্যাবারে নাচার জন্য মন সায় দেয়নি । পরে পরিবারের জন্যই সব দ্বিধা কাটিয়ে নাচতে শুরু করেন । নেন প্রশিক্ষণও । শেখেন আদব কায়দা । ধীরে ধীরে 'মিস শেফালি' হয়ে ওঠেন তিনি । সত্তরের দশকে ওবেরয় গ্র্যান্ডের প্রিন্সেস ডিস্কোর স্টার ডান্সার ছিলেন । থিয়েটারেও যথেষ্ট প্রশংসা পেয়েছিলেন । সত্যজিৎ রায় তাঁকে আবিষ্কার করেছিলেন, রূপোলি পরদায় অভিনয়ের সুযোগ করে দিয়েছিলেন । সত্যজিৎ রায়ের 'চৌরঙ্গি' ছবিতে কাজের মাধ্যমে অভিনয়ে হাতেখড়ি হয় তাঁর । তারপর একে একে 'সীমাবদ্ধ' ও 'প্রতিদ্বন্দ্বী' ছবিতে অভিনয় করেন ।

কলকাতা : 75 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেত্রী এবং ক্যাবারে ডান্সার মিস শেফালি । তাঁর মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে বাংলা ছবির জগতে । বাংলা ছবির একজন উজ্জ্বল নক্ষত্র ছিলেন তিনি । অভিনয় করেছেন সত্যজিৎ রায়ের মতো পরিচালকের সঙ্গে । সোদপুরের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি । তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ।

প্রসেনজিৎ বলেন, "মিস শেফালি একজন পায়োনিয়র ছিলেন আমাদের কাছে । ওঁর মৃত্যুতে ফিল্ম ইন্ডাস্ট্রির বড় ক্ষতি হয়েছে । সেটার জন্য আমি ভীষণ দুঃখিত । তবে এটা এমন একটা সত্য যা আমাদের মেনে নিতে হয় ।"

মিস শেফালির আসল নাম আরতি দাস । খুব কম বয়সেই ক্যাবারে নাচ শুরু করেন । প্রথমে ক্যাবারে নাচার জন্য মন সায় দেয়নি । পরে পরিবারের জন্যই সব দ্বিধা কাটিয়ে নাচতে শুরু করেন । নেন প্রশিক্ষণও । শেখেন আদব কায়দা । ধীরে ধীরে 'মিস শেফালি' হয়ে ওঠেন তিনি । সত্তরের দশকে ওবেরয় গ্র্যান্ডের প্রিন্সেস ডিস্কোর স্টার ডান্সার ছিলেন । থিয়েটারেও যথেষ্ট প্রশংসা পেয়েছিলেন । সত্যজিৎ রায় তাঁকে আবিষ্কার করেছিলেন, রূপোলি পরদায় অভিনয়ের সুযোগ করে দিয়েছিলেন । সত্যজিৎ রায়ের 'চৌরঙ্গি' ছবিতে কাজের মাধ্যমে অভিনয়ে হাতেখড়ি হয় তাঁর । তারপর একে একে 'সীমাবদ্ধ' ও 'প্রতিদ্বন্দ্বী' ছবিতে অভিনয় করেন ।

Intro:৭৫ বছর বয়সে মারা গেলেন প্রবাদপ্রতীম অভিনেত্রী এবং ক্যাবারে ডান্সার মিস শেফালী। তাঁর মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে বাংলা ছবির জগতে। বাংলা ছবির জগতের স্বর্ণালী যুগের একজন উজ্জ্বল নক্ষত্র ছিলেন। অভিনয় করেছেন সত্যজিৎ রায়ের মতো পরিচালকদের সঙ্গে। আজ তিনি তাঁর সোদপুরের বাড়িতে মৃত্যুবরণ করেছেন। তাঁর এই চলে যাওয়া মেনে নিতে পারেননি অনেকেই। ETV ভারত সিতারার কাছে গভীর শোক প্রকাশ করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।


Body:প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আমাদের বলেছেন, "মিস শেফালী একজন পায়োনিয়ার ছিলেন আমাদের কাছে। ওঁর মৃত্যু আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির বড় ক্ষতি। সেটার জন্য আমি ভীষণ দুঃখিত। তবে এটা এমন একটা সত্য যা আমাদের মেনে নিতে হয়।"

মিস শেফালীর পিতৃদত্য নাম আরতি দাস। জন্ম অবিভক্ত বাংলাতে (এখন বাংলাদেশ)। তিনি ছিলেন একজন সুদক্ষ ক্যাবারে ডান্সার। মাত্র ১২ বছর বয়েসে ক্যাবারে নাচ শুরু করেন। পরবর্তীকালে তাঁকে বলা হত, ক্যাবারে ডান্সিংয়ের রানী। সত্যজিৎ রায় তাঁকে আবিষ্কার করেছিলেন, রুপোলি পর্দায় অভিনয়ের সুযোগ করে দিয়েছিলেন। সত্যজিৎ রায়ের ছবি 'চৌরঙ্গী'তে অভিনয়ের প্রথম হাতেখড়ি শেফালির। তারপর 'সীমাবদ্ধ' ও 'প্রতিদ্বন্দ্বী' ছবিতে অভিনয় করেন।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.