ETV Bharat / sitara

এবার রাখি পালন করলেন না বুম্বাদা - raksha bandhan

রাখি হোক কী ভাইফোঁটা, প্রতিবছর ভাই-বোনের উৎসবে বুম্বাদার বালিগঞ্জের বাড়ির পরিবেশ থাকে একেবারে জমজমাট । মিডিয়া থেকে শুরু করে প্রসেনজিতের ফ্যান ক্লাব, সবাই আসেন তাঁকে রাখি পরাতে । তবে এবার কোরোনার জন্য আর সেই ছবিটা দেখা যায়নি ।

ে্ি
ে্ি
author img

By

Published : Aug 3, 2020, 10:04 PM IST

কলকাতা : আজ রাখি পূর্ণিমা । আজকের দিনে ভাইকে রাখি পরান বোনরা । দেশের প্রায় সব জায়গাতেই দিনটিকে পালন করা হয় । কিন্তু, আজ এই ছবিটা একটু অন্যরকম । বাজার-দোকানে রাখি বিক্রি হলেও, ধুমধাম করে রাখি পালন করেননি অনেকেই । সৌজন্যে কোরোনাভাইরাস । কারণ এই পরিস্থিতির মধ্যে কেউ কারও বাড়ি যেতে পারছেন না । আর তাই রাখি অনেকটাই ফিকে এবার । একই অবস্থা তারকাদের বাড়িতেও । সেই তালিকায় রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও ।

রাখি হোক কী ভাইফোঁটা, প্রতিবছর ভাই-বোনের উৎসবে বুম্বাদার বালিগঞ্জের বাড়ির পরিবেশ থাকে একেবারে জমজমাট । মিডিয়া থেকে শুরু করে প্রসেনজিতের ফ্যান ক্লাব, সবাই আসেন তাঁকে রাখি পরাতে । তবে এবার কোরোনার জন্য আর সেই ছবিটা দেখা যায়নি ।

sdf
.

বোনেদের কুশল ভেবে সামাজিক দূরত্ব বজায় রাখতেই ব্যবস্থা নিয়েছেন প্রসেনজিৎ । তবে নিজেরা না আসতে পারলেও ভালোবাসার দাদাকে রাখি পাঠিয়ে দিলেন বোন পল্লবী, শর্মিলারা । আর দাদা স্নেহের বোনেদের রাখি পরে নিলেন বাড়িতে বসেই ।

sdf
.

এবিষয়ে প্রসেজিৎ ETV ভারতকে বলেন, "এবার সামাজিক দূরত্বর কথা মাথায় রেখেই আমরা দেখা করলাম না । পল্লবীরা প্রতিবারই আমাদের বাড়িতে আসে । সেটা ভাইফোঁটাই হোক কিংবা রাখি । এবার সবার মঙ্গলের কথা মাথায় রেখে আমরা দেখা করলাম না । ওরা আমাকে রাখি পাঠিয়ে দিয়েছে । আরেকটা কথা, আমাদের ফ্যান ক্লাব থেকেও রাখি পাঠিয়েছে । আমি বাড়িতে বসেই সব রাখি পরে নিয়েছি । সবাইকে আমার আদর, ভালোবাসা ও অনেক আশীর্বাদ ।"

কলকাতা : আজ রাখি পূর্ণিমা । আজকের দিনে ভাইকে রাখি পরান বোনরা । দেশের প্রায় সব জায়গাতেই দিনটিকে পালন করা হয় । কিন্তু, আজ এই ছবিটা একটু অন্যরকম । বাজার-দোকানে রাখি বিক্রি হলেও, ধুমধাম করে রাখি পালন করেননি অনেকেই । সৌজন্যে কোরোনাভাইরাস । কারণ এই পরিস্থিতির মধ্যে কেউ কারও বাড়ি যেতে পারছেন না । আর তাই রাখি অনেকটাই ফিকে এবার । একই অবস্থা তারকাদের বাড়িতেও । সেই তালিকায় রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও ।

রাখি হোক কী ভাইফোঁটা, প্রতিবছর ভাই-বোনের উৎসবে বুম্বাদার বালিগঞ্জের বাড়ির পরিবেশ থাকে একেবারে জমজমাট । মিডিয়া থেকে শুরু করে প্রসেনজিতের ফ্যান ক্লাব, সবাই আসেন তাঁকে রাখি পরাতে । তবে এবার কোরোনার জন্য আর সেই ছবিটা দেখা যায়নি ।

sdf
.

বোনেদের কুশল ভেবে সামাজিক দূরত্ব বজায় রাখতেই ব্যবস্থা নিয়েছেন প্রসেনজিৎ । তবে নিজেরা না আসতে পারলেও ভালোবাসার দাদাকে রাখি পাঠিয়ে দিলেন বোন পল্লবী, শর্মিলারা । আর দাদা স্নেহের বোনেদের রাখি পরে নিলেন বাড়িতে বসেই ।

sdf
.

এবিষয়ে প্রসেজিৎ ETV ভারতকে বলেন, "এবার সামাজিক দূরত্বর কথা মাথায় রেখেই আমরা দেখা করলাম না । পল্লবীরা প্রতিবারই আমাদের বাড়িতে আসে । সেটা ভাইফোঁটাই হোক কিংবা রাখি । এবার সবার মঙ্গলের কথা মাথায় রেখে আমরা দেখা করলাম না । ওরা আমাকে রাখি পাঠিয়ে দিয়েছে । আরেকটা কথা, আমাদের ফ্যান ক্লাব থেকেও রাখি পাঠিয়েছে । আমি বাড়িতে বসেই সব রাখি পরে নিয়েছি । সবাইকে আমার আদর, ভালোবাসা ও অনেক আশীর্বাদ ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.