কলকাতা, 30 মে : কেটে গেল 8টা বছর ৷ ফিরে এল বাঙালির সিনেপ্রেমীদের আরও একটা দুঃখের স্মৃতি ৷ 2013 সালে আজকের দিনেই চলে গিয়েছিলেন প্রখ্যাত চিত্র পরিচালক ঋতুপর্ণ ঘোষ ৷ ঘুমন্ত অবস্থাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন ৷ সকালে বিছানা থেকে মেলে তাঁর নিথর দেহ ৷ এই বিশেষ দিনে তাঁকে স্মরণ করেছেন অভিনেতা প্রসেনজিত্ চট্টোপাধ্যায়, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত-সহ অন্যান্য তারকারা ৷
ঋতুপর্ণ ঘোষের আকস্মিক প্রয়াণ আজও মেনে নিতে পারেনি বাংলা ৷ তাঁর স্মৃতিচারণায় দিনভর সোশ্যাল মিডিয়ায় নানা বার্তা ভেসে উঠেছে ৷ পরিচালকের পছন্দের অভিনেতা প্রসেনজিত্ চট্টোপাধ্যায় তাঁর সঙ্গে ঋতুপর্ণর দুটি ছবি পোস্ট করেছেন ৷ তিনি ক্যাপশনে লিখেছেন, "8 বছর হয়ে গিয়েছে তোর কোনও মেসেজ নেই, বকাঝকা নেই, সাক্ষাৎ হয় না, ঝগড়া হয় না, নতুন নতুন গল্প নিয়ে আলোচনা হয় না । কিন্তু তুই আছিস - আমাদের মনে, আমাদের কথাবার্তায় তুই চির বর্তমান । এই সময়টায় তোর থাকা খুব দরকার ছিল রে । ভালো থাকিস ঋতু ।"
-
৮ বছর হয়ে গেছে তোর কোনো মেসেজ নেই, বকাঝকা নেই, সাক্ষাৎ হয় না, ঝগড়া হয় না, নতুন নতুন গল্প নিয়ে আলোচনা হয় না। কিন্তু তুই আছিস - আমাদের মনে, আমাদের কথাবার্তায় তুই চির বর্তমান।
— Prosenjit Chatterjee (@prosenjitbumba) May 30, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
এই সময়টায় তোর থাকা খুব দরকার ছিল রে। ভালো থাকিস ঋতু। pic.twitter.com/912nALx69y
">৮ বছর হয়ে গেছে তোর কোনো মেসেজ নেই, বকাঝকা নেই, সাক্ষাৎ হয় না, ঝগড়া হয় না, নতুন নতুন গল্প নিয়ে আলোচনা হয় না। কিন্তু তুই আছিস - আমাদের মনে, আমাদের কথাবার্তায় তুই চির বর্তমান।
— Prosenjit Chatterjee (@prosenjitbumba) May 30, 2021
এই সময়টায় তোর থাকা খুব দরকার ছিল রে। ভালো থাকিস ঋতু। pic.twitter.com/912nALx69y৮ বছর হয়ে গেছে তোর কোনো মেসেজ নেই, বকাঝকা নেই, সাক্ষাৎ হয় না, ঝগড়া হয় না, নতুন নতুন গল্প নিয়ে আলোচনা হয় না। কিন্তু তুই আছিস - আমাদের মনে, আমাদের কথাবার্তায় তুই চির বর্তমান।
— Prosenjit Chatterjee (@prosenjitbumba) May 30, 2021
এই সময়টায় তোর থাকা খুব দরকার ছিল রে। ভালো থাকিস ঋতু। pic.twitter.com/912nALx69y
ফেসবুকে স্মৃতিচারণায় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত লিখেছেন, "কতদিন হয়ে গেল তোমার সাথে বসে গল্প করি না, দেখাও হয় না …8 বছর হয়ে গেল তুমি নেই… শুধু তোমার কাজ, তোমার শিক্ষা, তোমার ভালোবাসা, তোমার বকা আর অনেক আশীর্বাদ আছে সঙ্গে ! নতুন করে তোমায় মিস করি না, কারণ কোনওদিন ভুলতেই যে পারিনি তোমায় ! অনেক প্রণাম, ভালোবাসা আর তোমার প্রিয় ফুলের সুগন্ধ পাঠালাম । ভাল থেকো ।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
আরও পড়ুন: প্রাক্তন তো প্রসেনজিত্, আমার প্রাক্তন বান্ধবীও নেই, প্রাক্তন দলও নেই ; শোভন-প্রশ্নে জবাব মদনের
ফেসবুকে ঋতুপর্ণ ঘোষকে শ্রদ্ধা জানিয়ে পোস্ট করেছেন অভিনেতা পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়ও ৷ তিনি লিখেছেন, "আট বছর আগে আজকের দিনটার স্মৃতি মন থেকে এখনও ভুলে উঠতে পারিনি । ভোররাত থেকেই সে দিন বৃষ্টিতে ভিজেছিল গোটা শহর, আর ভিজেছিলে তুমি । বৃষ্টির অঝোর ধারাকে নিজের 'দোসর' পাতিয়ে মেঘপিয়নের দেশে পাড়ি দিয়েছিলে তুমি । সিনেমার বিশাল মহাযুদ্ধে নিজেকে সে দিন অভিভাবকহীন এক সৈনিক ছাড়া আর কিছুই মনে হয়নি । প্রত্যেকটা জেনারেশনের একজন মহীরুহের প্রয়োজন পড়ে, যাঁকে দেখে বা যাঁর দ্বারা অনুপ্রাণিত হয়ে আমাদের সামনের দিকে এগিয়ে চলতে হয় । তোমার চলে যাওয়ায় ওই মুহূর্ত থেকে যে অভাববোধ তৈরি হয়েছিল মনে, তা আজও পূরণ হয়নি, আর হবেও না কোনওদিন । কারণ তুমি তো অনুপম, তোমার দ্বিজ কল্পনাতীত !"
শুধু তারকারাই নন, আজ ঋতুপর্ণের মৃত্যুবার্ষিকীতে আবেগপ্রবণ হয়েছেন আপামর সিনেপ্রেমী মানুষ ৷ আজও সবার মুখে মুখে ঘুরে বেড়িয়েছে উনিশে এপ্রিল, উৎসব, দোসর, চোখের বালি, বাড়িওয়ালির মতো ঋতুপর্ণর নানা ছবির কথা ৷ প্রবাদপ্রতিম এই পরিচালকের প্রতি আমাদের তরফেও রইল শ্রদ্ধার্ঘ্য ৷