ETV Bharat / sitara

সিনেমা হল খোলার সিদ্ধান্তে খুশি পরিচালক-প্রযোজকরা - director on hall reopen

1 অক্টোবর থেকেই খুলে যাবে রাজ্যের সব হল । রাজ্য সরকারের এই সিদ্ধান্তে খুশি পরিচালক ও প্রযোজকরা ।

h
ygy
author img

By

Published : Sep 28, 2020, 4:02 PM IST

কলকাতা : অবশেষে স্বস্তির নিশ্বাস ফেলছেন হল মালিকরা । প্রায় ছয় মাস পর অবশেষে খুলছে সিনেমা হল । 1 অক্টোবর থেকেই খুলে যাবে রাজ্যের সব হল । রাজ্য সরকারের এই সিদ্ধান্তে খুশি পরিচালক ও প্রযোজকরা ।

লকডাউন শিথিল হওয়ার পরই শুরু হয়েছিল শুটিং । যদিও হল না খোলার ফলে সমস্যায় পড়েছিলেন ছবির পরিচালক ও প্রযোজকরা । কারণ হল না খোলায় ছবিগুলি রিলিজ় করা সম্ভব হচ্ছিল না । ওই পরিস্থিতিতে বাধ্য হয়ে OTT প্ল্যাটফর্মে রিলিজ় করা হয় বেশ কয়েকটি ছবি । তবে OTT প্ল্যাটফর্মে ছবি রিলিজ় করুক এটা চাইছিলেন না অনেকেই । আর সেই কারণে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার দিকে তাকিয়ে রয়েছেন বেশ কয়েকজন পরিচালক ও প্রযোজক । এরই মধ্যে 1 অক্টোবর থেকে হল খোলার কথা টুইটারে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সরকারের এই সিদ্ধান্তে খুশি ছবি নির্মাতারা ।

এ প্রসঙ্গে SVF এন্টারটেনমেন্টের কর্ণধার মহেন্দ্র সোনি বলেন, "দিদির এই ঘোষণাতে আমরা খুব খুশি । জাতীয় স্তরে এই সিদ্ধান্ত হওয়া উচিত । না হলে নতুন ছবি মুক্তির ব্যাপারে কাজ করতে অসুবিধে হতে পারে । কেন্দ্রের সিদ্ধান্তের অপেক্ষায় আছি । আমরা সঠিক গাইডলাইনের জন্য অপেক্ষা করছি । সেটা এলেই আমরা SVF থিয়েটারস খুলে দেব ।"

পরিচালক শিলাদিত্য মৌলিক বলেন, "এরকম একটা সিদ্ধান্ত শোনার অপেক্ষা করছিলাম । দর্শকদের অনুরোধ করতে চাই, তাঁরা যেন হলে গিয়ে ছবিটা দেখেন । পুজো আসছে, হলে গিয়ে ছবি দেখলে মনটাও ভালো থাকবে । সব জায়গায় যেতে যেমন আপনারা ভয় পাচ্ছে না, সিনেমা হলে আসতেও ভয় পাবেন না ।" মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর ছবি 'হৃদপিণ্ড'। কয়েকটা সপ্তাহ পরই ছবি মুক্তির দিন ঘোষণা করবেন তিনি ।

ধ্রুব ব্যানার্জি বলেন, "খুব ভালো খবর । রাজ্য সরকারকে সাধুবাদ জানাই । অনেকদিন ধরে এরকম একটা সিদ্ধান্তের অপেক্ষায় ছিলাম আমরা । আমার মনে হয়, দর্শক এবং যাঁরা ছবি তৈরি করেন সকলের জন্যে ভালো খবর । এতগুলো মাস মানুষ অপেক্ষা করেছেন । এটা বোধহয় সত্যিই দরকার ছিল ।"

কলকাতা : অবশেষে স্বস্তির নিশ্বাস ফেলছেন হল মালিকরা । প্রায় ছয় মাস পর অবশেষে খুলছে সিনেমা হল । 1 অক্টোবর থেকেই খুলে যাবে রাজ্যের সব হল । রাজ্য সরকারের এই সিদ্ধান্তে খুশি পরিচালক ও প্রযোজকরা ।

লকডাউন শিথিল হওয়ার পরই শুরু হয়েছিল শুটিং । যদিও হল না খোলার ফলে সমস্যায় পড়েছিলেন ছবির পরিচালক ও প্রযোজকরা । কারণ হল না খোলায় ছবিগুলি রিলিজ় করা সম্ভব হচ্ছিল না । ওই পরিস্থিতিতে বাধ্য হয়ে OTT প্ল্যাটফর্মে রিলিজ় করা হয় বেশ কয়েকটি ছবি । তবে OTT প্ল্যাটফর্মে ছবি রিলিজ় করুক এটা চাইছিলেন না অনেকেই । আর সেই কারণে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার দিকে তাকিয়ে রয়েছেন বেশ কয়েকজন পরিচালক ও প্রযোজক । এরই মধ্যে 1 অক্টোবর থেকে হল খোলার কথা টুইটারে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সরকারের এই সিদ্ধান্তে খুশি ছবি নির্মাতারা ।

এ প্রসঙ্গে SVF এন্টারটেনমেন্টের কর্ণধার মহেন্দ্র সোনি বলেন, "দিদির এই ঘোষণাতে আমরা খুব খুশি । জাতীয় স্তরে এই সিদ্ধান্ত হওয়া উচিত । না হলে নতুন ছবি মুক্তির ব্যাপারে কাজ করতে অসুবিধে হতে পারে । কেন্দ্রের সিদ্ধান্তের অপেক্ষায় আছি । আমরা সঠিক গাইডলাইনের জন্য অপেক্ষা করছি । সেটা এলেই আমরা SVF থিয়েটারস খুলে দেব ।"

পরিচালক শিলাদিত্য মৌলিক বলেন, "এরকম একটা সিদ্ধান্ত শোনার অপেক্ষা করছিলাম । দর্শকদের অনুরোধ করতে চাই, তাঁরা যেন হলে গিয়ে ছবিটা দেখেন । পুজো আসছে, হলে গিয়ে ছবি দেখলে মনটাও ভালো থাকবে । সব জায়গায় যেতে যেমন আপনারা ভয় পাচ্ছে না, সিনেমা হলে আসতেও ভয় পাবেন না ।" মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর ছবি 'হৃদপিণ্ড'। কয়েকটা সপ্তাহ পরই ছবি মুক্তির দিন ঘোষণা করবেন তিনি ।

ধ্রুব ব্যানার্জি বলেন, "খুব ভালো খবর । রাজ্য সরকারকে সাধুবাদ জানাই । অনেকদিন ধরে এরকম একটা সিদ্ধান্তের অপেক্ষায় ছিলাম আমরা । আমার মনে হয়, দর্শক এবং যাঁরা ছবি তৈরি করেন সকলের জন্যে ভালো খবর । এতগুলো মাস মানুষ অপেক্ষা করেছেন । এটা বোধহয় সত্যিই দরকার ছিল ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.