ETV Bharat / sitara

ঝড়ের আগে নিস্তব্ধতা!, কেন লিখলেন প্রিয়াঙ্কা ? - Tollywood

চেয়ারে চুপ করে বসে আছেন প্রিয়াঙ্কা সরকার। চোখেমুখে ক্লান্তির ছাপ। পরিস্থিতি এমন যেন ঝড়ের আগে নিস্তব্ধতার মতো। সম্প্রতি "ঝড়ের আগে নিস্তব্ধতা" ক্যাপশন লিখে এমনই একটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।

প্রিয়াঙ্কা সরকার (ইনস্টাগ্রাম)
author img

By

Published : Mar 20, 2019, 9:23 AM IST

আসলে প্রিয়াঙ্কা তাঁর আগামী ছবি 'বর্ণ পরিচয়'-এর ডাবিং শুরু করেছেন। মৌনাক ভৌমিক পরিচালিত ছবিটির গল্প থ্রিলারকেন্দ্রিক। প্রিয়াঙ্কার পাশাপাশি ছবিতে অভিনয় করছেন জিশু সেনগুপ্ত ও আবির চ্যাটার্জি। এই প্রথম জিশু ও আবিরকে একসঙ্গে দেখা যাবে। ছবির শুটিং ইতিমধ্যেই শেষ। কাজ চলছে ডাবিংয়ের। প্রিয়াঙ্কা ছাড়াও ডাবিংয়ে উপস্থিত ছিলেন মৌনাক নিজে।

জানা গেছে, ছবিতে জিশুর বিপরীতে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। আবিরের ভূমিকা ঠিক কী, তা এখনও জানা যায়নি।

সম্প্রতি মৌনাকের 'জেনারেশ আমি' প্রশংসিত হয়ে দর্শকের কাছে। অন্যদিকে অর্ণব মিদ্যা পরিচালিত 'অন্দরকাহিনী'-তে প্রিয়াঙ্কা একাধিক পুরস্কার পেয়েছেন। সঙ্গে প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়ও। সেই সঙ্গে আবিরের ব্যোমকেশ ও জিশুর 'এক যে ছিল রাজা'-ও বেশ প্রশংসিত হয়।

আসলে প্রিয়াঙ্কা তাঁর আগামী ছবি 'বর্ণ পরিচয়'-এর ডাবিং শুরু করেছেন। মৌনাক ভৌমিক পরিচালিত ছবিটির গল্প থ্রিলারকেন্দ্রিক। প্রিয়াঙ্কার পাশাপাশি ছবিতে অভিনয় করছেন জিশু সেনগুপ্ত ও আবির চ্যাটার্জি। এই প্রথম জিশু ও আবিরকে একসঙ্গে দেখা যাবে। ছবির শুটিং ইতিমধ্যেই শেষ। কাজ চলছে ডাবিংয়ের। প্রিয়াঙ্কা ছাড়াও ডাবিংয়ে উপস্থিত ছিলেন মৌনাক নিজে।

জানা গেছে, ছবিতে জিশুর বিপরীতে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। আবিরের ভূমিকা ঠিক কী, তা এখনও জানা যায়নি।

সম্প্রতি মৌনাকের 'জেনারেশ আমি' প্রশংসিত হয়ে দর্শকের কাছে। অন্যদিকে অর্ণব মিদ্যা পরিচালিত 'অন্দরকাহিনী'-তে প্রিয়াঙ্কা একাধিক পুরস্কার পেয়েছেন। সঙ্গে প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়ও। সেই সঙ্গে আবিরের ব্যোমকেশ ও জিশুর 'এক যে ছিল রাজা'-ও বেশ প্রশংসিত হয়।

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.