আসলে প্রিয়াঙ্কা তাঁর আগামী ছবি 'বর্ণ পরিচয়'-এর ডাবিং শুরু করেছেন। মৌনাক ভৌমিক পরিচালিত ছবিটির গল্প থ্রিলারকেন্দ্রিক। প্রিয়াঙ্কার পাশাপাশি ছবিতে অভিনয় করছেন জিশু সেনগুপ্ত ও আবির চ্যাটার্জি। এই প্রথম জিশু ও আবিরকে একসঙ্গে দেখা যাবে। ছবির শুটিং ইতিমধ্যেই শেষ। কাজ চলছে ডাবিংয়ের। প্রিয়াঙ্কা ছাড়াও ডাবিংয়ে উপস্থিত ছিলেন মৌনাক নিজে।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
জানা গেছে, ছবিতে জিশুর বিপরীতে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। আবিরের ভূমিকা ঠিক কী, তা এখনও জানা যায়নি।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
সম্প্রতি মৌনাকের 'জেনারেশ আমি' প্রশংসিত হয়ে দর্শকের কাছে। অন্যদিকে অর্ণব মিদ্যা পরিচালিত 'অন্দরকাহিনী'-তে প্রিয়াঙ্কা একাধিক পুরস্কার পেয়েছেন। সঙ্গে প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়ও। সেই সঙ্গে আবিরের ব্যোমকেশ ও জিশুর 'এক যে ছিল রাজা'-ও বেশ প্রশংসিত হয়।