মুম্বই, 19 ফেব্রুয়ারি : বাবা মায়ের বিবাহবার্ষিকী স্মরণ করে সোশ্য়াল মিডিয়ায় নস্টালজিক হয়ে পড়লেন পিকি চপস ৷ সদ্য় সদ্য়ই সারোগেসির মাধ্য়মে নিজে মা হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া ৷ আর তাই বাবা মায়ের বিবাহবার্ষিকীর দিনে প্রয়াত বাবাকে স্মরণ করে আরও আবেগপ্রবন হয়ে পড়লেন অভিনেত্রী ৷ নিজের ইনস্টাগ্রাম বাবা এবং মায়ের পুরোনো দিনের একটি ছবি এদিন শেয়ার করেছেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra shares a throw back pic on parents wedding anniversary) ৷
স্টোরিতে যে ছবি শেয়ার করেছেন পিকি চপস, তাতে দেখা যায়, অভিনেত্রীর বাবা তাঁর মা অর্থাৎ ড: মধু আখৌরি চোপড়ার দিকে একটি গোলাপ বাড়িয়ে ধরেছেন ৷ দুজনের মুখেই মৃদু হাসি ৷ ছবির ওপরে অভিনেত্রী লেখেন, "এভাবেই সবসময় তোমার বিবাহবার্ষিকী স্মরণ করতে চাই ৷ তোমায় খুব মিস করছি বাবা ৷ তোমাকে যে খুব ভালবাসি ৷ "
আরও পড়ুন :গীতশ্রী এবং ডিস্কো কিংয়ের আবক্ষ মূর্তি, শ্রদ্ধাজ্ঞাপন নদিয়ার মৃৎশিল্পীর
2013 সালে ক্য়ানসারের আক্রমণে বাবাকে হারান অভিনেত্রী ৷ তিনি যে বাবার কত কাছের ছিলেন তা তাঁর হাতের 'ড্যাডিস লি'ল গার্ল' ট্য়াটু দেখলেই বোঝা যায় ৷ অভিনয়ের ক্ষেত্রে দেখতে হলে প্রিয়াঙ্কাকে সদ্য় দেখা গিয়েছে 'দ্য় ম্য়াট্রিক্স রেজারেক্সন' নামক একটি কমিডি ছবিতে ৷ এবার বলিউডি অ্য়াকশন ছবি 'এন্ডিং থিংস'-এ কাজ করতে চলেছেন তিনি ৷ একইসঙ্গে বলিউডের ক্ষেত্রে আলিয়া ভাট এবং ক্য়াটিরিনা কাইফের সঙ্গে 'জি লে জরা' ছবিতে কাজ করতে চলেছেন তিনি ৷