ওয়াশিংটন, 23 মার্চ: জমকালো অনুষ্ঠান তো বটেই একইসঙ্গে 94তম আকাদেমি অ্যাওয়ার্ডস-এর আসরে যে চাঁদের হাট বসতে চলেছে তা বলাই বাহুল্য ৷ এবার প্রি-অস্কার ইভেন্টের সঞ্চালনার জন্য় বেছে নেওয়া হল প্রিয়াঙ্কা চোপড়াকে ৷ খবর অনুযায়ী, এবার 'সাউথ এশিয়ান এক্সিলেন্স অন ফ্লিম' নামক একটি প্রাক অস্কার ইভেন্টের সঞ্চালনার ভার দেওয়া হয়েছে প্রিয়াঙ্কা চোপড়া জোনস, মিন্ডি কালিং, কুমাইল নানজিয়ানি, অঞ্জুলা আচার্য, বেলা বাজারিয়া, মনীশ কে গোয়া এবং শ্রুতি গঙ্গোপাধ্যায়ের ওপর (Priyanka Chopra to host pre-Oscars event)৷
23 মার্চ সন্ধ্যায় দক্ষিণ এশিয় ছবির উপর আয়োজিত এই অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতা করছে ইউটিএ, আকাদেমি অফ মোশন পিকচারস আর্টস অ্যান্ড সায়েন্স, ইন্ডিয়া সেন্টারের সাউথ এশিয়ান আর্টস রেজিলিয়েন্সি ফান্ড এবং জুগারনট ৷ বিশেষ অতিথি হিসাবে এদিন উপস্থিত থাকবেন রিজ আহমেদ, সুরুশ আলভি, পাও চোয়নিং দরজি, জোসেফ প্যাটেল, অনিল কারিয়া, এলিজাবেথ মির্জাই, গুলিস্তান মির্জাই, রিণ্টু থমাস, সুস্মিত ঘোষ এবং অনুরিমা ভার্গব ।
আরও পড়ুন : বারাণসীতে ক্যামেরাবন্দি হলেন রণবীর-আলিয়া
27 মার্চ এবারের অস্কার পুরস্কার প্রদান অনুষ্ঠানটি আয়োজিত হতে চলেছে হলিউডের ডলবি থিয়েটারে ৷ এবারের অনুষ্ঠানটির সঞ্চলনার ভার রয়েছে অ্যামি শুমার, রেজিনা হল এবং ওয়ান্ডা সাইকসের ওপর । সরাসরি এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে রাত 8 টায় এবিসি চ্যানেলে ৷