ETV Bharat / sitara

Priyanka Chopra: স্পেনে মা-দেওরকে নিয়ে স্কুবা ডাইভিং-এ প্রিয়াঙ্কা - প্রিয়াঙ্কা চোপড়ার ছবি

স্পেনে মা মধু চোপড়া ও দেওর ফ্রাঙ্কলিন নাথানিয়েল জোনাসকে সঙ্গে নিয়ে স্কুবা ডাইভিং (Scuba Diving)-এ মাতলেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)৷ সেই ছবি ও ভিডিয়ো পোস্ট করেছেন তিনি ৷

Priyanka Chopra enjoyed Her Sunday Scuba Diving In Spain
স্পেনে মা-দেওরকে নিয়ে স্কুবা ডাইভিং-এ প্রিয়াঙ্কা
author img

By

Published : Oct 18, 2021, 9:35 PM IST

হায়দরাবাদ, 18 অক্টোবর : রবিবারের ছুটি বলে কথা ! চুটিয়ে উপভোগ করলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)৷ ওয়েব সিরিজ সিটাডেলের শুটিং-এর থেকে ছোট বিরতি নিয়ে ভূমধ্যসাগরের নীল জলরাশিতে মৎস্যকন্যা রূপে ঘুরে বেড়ালেন দেশি গার্ল ৷ মা মধু চোপড়া ও ক্যামেরা ক্রু-কে নিয়ে স্কুবা ডাইভিং (Scuba Diving)-এ মাতলেন অভিনেত্রী ৷

স্পেনের উপকূলীয় শহর ভিলাজয়সা থেকে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে রোমাঞ্চকর সেই অভিজ্ঞতার কথা শেয়ার করেন প্রিয়াঙ্কা চোপড়া ৷ সমুদ্রের তলদেশ আবিষ্কারের ছবি ও ভিডিয়ো পোস্ট করেন তিনি ৷ তাঁর কথায়, "এ রকম একটা দিন সমুদ্রে কাটানো অত্যন্ত প্রয়োজনীয় ছিল ৷" ক্যাপশনে পিগ্গি চপস লিখেছেন, "মানসিক চাপকে কমানোর জন্য কয়েকটি দিন দরকার ৷ ঈশ্বরের সৃষ্টি করা সমুদ্রের তলদেশ আবিষ্কারের থেকে আর কী-ই বা ভাল হতে পারে ৷ আমি খুবই সম্মানিত যে, সিটাডেলের ক্যামেরা ক্রু এই পার্টিটা আমায় করতে দিয়েছেন ৷"

স্কুবা ডাইভিং-এর ইনস্ট্রাক্টরকে ধন্যবাদ জানিয়ে প্রিয়াঙ্কা লিখেছেন, "আলি সাব টিমকে ধন্যবাদ ৷ এই ম্যাজিকাল অভিজ্ঞতার জন্য পেনেলোপ, ভিক্টর, আলেজান্দ্রো ও সবাইকে অনেক ধন্যবাদ ৷ এটা সত্যিই আমার দরকার ছিল ৷ আমাদের এখানে নিয়ে আসার জন্য নিউটন থমাস সিজেলকে ধন্যবাদ ৷ রবিবার দারুণ কাটল ৷"

Priyanka Chopra enjoyed Her Sunday Scuba Diving In Spain
স্পেনে মা-দেওরকে নিয়ে স্কুবা ডাইভিং-এ প্রিয়াঙ্কা

আরও পড়ুন: Katrina Kaif-Vicky Kaushal: ক্যাটরিনার সঙ্গে বাগদান ! ভিকি বললেন, ‘শীঘ্রই খবর পাবেন’

প্রিয়াঙ্কার সঙ্গে ছিলেন তাঁর দেওর ফ্রাঙ্কলিন নাথানিয়েল জোনাসও ৷ প্রিয়াঙ্কার এই পোস্ট দেখে তাঁর তুতো বোন তথা অভিনেত্রী পরিণীতি চোপড়া দারুণ উচ্ছ্বসিত ৷ তিনি লিখেছেন, "ইয়ে, তুমিও এই বন্য অভিজ্ঞতায় সামিল হওয়ায় আমি খুবই খুশি ৷" দিনকয়েক আগেই মালদ্বীপে ছুটি কাটাতে গিয়ে দীর্ঘ স্কুবা ডাইভিং-এর অভিজ্ঞতা শেয়ার করে ছবি ও ভিডিয়ো পোস্ট করেছিলেন পরিণীতিও ৷

আরও পড়ুন: Kolkata Chalantika : শহরের ইতিকথা, ‘কলকাতা চলন্তিকা’র প্রথম পোস্টার লুক নিয়ে হাজির পাভেল

গত কয়েক সপ্তাহ ধরেই সিটাডেলের শুটিংয়ের জন্য স্পেনে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া ৷ ভারত, ইতালি ও মেক্সিকোর যৌথ প্রোডাকশনে নির্মিত সিটাডেল মাল্টি সিরিজের পরিচালনা করেছেন রুসো ব্রাদার্স ৷ প্রিয়াঙ্কা ছাড়াও এখানে দেখা যাবে রিচার্ড ম্যাডেনকে ৷

আরও পড়ুন: Aryan Khan: জেল থেকে ভিডিয়ো কলে শাহরুখ-গৌরীর সঙ্গে কথা আরিয়ানের

হায়দরাবাদ, 18 অক্টোবর : রবিবারের ছুটি বলে কথা ! চুটিয়ে উপভোগ করলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)৷ ওয়েব সিরিজ সিটাডেলের শুটিং-এর থেকে ছোট বিরতি নিয়ে ভূমধ্যসাগরের নীল জলরাশিতে মৎস্যকন্যা রূপে ঘুরে বেড়ালেন দেশি গার্ল ৷ মা মধু চোপড়া ও ক্যামেরা ক্রু-কে নিয়ে স্কুবা ডাইভিং (Scuba Diving)-এ মাতলেন অভিনেত্রী ৷

স্পেনের উপকূলীয় শহর ভিলাজয়সা থেকে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে রোমাঞ্চকর সেই অভিজ্ঞতার কথা শেয়ার করেন প্রিয়াঙ্কা চোপড়া ৷ সমুদ্রের তলদেশ আবিষ্কারের ছবি ও ভিডিয়ো পোস্ট করেন তিনি ৷ তাঁর কথায়, "এ রকম একটা দিন সমুদ্রে কাটানো অত্যন্ত প্রয়োজনীয় ছিল ৷" ক্যাপশনে পিগ্গি চপস লিখেছেন, "মানসিক চাপকে কমানোর জন্য কয়েকটি দিন দরকার ৷ ঈশ্বরের সৃষ্টি করা সমুদ্রের তলদেশ আবিষ্কারের থেকে আর কী-ই বা ভাল হতে পারে ৷ আমি খুবই সম্মানিত যে, সিটাডেলের ক্যামেরা ক্রু এই পার্টিটা আমায় করতে দিয়েছেন ৷"

স্কুবা ডাইভিং-এর ইনস্ট্রাক্টরকে ধন্যবাদ জানিয়ে প্রিয়াঙ্কা লিখেছেন, "আলি সাব টিমকে ধন্যবাদ ৷ এই ম্যাজিকাল অভিজ্ঞতার জন্য পেনেলোপ, ভিক্টর, আলেজান্দ্রো ও সবাইকে অনেক ধন্যবাদ ৷ এটা সত্যিই আমার দরকার ছিল ৷ আমাদের এখানে নিয়ে আসার জন্য নিউটন থমাস সিজেলকে ধন্যবাদ ৷ রবিবার দারুণ কাটল ৷"

Priyanka Chopra enjoyed Her Sunday Scuba Diving In Spain
স্পেনে মা-দেওরকে নিয়ে স্কুবা ডাইভিং-এ প্রিয়াঙ্কা

আরও পড়ুন: Katrina Kaif-Vicky Kaushal: ক্যাটরিনার সঙ্গে বাগদান ! ভিকি বললেন, ‘শীঘ্রই খবর পাবেন’

প্রিয়াঙ্কার সঙ্গে ছিলেন তাঁর দেওর ফ্রাঙ্কলিন নাথানিয়েল জোনাসও ৷ প্রিয়াঙ্কার এই পোস্ট দেখে তাঁর তুতো বোন তথা অভিনেত্রী পরিণীতি চোপড়া দারুণ উচ্ছ্বসিত ৷ তিনি লিখেছেন, "ইয়ে, তুমিও এই বন্য অভিজ্ঞতায় সামিল হওয়ায় আমি খুবই খুশি ৷" দিনকয়েক আগেই মালদ্বীপে ছুটি কাটাতে গিয়ে দীর্ঘ স্কুবা ডাইভিং-এর অভিজ্ঞতা শেয়ার করে ছবি ও ভিডিয়ো পোস্ট করেছিলেন পরিণীতিও ৷

আরও পড়ুন: Kolkata Chalantika : শহরের ইতিকথা, ‘কলকাতা চলন্তিকা’র প্রথম পোস্টার লুক নিয়ে হাজির পাভেল

গত কয়েক সপ্তাহ ধরেই সিটাডেলের শুটিংয়ের জন্য স্পেনে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া ৷ ভারত, ইতালি ও মেক্সিকোর যৌথ প্রোডাকশনে নির্মিত সিটাডেল মাল্টি সিরিজের পরিচালনা করেছেন রুসো ব্রাদার্স ৷ প্রিয়াঙ্কা ছাড়াও এখানে দেখা যাবে রিচার্ড ম্যাডেনকে ৷

আরও পড়ুন: Aryan Khan: জেল থেকে ভিডিয়ো কলে শাহরুখ-গৌরীর সঙ্গে কথা আরিয়ানের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.