ETV Bharat / sitara

গল্পের মায়াজালে বাঁধা চার নারীর জীবন - রাজেশ্বর

ছবিটি চারটি মেয়ের জীবনের ওঠাপড়া, ব্যর্থতা এবং তাদের ভালবাসা কে ঘিরে রয়েছে । তবে জীবনের সব ভালবাসার সম্পর্ক এই পরিনিতি হবে এমনটা নয়, এই ছবি সেই গল্পই বলে । ছবিতে এক প্রফেসরের চরিত্র দেখা যাবে অঙ্কিতা চক্রবর্তীকে। এ ছাড়াও এ ছবিতে রয়েছেন সোয়েটার খ্যাত অভিনেত্রী অনুরাধা মুখোপাধ্যায়, ঈশিকা দে ও অদ্রিজা রায় ।

গল্পের মায়াজাল
গল্পের মায়াজাল
author img

By

Published : Apr 3, 2021, 7:42 PM IST

কলকাতা, 3মার্চ : সম্প্রতি হয়ে গেল গল্পের মায়াজাল ছবির প্রিমিয়ার । চারটি ছোটগল্প কে নিয়ে একটি ছবি বানিয়েছেন পরিচালক বিদুলা ভট্টাচার্য । চারটিগল্প চারটে মেয়েকে নিয়ে ৷ এবং তাদের এক সূত্রে বেঁধেছেন যে পুরুষ চরিত্র তিনি রাজেশ্বর, ছবির নায়কের ভূমিকায় রয়েছেন তিনি । তবে শুধু নায়কই নয় ছবিতে প্রযোজকের ভূমিকাতেও রয়েছেন রাজেশ্বর ।

ছবিটি চারটি মেয়ের জীবনের ওঠাপড়া, ব্যর্থতা এবং তাদের ভালবাসা কে ঘিরে রয়েছে । তবে জীবনের সব ভালবাসার সম্পর্ক এই পরিনিতি হবে এমনটা নয়, এই ছবি সেই গল্পই বলে । ছবিতে এক প্রফেসরের চরিত্র দেখা যাবে অঙ্কিতা চক্রবর্তীকে। এ ছাড়াও এ ছবিতে রয়েছেন সোয়েটার খ্যাত অভিনেত্রী অনুরাধা মুখোপাধ্যায়, ঈশিকা দে ও অদ্রিজা রায় ।

টিম গল্পের মায়াজাল
টিম গল্পের মায়াজাল

আরও পড়ুন : জন্মদিনের উপহার, আরআরআর-এ নজরকাড়া অজয়

বর্তমানে ঈশিকা ব্যস্ত ফারহানা আখতার ও জোয়া আখতার প্রযোজনা সংস্থার নতুন একটি কাজে । তবে কাজটি নেটফ্লিক্সের জন্য এমনটাই জানালেন ঈশিকা । এই ছবির মাধ্যমে টলিউডে ডেবিউ করতে চলেছেন দিল্লির ছেলে এই ছবির নায়ক রাজেশ্বর‌ । এবার দেখার এই ছবির মাধ্যমে রাজেশ্বর কে দর্শক কতটা পছন্দ করে । ছবির প্রিমিয়ারে উপস্থিত ছিলেন টলিউডের বহু সেলিব্রিটি । ছবি দেখতে একসঙ্গে আসেন টলিউডের নতুন কাপল খেয়া চট্টোপাধ্যায় ও প্রজাপতি বিস্কুট খ্যাত অভিনেতা আদিত্য সেনগুপ্ত ।

কলকাতা, 3মার্চ : সম্প্রতি হয়ে গেল গল্পের মায়াজাল ছবির প্রিমিয়ার । চারটি ছোটগল্প কে নিয়ে একটি ছবি বানিয়েছেন পরিচালক বিদুলা ভট্টাচার্য । চারটিগল্প চারটে মেয়েকে নিয়ে ৷ এবং তাদের এক সূত্রে বেঁধেছেন যে পুরুষ চরিত্র তিনি রাজেশ্বর, ছবির নায়কের ভূমিকায় রয়েছেন তিনি । তবে শুধু নায়কই নয় ছবিতে প্রযোজকের ভূমিকাতেও রয়েছেন রাজেশ্বর ।

ছবিটি চারটি মেয়ের জীবনের ওঠাপড়া, ব্যর্থতা এবং তাদের ভালবাসা কে ঘিরে রয়েছে । তবে জীবনের সব ভালবাসার সম্পর্ক এই পরিনিতি হবে এমনটা নয়, এই ছবি সেই গল্পই বলে । ছবিতে এক প্রফেসরের চরিত্র দেখা যাবে অঙ্কিতা চক্রবর্তীকে। এ ছাড়াও এ ছবিতে রয়েছেন সোয়েটার খ্যাত অভিনেত্রী অনুরাধা মুখোপাধ্যায়, ঈশিকা দে ও অদ্রিজা রায় ।

টিম গল্পের মায়াজাল
টিম গল্পের মায়াজাল

আরও পড়ুন : জন্মদিনের উপহার, আরআরআর-এ নজরকাড়া অজয়

বর্তমানে ঈশিকা ব্যস্ত ফারহানা আখতার ও জোয়া আখতার প্রযোজনা সংস্থার নতুন একটি কাজে । তবে কাজটি নেটফ্লিক্সের জন্য এমনটাই জানালেন ঈশিকা । এই ছবির মাধ্যমে টলিউডে ডেবিউ করতে চলেছেন দিল্লির ছেলে এই ছবির নায়ক রাজেশ্বর‌ । এবার দেখার এই ছবির মাধ্যমে রাজেশ্বর কে দর্শক কতটা পছন্দ করে । ছবির প্রিমিয়ারে উপস্থিত ছিলেন টলিউডের বহু সেলিব্রিটি । ছবি দেখতে একসঙ্গে আসেন টলিউডের নতুন কাপল খেয়া চট্টোপাধ্যায় ও প্রজাপতি বিস্কুট খ্যাত অভিনেতা আদিত্য সেনগুপ্ত ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.