মুম্বই : গান শুনতে খুবই ভালোবাসেন অ্যামেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা । গোটা বছরে অনেক গানই শোনেন তিনি । আর বছর শেষে তাঁর পছন্দের গানগুলিকে নিয়ে একটি তালিকা প্রকাশ করেন । এবারও তার অন্যথা হয়নি । গতকালই সেই তালিকা প্রকাশ করেছেন তিনি । আর এবার সেই তালিকায় রয়েছেন এক ভারতীয় মিউজ়িশিয়ান প্রতীক কুহাদ । এছাড়াও একাধিক গান রয়েছে ওই তালিকায় ।
তবে শুধু গানই নয়, বই থেকে শুরু করে সিনেমা সব কিছুরই তালিকা প্রকাশ করেন ওবামা । এবছরও 2019-এ তাঁর পছন্দের বই ও সিনেমার ভিন্ন তালিকায় প্রকাশ করেছেন তিনি । গানের তালিকা প্রকাশ করে তিনি লেখেন, "এটা আমার এ বছরের পছন্দের গানের তালিকা ।" আর সেই তালিকায় ছিল প্রতীক কুহাদের 'কোল্ড/মেস' গানটি ।
-
From hip-hop to country to The Boss, here are my songs of the year. If you’re looking for something to keep you company on a long drive or help you turn up a workout, I hope there’s a track or two in here that does the trick. pic.twitter.com/mQ2VssyDwt
— Barack Obama (@BarackObama) December 30, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">From hip-hop to country to The Boss, here are my songs of the year. If you’re looking for something to keep you company on a long drive or help you turn up a workout, I hope there’s a track or two in here that does the trick. pic.twitter.com/mQ2VssyDwt
— Barack Obama (@BarackObama) December 30, 2019From hip-hop to country to The Boss, here are my songs of the year. If you’re looking for something to keep you company on a long drive or help you turn up a workout, I hope there’s a track or two in here that does the trick. pic.twitter.com/mQ2VssyDwt
— Barack Obama (@BarackObama) December 30, 2019
এদিকে ওবামার তালিকা দেখে আনন্দে ফেটে পড়েন প্রতীক কুহাদ । টুইট করে তিনি লেখেন, "আমার মনে হয় না রাতে ঘুমাতে পারব । বুঝতে পারছি না এই গান কীভাবে ওনার কাছে পৌঁছল ।" বারাক ওবামাকে ধন্যবাদও জানিয়েছেন তিনি ।
-
This just happened and I don’t think I’ll sleep tonight. Totally flipping out. I have no idea how cold/mess even reached him but thank you @barackobama, thank you universe 🙂 I didn’t think 2019 could’ve gotten better, but damn was I wrong. What an honour. https://t.co/zwaJFIQLmC
— Prateek Kuhad (@prateekkuhad) December 30, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">This just happened and I don’t think I’ll sleep tonight. Totally flipping out. I have no idea how cold/mess even reached him but thank you @barackobama, thank you universe 🙂 I didn’t think 2019 could’ve gotten better, but damn was I wrong. What an honour. https://t.co/zwaJFIQLmC
— Prateek Kuhad (@prateekkuhad) December 30, 2019This just happened and I don’t think I’ll sleep tonight. Totally flipping out. I have no idea how cold/mess even reached him but thank you @barackobama, thank you universe 🙂 I didn’t think 2019 could’ve gotten better, but damn was I wrong. What an honour. https://t.co/zwaJFIQLmC
— Prateek Kuhad (@prateekkuhad) December 30, 2019
ওই গানটি লিখেছেন ও কম্পোজ় করেছেন কুহাদ নিজেই । গানের ভিডিয়োতে অভিনয় করেছেন জিম সারভ ও জ়োয়া হুসেন ।
ওবামার ওই তালিকায় রয়েছে লিজ়ো, ফ্যাঙ্ক ওসন ও সোলাঞ্জের মতো তারকাদের গান ।