মুম্বই : উচ্ছ্বাস ধরে রাখতে পারছেন না প্রতীক কুহাদ । পারার কথাও নয়...যদি কারো গাওয়া গান স্থান পায়ে বারাক ওবামার প্লেয়িস্টে, তাহলে তার আনন্দে বিগলিত হওয়ারই কথা । প্রতীকের ক্ষেত্রেও ঠিক সেটাই ঘটেছে ।
সম্প্রতি ওবামা একটির তালিকার মাধ্য়মে তাঁর প্রিয় সিনেমা, গান ও টেলিভিশন সিরিজ়ের কথা প্রকাশ্যে এনেছেন । সেই তালিকায় জায়গা করে নিয়েছে প্রতীকের গাওয়া 'কোল্ড মেস' গানটিও । মিউজ়িক অ্যালবামটিতে অভিনয় করেছেন জিম শর্ভ ও জ়োয়া হুসেন ।
![Prateek Kuhad's Cold/Mess](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/maxresdefault_3112newsroom_1577814548_541.jpg)
ওবামার সেই পোস্টটিকে উল্লেখ করে প্রতীক লিখেছেন, "আমার মনে হয় না আমি আজ ঘুমোতে পারব । আমি জানি না ওঁর কাছে কোল্ড মেস কীভাবে পৌঁছল, তবে ওবামাকে অনেক ধন্যবাদ, ধন্যবাদ এই বিশ্বকে । আমার কখনও মনে হয়নি যে 2019 সালটা আর বেশি ভালো হতে পারত, তবে আমি ভুল ছিলাম । কি বড় সম্মান ।"
-
This just happened and I don’t think I’ll sleep tonight. Totally flipping out. I have no idea how cold/mess even reached him but thank you @barackobama, thank you universe 🙂 I didn’t think 2019 could’ve gotten better, but damn was I wrong. What an honour. https://t.co/zwaJFIQLmC
— Prateek Kuhad (@prateekkuhad) December 30, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">This just happened and I don’t think I’ll sleep tonight. Totally flipping out. I have no idea how cold/mess even reached him but thank you @barackobama, thank you universe 🙂 I didn’t think 2019 could’ve gotten better, but damn was I wrong. What an honour. https://t.co/zwaJFIQLmC
— Prateek Kuhad (@prateekkuhad) December 30, 2019This just happened and I don’t think I’ll sleep tonight. Totally flipping out. I have no idea how cold/mess even reached him but thank you @barackobama, thank you universe 🙂 I didn’t think 2019 could’ve gotten better, but damn was I wrong. What an honour. https://t.co/zwaJFIQLmC
— Prateek Kuhad (@prateekkuhad) December 30, 2019
1990 সালে রাজস্থানের জয়পুরে জন্মগ্রহণ প্রতীকের, সেখানেই বড় হওয়া । তারপর অ্যামেরিকায় পড়াশোনা করতে যাওয়া এবং ফিরে এসে সংগীত জগতে নিজের ক্যারিয়ার শুরু করা তাঁর । মিউজ়িক অ্যালবাম ছাড়াও 'বার বার দেখো' বা 'কারওয়াঁ'-র মতো ছবিতে প্লেব্যাক করেছেন প্রতীক ।