ETV Bharat / sitara

'ইন্ডিয়ান প্যানোরমা'-তে 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' ও 'অভিযাত্রিক' - abhijatrik screened Indian Panorama

'ইন্ডিয়ান প্যানোরমা 2020'-র তালিকায় জায়গা করে নিয়েছে 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' আর 'অভিযাত্রিক'। গতকাল এর সম্পূর্ণ তালিকা প্রকাশ করেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাওড়েকর ।

sdf
sdf
author img

By

Published : Dec 20, 2020, 10:37 AM IST

কলকাতা : 'ইন্ডিয়ান প্যানোরমা 2020'-র তালিকায় জায়গা করে নিয়েছে দুটি বাংলা ছবি । একটি হল অরিত্র মুখার্জির 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' আর অন্যটি হল শুভ্রজিৎ মিত্রের 'অভিযাত্রিক'। এছাড়াও বেশ কয়েকটি হিন্দি, ইংরেজি, কন্নড়, মালয়ালম, মারাঠি ছবি জায়গা করে নিয়েছে এই তালিকায় ।

চলতি বছরের 6 মার্চ, নারীদিবসের দিন মুক্তি পেয়েছিল 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি'। আর এই ছবি দিয়েই পরিচালনায় হাতেখড়ি হয় অরিত্রর । এছাড়া এই ছবির চিত্রনাট্য লেখেন শিবপ্রসাদ মুখার্জির স্ত্রী জিনিয়া । ছবির গল্পও লেখেন তিনি । ছবিটি প্রযোজনা করেছিল উইন্ডোজ় প্রোডাকশন হাউস । নারী দেহ শুচি কিনা, এই ট্যাবু বহু যুগ ধরেই প্রচলিত রয়েছে আমাদের সমাজে । আর সেই ধারণাকেই ভেঙে দিতেই তৈরি করা হয়েছিল 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি'।

নারীদেহ শুচি নয় । ঋতুমতী মহিলারা মন্দিরে প্রবেশ করতে পারেন না । মহিলাদের পৌরহিত্যের অধিকার নেই । এই ধরনের একাধিক ধ্যানধারণাকে উড়িয়ে দিয়ে পৌরোহিত্যকেই পেশা হিসেবে গ্রহণ করে নিয়েছিল শবরী । তার জন্য অবশ্যে অনেক কথাও শুনতে হয়েছে তাকে । কিন্তু, যুক্তির কাছে শেষ পর্যন্ত হার মেনেছিল কটাক্ষ, মন্তব্য সবই । আর এই গল্পই বড় পরদায় তুলে ধরেছিলেন অরিত্র । ছবিতে শবরীর চরিত্রে অভিনয় করেছিলেন ঋতাভরী চক্রবর্তী ।

আর সেই গল্পকে 'ইন্ডিয়ান প্যানোরমা 2020'-র তালিকায় জায়গা করে নিতে দেখে বেজায় খুশি ছবির কলাকুশলীরা । ইনস্টাগ্রামে একটি পোস্ট করে ঋতাভরী লেখেন, "কিছু কিছু মুহূর্তকে শব্দ দিয়ে ব্যাখ্যা করা যায় না । আজ সেরকমই এক মুহূর্ত । আজ ইন্ডিয়ান প্যানোরমাতে আমাদের ছবি ব্রহ্মা জানেন গোপন কম্মটি অফিসিয়ালি সিলেক্টেড হল । চোখের জল আজ বাধ মানবে না । এই আনন্দাশ্রু, এই অনুভুতি, এই উদযাপন আমাদের ব্রহ্মা জানেন গোপন কম্মটি টিমের সবার"।

অন্যদিকে 'ইন্ডিয়ান প্যানোরমা 2020'-র তালিকায় জায়গা করে নিয়েছে 'অভিযাত্রিক'। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা 'অপরাজিত' উপন্যাসের শেষভাগ নিয়েই এই ছবি তৈরি করেছেন শুভ্রজিৎ । 'অপুর সংসার'-এর শেষে কাজল ও অপুর মধ্যে ভাব দেখানো হয় । আর ঠিক সেই জায়গা থেকেই শুরু হতে চলেছে 'অভিযাত্রিক'। এই ছবির হাত ধরেই 60 বছর পর বাঙালি দর্শকের সামনে এসেছে অপু । ছবিতে অপুর ভূমিকায় অভিনয় করেছেন অর্জুন চক্রবর্তী ।

কলকাতা : 'ইন্ডিয়ান প্যানোরমা 2020'-র তালিকায় জায়গা করে নিয়েছে দুটি বাংলা ছবি । একটি হল অরিত্র মুখার্জির 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' আর অন্যটি হল শুভ্রজিৎ মিত্রের 'অভিযাত্রিক'। এছাড়াও বেশ কয়েকটি হিন্দি, ইংরেজি, কন্নড়, মালয়ালম, মারাঠি ছবি জায়গা করে নিয়েছে এই তালিকায় ।

চলতি বছরের 6 মার্চ, নারীদিবসের দিন মুক্তি পেয়েছিল 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি'। আর এই ছবি দিয়েই পরিচালনায় হাতেখড়ি হয় অরিত্রর । এছাড়া এই ছবির চিত্রনাট্য লেখেন শিবপ্রসাদ মুখার্জির স্ত্রী জিনিয়া । ছবির গল্পও লেখেন তিনি । ছবিটি প্রযোজনা করেছিল উইন্ডোজ় প্রোডাকশন হাউস । নারী দেহ শুচি কিনা, এই ট্যাবু বহু যুগ ধরেই প্রচলিত রয়েছে আমাদের সমাজে । আর সেই ধারণাকেই ভেঙে দিতেই তৈরি করা হয়েছিল 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি'।

নারীদেহ শুচি নয় । ঋতুমতী মহিলারা মন্দিরে প্রবেশ করতে পারেন না । মহিলাদের পৌরহিত্যের অধিকার নেই । এই ধরনের একাধিক ধ্যানধারণাকে উড়িয়ে দিয়ে পৌরোহিত্যকেই পেশা হিসেবে গ্রহণ করে নিয়েছিল শবরী । তার জন্য অবশ্যে অনেক কথাও শুনতে হয়েছে তাকে । কিন্তু, যুক্তির কাছে শেষ পর্যন্ত হার মেনেছিল কটাক্ষ, মন্তব্য সবই । আর এই গল্পই বড় পরদায় তুলে ধরেছিলেন অরিত্র । ছবিতে শবরীর চরিত্রে অভিনয় করেছিলেন ঋতাভরী চক্রবর্তী ।

আর সেই গল্পকে 'ইন্ডিয়ান প্যানোরমা 2020'-র তালিকায় জায়গা করে নিতে দেখে বেজায় খুশি ছবির কলাকুশলীরা । ইনস্টাগ্রামে একটি পোস্ট করে ঋতাভরী লেখেন, "কিছু কিছু মুহূর্তকে শব্দ দিয়ে ব্যাখ্যা করা যায় না । আজ সেরকমই এক মুহূর্ত । আজ ইন্ডিয়ান প্যানোরমাতে আমাদের ছবি ব্রহ্মা জানেন গোপন কম্মটি অফিসিয়ালি সিলেক্টেড হল । চোখের জল আজ বাধ মানবে না । এই আনন্দাশ্রু, এই অনুভুতি, এই উদযাপন আমাদের ব্রহ্মা জানেন গোপন কম্মটি টিমের সবার"।

অন্যদিকে 'ইন্ডিয়ান প্যানোরমা 2020'-র তালিকায় জায়গা করে নিয়েছে 'অভিযাত্রিক'। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা 'অপরাজিত' উপন্যাসের শেষভাগ নিয়েই এই ছবি তৈরি করেছেন শুভ্রজিৎ । 'অপুর সংসার'-এর শেষে কাজল ও অপুর মধ্যে ভাব দেখানো হয় । আর ঠিক সেই জায়গা থেকেই শুরু হতে চলেছে 'অভিযাত্রিক'। এই ছবির হাত ধরেই 60 বছর পর বাঙালি দর্শকের সামনে এসেছে অপু । ছবিতে অপুর ভূমিকায় অভিনয় করেছেন অর্জুন চক্রবর্তী ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.