ETV Bharat / sitara

Radhe Shyam leaks online : পর্দায় আসতে না আসতেই পাইরেসির শিকার 'রাধেশ্যাম' - Radhe Shyam leaked onto several torrent sites

পর্দায় আসতে না আসতেই অনলাইন পাইরেসির শিকার হল প্রভাস-পূজা জুটির 'রাধেশ্য়াম' ৷ শুক্রবার মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই বহু টরেন্ট সাইটে পাওয়া গেল ছবিটি (Radhe Shyam leaked onto several torrent sites) ৷

Radhe Shyam leaked
পর্দায় আসতে না আসতেই পাইরেসির শিকার 'রাধেশ্যাম'
author img

By

Published : Mar 12, 2022, 1:17 PM IST

হায়দরাবাদ, 12 মার্চ: পর্দায় আসতে না আসতেই অনলাইন পাইরেসির শিকার হল অভিনেতা প্রভাস এবং পূজা হেগড়ের বহু প্রতিক্ষিত ছবি 'রাধেশ্য়াম' ৷ শুক্রবারই পর্দায় এসেছে রাধাকৃষ্ণ কুমার পরিচালিত এই ছবি ৷ আর প্রথমদিনেই বহু টরেন্ট সাইটে পাওয়া গেল এর কপি (Radhe Shyam leaked onto several torrent sites)৷ হিন্দি দর্শকদের কৌতূহল যথেষ্ট জাগিয়ে তুলতে পেরেছিল এই ছবি ৷ তবে পাইরেসির জেরে এবার বড় প্রভাব পরবে 'রাধেশ্য়াম'-র ব্যবসায় ৷

এই বিগ বাজেট ছবি নির্মাণের জন্য় প্রায় 350 কোটি টাকা ঢেলেছিলেন প্রযোজকরা ৷ গত পাঁচ বছর ধরে টানা এই প্রোজেক্টে নিজের সমস্ত পরিশ্রম ঢেলে দিয়েছেন পরিচালক রাধাকৃষ্ণ কুমার ৷ করোনা মহামারি পেরিয়ে শেষপর্যন্ত শুক্রবার পর্দায় এসেছিল ছবিটি ৷ এমাতাবস্থায় এই পাইরেসির কাণ্ড রীতিমত বড় আঘাত ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ৷ কারণ এমন একটি বিগবাজেট ছবি লাভের মুখ দেখলে, তা এই মহামারির পর ইন্ডাস্ট্রিকে ঘুরে দাঁড়াতেও অনেকখানি সাহায্য করতে পারত ৷

আরও পড়ুন: তারকা থেকে নেটিজেন, 'রাধে শ্যাম'-এ মুগ্ধ সকলেই

'রাধেশ্যাম' একটি পিরিয়ড ফ্লিম, যা বিক্রমাদিত্য নামক এক জ্যোতিষীর জীবনকে কেন্দ্র করে আবর্তিত হয় ৷ নিয়তি এবং বিক্রমাদিত্যের ভালবাসা, প্রেরণাকে নিয়েই গল্পে তৈরি হয় দ্বন্দ্ব ৷ প্রেরণার চরিত্রেই অভিনয় করেছেন পূজা হেগড়ে ৷ যদিও প্রথম দিনের পর মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে এই ছবি ৷ কেউ কেউ যেমন মুগ্ধ প্রভাস-পূজায়, তেমনই অনেকেই বলছেন কাহিনির বাঁধন বড় আলগা ৷ তাই পূজা-প্রভাস চাইলেও বিশেষ কিছু করতে পারেননি ৷

হায়দরাবাদ, 12 মার্চ: পর্দায় আসতে না আসতেই অনলাইন পাইরেসির শিকার হল অভিনেতা প্রভাস এবং পূজা হেগড়ের বহু প্রতিক্ষিত ছবি 'রাধেশ্য়াম' ৷ শুক্রবারই পর্দায় এসেছে রাধাকৃষ্ণ কুমার পরিচালিত এই ছবি ৷ আর প্রথমদিনেই বহু টরেন্ট সাইটে পাওয়া গেল এর কপি (Radhe Shyam leaked onto several torrent sites)৷ হিন্দি দর্শকদের কৌতূহল যথেষ্ট জাগিয়ে তুলতে পেরেছিল এই ছবি ৷ তবে পাইরেসির জেরে এবার বড় প্রভাব পরবে 'রাধেশ্য়াম'-র ব্যবসায় ৷

এই বিগ বাজেট ছবি নির্মাণের জন্য় প্রায় 350 কোটি টাকা ঢেলেছিলেন প্রযোজকরা ৷ গত পাঁচ বছর ধরে টানা এই প্রোজেক্টে নিজের সমস্ত পরিশ্রম ঢেলে দিয়েছেন পরিচালক রাধাকৃষ্ণ কুমার ৷ করোনা মহামারি পেরিয়ে শেষপর্যন্ত শুক্রবার পর্দায় এসেছিল ছবিটি ৷ এমাতাবস্থায় এই পাইরেসির কাণ্ড রীতিমত বড় আঘাত ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ৷ কারণ এমন একটি বিগবাজেট ছবি লাভের মুখ দেখলে, তা এই মহামারির পর ইন্ডাস্ট্রিকে ঘুরে দাঁড়াতেও অনেকখানি সাহায্য করতে পারত ৷

আরও পড়ুন: তারকা থেকে নেটিজেন, 'রাধে শ্যাম'-এ মুগ্ধ সকলেই

'রাধেশ্যাম' একটি পিরিয়ড ফ্লিম, যা বিক্রমাদিত্য নামক এক জ্যোতিষীর জীবনকে কেন্দ্র করে আবর্তিত হয় ৷ নিয়তি এবং বিক্রমাদিত্যের ভালবাসা, প্রেরণাকে নিয়েই গল্পে তৈরি হয় দ্বন্দ্ব ৷ প্রেরণার চরিত্রেই অভিনয় করেছেন পূজা হেগড়ে ৷ যদিও প্রথম দিনের পর মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে এই ছবি ৷ কেউ কেউ যেমন মুগ্ধ প্রভাস-পূজায়, তেমনই অনেকেই বলছেন কাহিনির বাঁধন বড় আলগা ৷ তাই পূজা-প্রভাস চাইলেও বিশেষ কিছু করতে পারেননি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.