কলকাতা : কয়েকমাস আগে কোরোনায় আক্রান্ত হয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় । সেই রোগ থেকে মুক্তি পেলেও শেষরক্ষা হয়নি । শারীরিক নানা সমস্যায় জর্জরিত দুর্বল শরীর ইহলোক ছেড়েছেন গত বছরের 15 নভেম্বর । আর এই বছর শুরু হতেই কোরোনায় আক্রান্ত তাঁর মেয়ে পৌলমী বসু ।
সৌমিত্রবাবু কোরোনা আক্রান্ত হওয়ার পরই তাঁকে হাসপাতালে ভরতি করা হয় । তবে পৌলমী বাড়িতেই রয়েছেন । ডাক্তারদের পরামর্শ মেনে ওষুধ খাচ্ছেন । নিজেকে সম্পূর্ণ আইসোলেশনে রেখেছেন তিনি ।
বাবার অসুস্থতার সময় তাঁর পাশে ছায়াসঙ্গীর মতো ছিলেন পৌলমী । বাবাকে ফিরিয়ে আনতে যা যা করার প্রয়োজন সব করেছেন । একইসঙ্গে মা আর ছেলেরও খেয়াল রেখেছেন পৌলমী ।
তবে হাসপাতাল থেকে আর বাড়ি ফিরতে পারেননি সৌমিত্র । এই ঘটনার পর সোশাল মিডিয়া থেকে বিদায় নিয়েছেন পৌলমী । একেবারে অন্তরালে রয়েছেন তিনি । মানসিকভাবে নিজেকে সামলে উঠতে উঠতে এবার এই কোরোনা হানা ।
খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন পৌলমী, কামনা করে ইটিভি ভারত ।