ETV Bharat / sitara

প্রকাশ্যে 'ভূতপরী'-র পোস্টার, মুখ্য চরিত্রে জয়া আহসান - Poster

'পেন্ডুলাম', 'লোডশেডিং' ও 'রেনবো জেলি'-র পর এবার 'ভূতপরী' নিয়ে আসছে পরিচালক সৌকর্য্য ঘোষাল । মুক্তি পেল ছবির পোস্টার । ছবিতে রয়েছেন জয়া আহসান, ঋত্বিক চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী ও শান্তিলাল মুখার্জি ।

ভূতপরী
author img

By

Published : Aug 24, 2019, 9:58 AM IST

কলকাতা : মুক্তি পেল সৌকর্য্য ঘোষাল পরিচালিত 'ভূতপরী'-র পোস্টার । ছবিতে জয়া আহসানকে মুখ্য চরিত্রে রেখেছেন পরিচালক । ছবির পোস্টারটি ডিজ়াইন করেছেন সৌরিশ মিত্র ।

পোস্টারে একটি গা ছমছমে পরিবেশ তৈরি করা হয়েছে । অভিনেত্রীর তাকানো, হাসি বেশ মায়াবি । পুরোনো বেনারসি পরে খোলা চুলে দর্শকের দিকেই তাকিয়ে রয়েছেন তিনি ।

ছবিতে অন্যান্য চরিত্রে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী ও শান্তিলাল মুখার্জি । ছবিটি প্রযোজনা করছে সুরিন্দর ফিল্মস প্রাইভেট লিমিটেড প্রযোজনা সংস্থা । উপস্থাপনা করছেন কোয়েল মল্লিক ।

'ভূতপরী' নিয়ে কথা বলতে গিয়ে পরিচালক বলেন, "এই গল্পটা বলার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছি । ছবিতে যারা অভিনয় করেছেন, তাঁদের সঙ্গেও কাজ করার জন্য অপেক্ষা করেছি অনেকদিন ধরে । ছবিটা আমার কাছে সাহসী স্বপ্নের মতো ।" পরিচালনার পাশাপাশি ছবির গল্প ও চিত্রনাট্যও লিখেছেন সৌকর্য্য ।

সৌকর্য্য ঘোষালের প্রথম ছবি 'পেন্ডুলাম' । তারপর তিনি বানিয়েছিলেন 'লোডশেডিং' । গতবছর মুক্তি পেয়েছিল তাঁর ফ্যান্টাসিভিত্তিক ছবি 'রেনবো জেলি' । অসম্ভব বাহবা কুড়িয়েছে ছবিটি, জিতে নিয়েছে পুরস্কারও । আশা করা যায় 'ভূতপরী'ও দর্শকদের মন জয় করবে।

কলকাতা : মুক্তি পেল সৌকর্য্য ঘোষাল পরিচালিত 'ভূতপরী'-র পোস্টার । ছবিতে জয়া আহসানকে মুখ্য চরিত্রে রেখেছেন পরিচালক । ছবির পোস্টারটি ডিজ়াইন করেছেন সৌরিশ মিত্র ।

পোস্টারে একটি গা ছমছমে পরিবেশ তৈরি করা হয়েছে । অভিনেত্রীর তাকানো, হাসি বেশ মায়াবি । পুরোনো বেনারসি পরে খোলা চুলে দর্শকের দিকেই তাকিয়ে রয়েছেন তিনি ।

ছবিতে অন্যান্য চরিত্রে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী ও শান্তিলাল মুখার্জি । ছবিটি প্রযোজনা করছে সুরিন্দর ফিল্মস প্রাইভেট লিমিটেড প্রযোজনা সংস্থা । উপস্থাপনা করছেন কোয়েল মল্লিক ।

'ভূতপরী' নিয়ে কথা বলতে গিয়ে পরিচালক বলেন, "এই গল্পটা বলার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছি । ছবিতে যারা অভিনয় করেছেন, তাঁদের সঙ্গেও কাজ করার জন্য অপেক্ষা করেছি অনেকদিন ধরে । ছবিটা আমার কাছে সাহসী স্বপ্নের মতো ।" পরিচালনার পাশাপাশি ছবির গল্প ও চিত্রনাট্যও লিখেছেন সৌকর্য্য ।

সৌকর্য্য ঘোষালের প্রথম ছবি 'পেন্ডুলাম' । তারপর তিনি বানিয়েছিলেন 'লোডশেডিং' । গতবছর মুক্তি পেয়েছিল তাঁর ফ্যান্টাসিভিত্তিক ছবি 'রেনবো জেলি' । অসম্ভব বাহবা কুড়িয়েছে ছবিটি, জিতে নিয়েছে পুরস্কারও । আশা করা যায় 'ভূতপরী'ও দর্শকদের মন জয় করবে।

Intro:জয়া আহসানকে নিজের ছবির কেন্দ্রীয় চরিত্র করেছেন পরিচালক সৌকর্য্য ঘোষাল। ছবির নাম ভূতপুরী। অন্যান্য চরিত্রে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী এবং শান্তিলাল মুখার্জি। সামনে এল ছবির প্রথম পোস্টার।


Body:ছবিটি প্রযোজনা করছে সুরিন্দর ফিল্মস প্রাইভেট লিমিটেড প্রযোজনা সংস্থা। এবং ছবিটি উপস্থাপনা করছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। ছবির পোস্টার ডিজাইন করেছেন সৌরিশ মিত্র।


Conclusion:ছবি সম্পর্কে পরিচালক সৌকর্য্য ঘোষাল বলেছেন, "এই গল্পটা বলার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছি। এই ছবিতে যাঁরা অভিনয় করেছেন, তাঁদের সঙ্গেও কাজ করার জন্য অপেক্ষা করেছি অনেকদিন ধরে। এই ছবিটা আমার কাছে সাহসী স্বপ্নের মতো। জয়া আহসান, ঋত্বিক চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী এবং শান্তিলাল মুখার্জির সঙ্গে এক নতুন যাত্রা শুরু হতে চলেছে।

ছবিটির সম্পাদক অর্ঘ্যকমল মিত্র, ছবির সিনেমাটোগ্রাফার আলোক মাইতি, আর্ট ডিরেক্টর আনন্দ আঢ্য, কস্টিউম করছেন পূজা চ্যাটার্জি, সংগীতের দায়িত্বে আছেন শ্রীরাম প্রসাদ এবং নবারুণ বোস, সাউন্ড ডিজাইন এবং মিক্স করেছেন অনিন্দিত রায় এবং আদিপ সিং মানকি। পরিচালনার পাশাপাশি এই ছবির গল্প, চিত্রনাট্য তৈরি করেছেন সৌকর্য্য ঘোষাল।

সৌকর্য্য ঘোষালের প্রথম ছবি 'পেন্ডুলাম'। তারপর তিনি বানিয়েছিলেন 'লোডশেডিং'। গত বছর মুক্তি পেয়েছিল সৌকর্য্য ঘোষালের রেনবো জেলি ছবিটি। সেই ছবিটিও ছিল ফ্যান্টাসিভিত্তিক। অসম্ভব বাহবা কুড়িয়েছে ছবিটি, জিতে নিয়েছে পুরস্কারও। আশা করা যায় 'ভূতপরী'ও দর্শকদের মন জয় করবে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.