ETV Bharat / sitara

Raj Kundra : সাইবার পুলিশের মামলায় বম্বে হাইকোর্টে সাময়িক স্বস্তি রাজ কুন্দ্রার - বম্বে হাইকোর্টের খবর

সাইবার পুলিশের মামলায় বম্বে হাইকোর্টে (Bombay High Court) সাময়িক স্বস্তি পেলেন শিল্পা শেট্টির স্বামী (Shilpa Shetty) রাজ কুন্দ্রা ৷ তাঁর গ্রেফতারিতে এক সপ্তাহের জন্য রক্ষাকবচ দিয়েছে আদালত ৷

Pornography case: Bombay High Court grants interim relief to Raj Kundra
সাইবার পুলিশের মামলায় বম্বে হাইকোর্টে সাময়িক স্বস্তি রাজ কুন্দ্রার
author img

By

Published : Aug 18, 2021, 2:20 PM IST

মুম্বই, 18 অগস্ট : ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে (Raj Kundra) সাময়িক স্বস্তি দিল বম্বে হাইকোর্ট (Bombay High Court) ৷ মুম্বই সাইবার পুলিশের দায়ের করা মামলায় আপাতত এক সপ্তাহের জন্য গ্রেফতার করা যাবে না শিল্পা শেট্টির (Shilpa Shetty) স্বামীকে ৷ ওই মামলায় রাজ আগাম জামিনের জন্য আবেদন জানিয়েছিলেন আদালতে ৷ বম্বে হাইকোর্ট সেই আবেদন গ্রহণ করে জানিয়েছে মামলার পরবর্তী শুনানি হবে 25 অগস্ট ৷

কয়েকটি অনলাইন প্ল্যাটফর্ম ওয়েব সিরিজের অংশ হিসেবে কিছু অশ্লীল ভিডিয়ো প্রকাশ করছে - এই অভিযোগ এনে 2020 সালে মুম্বই সাইবার পুলিশের দায়ের করা একটি মামলায় নাম জড়ায় রাজ কুন্দ্রার ৷ এই মামলায় আগাম জামিনের আবেদন নগর দায়রা আদালত গত মাসে খারিজ করে দেওয়ায় সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ কুন্দ্রা ৷ আবেদনে তিনি বলেছিলেন, গত বছর সাইবার পুলিশ যে এফআইআর দায়ের করেছে, তাতে তাঁর নাম নেই ৷ এই মামলার তদন্তে সহযোগিতার জন্য তিনি তদন্তকারী অফিসারকে সবিস্তার বয়ান ও নথি দিয়েছেন বলেও দাবি করেন রাজ কুন্দ্রা ৷

আরও পড়ুন: Pornography case: রাজ-রিয়ানের জামিনের আবেদন খারিজ বম্বে হাইকোর্টে

রাজ আরও জানিয়েছেন, 2020 সালের ফেব্রুয়ারি মাসে পরিচিত একজন তাঁকে আর্মসপ্রাইম মিডিয়া প্রাইভেড লিমিটেড নামে একটি উদ্যোগে বিনিয়োগ করার পরামর্শ দেন ৷ শিল্পীদের প্রতিভা তুলে ধরতে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম করা হবে বলে জানানো হয়েছিল ৷ এই ব্যবসা অনন্য ও ঠিকঠাক বলে মনে হওয়ায় তাতে বিনিয়োগ করেছিলেন বলে জানান শিল্পার হাবি ৷ 2019 সালে ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত নাকি তিনি এই কোম্পানির সঙ্গে ছিলেন ৷ তবে এর কনটেন্ট তৈরির ব্যাপারে তিনি কখনও সক্রিয় ভূমিকা নেননি বলে দাবি করেন রাজ ৷ এই মামলায় তাঁকে গ্রেফতারি থেকে আপাতত সুরক্ষাকবচ দিয়েছে বিচারপতি সন্দীপ কে শিণ্ডের সিঙ্গল বেঞ্চ ৷ মামলার পরবর্তী শুনানি হবে 25 অগস্ট ৷

আরও পড়ুন : Raj Kundra Shilpa Shetty: মিডিয়া ট্রায়ালে রুষ্ট শিল্পা ! রাজের অন্তর্বর্তী জামিনের শুনানি শনিবার

একই ধরনের অপর মামলায় বর্তমানে জেলেই রয়েছেন রাজ কুন্দ্রা ৷ পর্ন ফিল্ম তৈরি ও তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের দায়ের করা মামলায় হেফাজতে রয়েছেন তিনি ৷ কুন্দ্রা ও তাঁর সহযোগী রিয়ান থর্পকে রিমান্ডে রাখার যে নির্দেশ দিয়েছিল ম্যাজিস্ট্রেট আদালত, তাকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে জামিনের আবেদন করেছিলেন তাঁরা ৷ গত 7 অগস্ট সেই আবেদন খারিজ করে দেয় আদালত ৷ বম্বে হাইকোর্ট তার পর্যবেক্ষণে জানায়, নিম্ন আদালত ধৃতদের পুলিশ হেফাজতে রাখার যে নির্দেশ দিয়েছে, তাতে ভুল কিছু নেই ৷ পুলিশের তরফ থেকে জানানো হয়, রাজ কুন্দ্রার ল্য়াপটপ থেকে তারা নীল ছবির স্ক্রিপ্ট উদ্ধার করেছে ৷ তার মধ্যে যৌন বিষয়বস্তুও রয়েছে ৷ এমনকী, রাজ কুন্দ্রা তাঁর ল্যাপটপ থেকে বেশকিছু তথ্যপ্রমাণ মুছে ফেলার চেষ্টাও করেছেন বলে আদালতকে জানান তদন্তকারীরা ৷

আরও পড়ুন : Raj Kundra: শিল্পা-রাজকে ₹3 লাখ জরিমানা সেবির, শার্লিন চোপড়াকে যৌন হেনস্থার অভিযোগ

গত 27 জুলাই শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা ও তাঁর সহযোগী রিয়ান থর্পকে 14 দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় মুম্বইয়ের একটি আদালত ৷ তার আগে, গত 19 জুলাই পর্ন কাণ্ডে গ্রেফতার করা হয় পেশায় ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে ৷ একই ঘটনায় আরও 11 জনকে গ্রেফতার করে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ৷

মুম্বই, 18 অগস্ট : ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে (Raj Kundra) সাময়িক স্বস্তি দিল বম্বে হাইকোর্ট (Bombay High Court) ৷ মুম্বই সাইবার পুলিশের দায়ের করা মামলায় আপাতত এক সপ্তাহের জন্য গ্রেফতার করা যাবে না শিল্পা শেট্টির (Shilpa Shetty) স্বামীকে ৷ ওই মামলায় রাজ আগাম জামিনের জন্য আবেদন জানিয়েছিলেন আদালতে ৷ বম্বে হাইকোর্ট সেই আবেদন গ্রহণ করে জানিয়েছে মামলার পরবর্তী শুনানি হবে 25 অগস্ট ৷

কয়েকটি অনলাইন প্ল্যাটফর্ম ওয়েব সিরিজের অংশ হিসেবে কিছু অশ্লীল ভিডিয়ো প্রকাশ করছে - এই অভিযোগ এনে 2020 সালে মুম্বই সাইবার পুলিশের দায়ের করা একটি মামলায় নাম জড়ায় রাজ কুন্দ্রার ৷ এই মামলায় আগাম জামিনের আবেদন নগর দায়রা আদালত গত মাসে খারিজ করে দেওয়ায় সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ কুন্দ্রা ৷ আবেদনে তিনি বলেছিলেন, গত বছর সাইবার পুলিশ যে এফআইআর দায়ের করেছে, তাতে তাঁর নাম নেই ৷ এই মামলার তদন্তে সহযোগিতার জন্য তিনি তদন্তকারী অফিসারকে সবিস্তার বয়ান ও নথি দিয়েছেন বলেও দাবি করেন রাজ কুন্দ্রা ৷

আরও পড়ুন: Pornography case: রাজ-রিয়ানের জামিনের আবেদন খারিজ বম্বে হাইকোর্টে

রাজ আরও জানিয়েছেন, 2020 সালের ফেব্রুয়ারি মাসে পরিচিত একজন তাঁকে আর্মসপ্রাইম মিডিয়া প্রাইভেড লিমিটেড নামে একটি উদ্যোগে বিনিয়োগ করার পরামর্শ দেন ৷ শিল্পীদের প্রতিভা তুলে ধরতে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম করা হবে বলে জানানো হয়েছিল ৷ এই ব্যবসা অনন্য ও ঠিকঠাক বলে মনে হওয়ায় তাতে বিনিয়োগ করেছিলেন বলে জানান শিল্পার হাবি ৷ 2019 সালে ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত নাকি তিনি এই কোম্পানির সঙ্গে ছিলেন ৷ তবে এর কনটেন্ট তৈরির ব্যাপারে তিনি কখনও সক্রিয় ভূমিকা নেননি বলে দাবি করেন রাজ ৷ এই মামলায় তাঁকে গ্রেফতারি থেকে আপাতত সুরক্ষাকবচ দিয়েছে বিচারপতি সন্দীপ কে শিণ্ডের সিঙ্গল বেঞ্চ ৷ মামলার পরবর্তী শুনানি হবে 25 অগস্ট ৷

আরও পড়ুন : Raj Kundra Shilpa Shetty: মিডিয়া ট্রায়ালে রুষ্ট শিল্পা ! রাজের অন্তর্বর্তী জামিনের শুনানি শনিবার

একই ধরনের অপর মামলায় বর্তমানে জেলেই রয়েছেন রাজ কুন্দ্রা ৷ পর্ন ফিল্ম তৈরি ও তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের দায়ের করা মামলায় হেফাজতে রয়েছেন তিনি ৷ কুন্দ্রা ও তাঁর সহযোগী রিয়ান থর্পকে রিমান্ডে রাখার যে নির্দেশ দিয়েছিল ম্যাজিস্ট্রেট আদালত, তাকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে জামিনের আবেদন করেছিলেন তাঁরা ৷ গত 7 অগস্ট সেই আবেদন খারিজ করে দেয় আদালত ৷ বম্বে হাইকোর্ট তার পর্যবেক্ষণে জানায়, নিম্ন আদালত ধৃতদের পুলিশ হেফাজতে রাখার যে নির্দেশ দিয়েছে, তাতে ভুল কিছু নেই ৷ পুলিশের তরফ থেকে জানানো হয়, রাজ কুন্দ্রার ল্য়াপটপ থেকে তারা নীল ছবির স্ক্রিপ্ট উদ্ধার করেছে ৷ তার মধ্যে যৌন বিষয়বস্তুও রয়েছে ৷ এমনকী, রাজ কুন্দ্রা তাঁর ল্যাপটপ থেকে বেশকিছু তথ্যপ্রমাণ মুছে ফেলার চেষ্টাও করেছেন বলে আদালতকে জানান তদন্তকারীরা ৷

আরও পড়ুন : Raj Kundra: শিল্পা-রাজকে ₹3 লাখ জরিমানা সেবির, শার্লিন চোপড়াকে যৌন হেনস্থার অভিযোগ

গত 27 জুলাই শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা ও তাঁর সহযোগী রিয়ান থর্পকে 14 দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় মুম্বইয়ের একটি আদালত ৷ তার আগে, গত 19 জুলাই পর্ন কাণ্ডে গ্রেফতার করা হয় পেশায় ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে ৷ একই ঘটনায় আরও 11 জনকে গ্রেফতার করে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.