ETV Bharat / sitara

সোশাল মিডিয়ায় ছেলের নামে ভুয়ো অ্যাকাউন্ট না খোলার অনুরোধ রাজের - raj on fake account

ফেসবুকে ইউভানের ছবি পোস্ট করে রাজ লেখেন, "ইউভান এখন অনেক ছোটো । আমি অনুরোধ করছি ওর নামে প্লিজ ফেক অ্যাকাউন্ট খুলবেন না আর সকলকে রিকোয়েস্ট করছি প্লিজ এগুলোতে পার্টিসিপেট করবেন না । ধন্যবাদ ।"

asd
asd
author img

By

Published : Sep 15, 2020, 11:39 PM IST

কলকাতা : সোশাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট হওয়া কোনও নতুন বিষয় নয় । আর স্টারকিড হলে তো কোনও কথাই নেই । সোশাল মিডিয়ায় তার একাধিক ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করা হয় । আর এর হাত থেকে বাদ যায়নি পরিচালক রাজ চক্রবর্তীর একরত্তি ছেলে ইউভানও । ইতিমধ্যেই তাঁর নামে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি হয়ে গিয়েছে সোশাল মিডিয়ায় । সেখানে রাজ ও শুভশ্রীকে শুভেচ্ছাও জানাচ্ছেন অনেকেই । যদিও এই বিষয় একেবারেই পছন্দ নয় পরিচালকের ।

12 সেপ্টেম্বর ইউভানের জন্মের পরই ফ্যান ক্লাব 'লাভ ফর ইউভান' খোলা হয়েছে । সোশাল মিডিয়ায় খোলা হয়েছে অ্যাকাউন্টও । সেখানে আপলোড হয়েছে ছোট্ট ইউভানের একাধিক ছবি । অনেকেই হয়তো জানতেন না যে ওই অ্যাকাউন্টটি ভুয়ো । আর সেই কারণে সেখানে গিয়ে ছবিতে কমেন্টও করেন তাঁরা । এমনকী, রাজ ও শুভশ্রীকে শুভেচ্ছাও জানান কয়েকজন ।

রাজের পরিচিতরা অনেকেই আবার সেই অ্যাকাউন্টে গিয়ে লাইক ও কমেন্ট করে । আর তার মাধ্যমেই সেটা রাজের কাছে পৌঁছে যায় । যা মোটেই ভালো লাগেনি তাঁর । এরপর ফেসবুকে ইউভানের ছবি পোস্ট করে তিনি লেখেন, "ইউভান এখন অনেক ছোটো । আমি অনুরোধ করছি ওর নামে প্লিজ ফেক অ্যাকাউন্ট খুলবেন না আর সকলকে রিকোয়েস্ট করছি প্লিজ এগুলোতে পার্টিসিপেট করবেন না । ধন্যবাদ ।"

  • Yuvaan এখন অনেক ছোট। আমি অনুরোধ করছি ওর নামে প্লিজ fake account খুলবেন না আর সকলকে request করছি প্লিজ এগুলোতে participate করবেন না। ধন্যবাদ।

    Posted by Raj Chakraborty on Monday, 14 September 2020
" class="align-text-top noRightClick twitterSection" data="

Yuvaan এখন অনেক ছোট। আমি অনুরোধ করছি ওর নামে প্লিজ fake account খুলবেন না আর সকলকে request করছি প্লিজ এগুলোতে participate করবেন না। ধন্যবাদ।

Posted by Raj Chakraborty on Monday, 14 September 2020
">

Yuvaan এখন অনেক ছোট। আমি অনুরোধ করছি ওর নামে প্লিজ fake account খুলবেন না আর সকলকে request করছি প্লিজ এগুলোতে participate করবেন না। ধন্যবাদ।

Posted by Raj Chakraborty on Monday, 14 September 2020

কলকাতা : সোশাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট হওয়া কোনও নতুন বিষয় নয় । আর স্টারকিড হলে তো কোনও কথাই নেই । সোশাল মিডিয়ায় তার একাধিক ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করা হয় । আর এর হাত থেকে বাদ যায়নি পরিচালক রাজ চক্রবর্তীর একরত্তি ছেলে ইউভানও । ইতিমধ্যেই তাঁর নামে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি হয়ে গিয়েছে সোশাল মিডিয়ায় । সেখানে রাজ ও শুভশ্রীকে শুভেচ্ছাও জানাচ্ছেন অনেকেই । যদিও এই বিষয় একেবারেই পছন্দ নয় পরিচালকের ।

12 সেপ্টেম্বর ইউভানের জন্মের পরই ফ্যান ক্লাব 'লাভ ফর ইউভান' খোলা হয়েছে । সোশাল মিডিয়ায় খোলা হয়েছে অ্যাকাউন্টও । সেখানে আপলোড হয়েছে ছোট্ট ইউভানের একাধিক ছবি । অনেকেই হয়তো জানতেন না যে ওই অ্যাকাউন্টটি ভুয়ো । আর সেই কারণে সেখানে গিয়ে ছবিতে কমেন্টও করেন তাঁরা । এমনকী, রাজ ও শুভশ্রীকে শুভেচ্ছাও জানান কয়েকজন ।

রাজের পরিচিতরা অনেকেই আবার সেই অ্যাকাউন্টে গিয়ে লাইক ও কমেন্ট করে । আর তার মাধ্যমেই সেটা রাজের কাছে পৌঁছে যায় । যা মোটেই ভালো লাগেনি তাঁর । এরপর ফেসবুকে ইউভানের ছবি পোস্ট করে তিনি লেখেন, "ইউভান এখন অনেক ছোটো । আমি অনুরোধ করছি ওর নামে প্লিজ ফেক অ্যাকাউন্ট খুলবেন না আর সকলকে রিকোয়েস্ট করছি প্লিজ এগুলোতে পার্টিসিপেট করবেন না । ধন্যবাদ ।"

  • Yuvaan এখন অনেক ছোট। আমি অনুরোধ করছি ওর নামে প্লিজ fake account খুলবেন না আর সকলকে request করছি প্লিজ এগুলোতে participate করবেন না। ধন্যবাদ।

    Posted by Raj Chakraborty on Monday, 14 September 2020
" class="align-text-top noRightClick twitterSection" data="

Yuvaan এখন অনেক ছোট। আমি অনুরোধ করছি ওর নামে প্লিজ fake account খুলবেন না আর সকলকে request করছি প্লিজ এগুলোতে participate করবেন না। ধন্যবাদ।

Posted by Raj Chakraborty on Monday, 14 September 2020
">

Yuvaan এখন অনেক ছোট। আমি অনুরোধ করছি ওর নামে প্লিজ fake account খুলবেন না আর সকলকে request করছি প্লিজ এগুলোতে participate করবেন না। ধন্যবাদ।

Posted by Raj Chakraborty on Monday, 14 September 2020

এর আগে আরও একটি পোস্ট করেছিলেন রাজ । সেখানে অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছিলেন তিনি ।

" class="align-text-top noRightClick twitterSection" data="

🤗❤️🙏

Posted by Raj Chakraborty on Sunday, 13 September 2020
">

🤗❤️🙏

Posted by Raj Chakraborty on Sunday, 13 September 2020
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.