ETV Bharat / sitara

ট্যাটুতে ঢেকেছে শরীরী খাঁজ, বিকিনিতে হট কৃষ্ণা শ্রফ - কৃষ্ণা শ্রফ

বিকিনি পরা হট ছবি পোস্ট করলেন টাইগার শ্রফের বোন কৃষ্ণা শ্রফ ৷ সেই ছবি ইন্টারনেটে ভাইরাল হয়ে গিয়েছে ৷ হয়েছে লাইকের বন্যা ৷

ট্যাটুতে ঢেকেছে শরীরী খাঁজ, বিকিনিতে হট কৃষ্ণা শ্রফ
Pics Of Krishna Shroff, "Au Naturel", gets Viral
author img

By

Published : May 17, 2021, 4:40 PM IST

নয়াদিল্লি, 17 মে: ভাই টাইগার শ্রফের মতোই ফিটনেস ফ্রিক তাঁর বোন কৃষ্ণা শ্রফ ৷ মাঝেমধ্যেই ইনস্টাগ্রামে নজরকাড়া ছবি পোস্ট করেন ৷ আগুন জ্বালিয়ে দেন ইন্টারনেটে ৷ আবারও তাঁর ইনস্টাগ্রামের পাতায় জ্বালাময়ী এক ছবি পোস্ট করেছেন কৃষ্ণা ৷ স্বাভাবিক নিয়মেই সেই ছবি এখন ইন্টারনেটে ভাইরাল ৷

তাঁর বিকিনি পরা বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন কৃষ্ণা ৷ যেখানে ফুটে উঠেছে তাঁর শরীরের প্রতিটি খাঁজ ও তাতে আঁকা এক গুচ্ছ ট্যাটু ৷ ক্যাপশনে একটি ফরাসি টার্ম ব্যবহার করেছেন টাইগারের বোন ৷ লিখেছেন, "অও ন্যাচরেল ৷" যার অর্থ প্রাকৃতিক অবস্থায় ৷ এই ছবি পোস্ট করতেই লাইক ও কমেন্টের বন্যা শুরু হয়েছে ৷

আরও পড়ুন: করোনা পেয়ার হ্যায় ! পজ়িটিভ কুন্দ্রার সঙ্গে রোম্যান্টিক মুডে শিল্পা

কৃষ্ণা শ্রফের ছবিতে ফায়ার ইমোজি দিয়েছেন তাঁর গুণমুগ্ধ ও টাইগার শ্রফের চর্চিত গার্লফ্রেন্ড দিশা পাটানি ৷ কর্মক্ষেত্রে টাইগার শ্রফের সঙ্গে একটি মিক্সড মার্শাল আর্টস স্টুডিয়ো চালান কৃষ্ণা শ্রফ ৷ ম্যাট্রিক্স ফাইট নাইটেরও প্রতিষ্ঠাতাও জ্যাকি শ্রফ ও আয়েশার কন্যা ৷

নয়াদিল্লি, 17 মে: ভাই টাইগার শ্রফের মতোই ফিটনেস ফ্রিক তাঁর বোন কৃষ্ণা শ্রফ ৷ মাঝেমধ্যেই ইনস্টাগ্রামে নজরকাড়া ছবি পোস্ট করেন ৷ আগুন জ্বালিয়ে দেন ইন্টারনেটে ৷ আবারও তাঁর ইনস্টাগ্রামের পাতায় জ্বালাময়ী এক ছবি পোস্ট করেছেন কৃষ্ণা ৷ স্বাভাবিক নিয়মেই সেই ছবি এখন ইন্টারনেটে ভাইরাল ৷

তাঁর বিকিনি পরা বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন কৃষ্ণা ৷ যেখানে ফুটে উঠেছে তাঁর শরীরের প্রতিটি খাঁজ ও তাতে আঁকা এক গুচ্ছ ট্যাটু ৷ ক্যাপশনে একটি ফরাসি টার্ম ব্যবহার করেছেন টাইগারের বোন ৷ লিখেছেন, "অও ন্যাচরেল ৷" যার অর্থ প্রাকৃতিক অবস্থায় ৷ এই ছবি পোস্ট করতেই লাইক ও কমেন্টের বন্যা শুরু হয়েছে ৷

আরও পড়ুন: করোনা পেয়ার হ্যায় ! পজ়িটিভ কুন্দ্রার সঙ্গে রোম্যান্টিক মুডে শিল্পা

কৃষ্ণা শ্রফের ছবিতে ফায়ার ইমোজি দিয়েছেন তাঁর গুণমুগ্ধ ও টাইগার শ্রফের চর্চিত গার্লফ্রেন্ড দিশা পাটানি ৷ কর্মক্ষেত্রে টাইগার শ্রফের সঙ্গে একটি মিক্সড মার্শাল আর্টস স্টুডিয়ো চালান কৃষ্ণা শ্রফ ৷ ম্যাট্রিক্স ফাইট নাইটেরও প্রতিষ্ঠাতাও জ্যাকি শ্রফ ও আয়েশার কন্যা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.