কলকাতা : ছবির শুটিং নিয়ে উষা উত্থুপ আপাতত ভীষণ ব্যস্ত। ETV ভারত সিতারা থেকে উষা উত্থুপকে যোগাযোগ করা হলে, তিনি সেই কথাই জানালেন। বললেন, " আমি এখন শটের মধ্যে রয়েছি।"
'ফিল্টার কফি লিকার চা' ছবিটি একজন বাঙালি মেয়ে এবং এক দক্ষিণ ভারতীয় ছেলের প্রেমকে কেন্দ্র করে। বাঙালি মেয়েকে সিম্বলাইজ় করছে লিকার চা ও দক্ষিণ ভারতীয় ছেলের জন্য ফিল্টার কফি। ছবিতে এক তামিল মহিলার চরিত্রে অভিনয় করছেন উষা উত্থুপ। ছবির মেল লিড অর্থাৎ নিশান কে পি নানাইয়ার মাতৃস্থানীয় এক চরিত্র উষা। অন্য়দিকে বাঙালি মেয়েটির চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা সরকার।
এর আগেও রুপোলি পর্দায় অভিনয় করতে দেখা গিয়েছে উষা উত্থুপকে। বাংলা, তামিল, মালায়লাম, হিন্দি, ইংরেজি কন্নড় ভাষার ছবিতে অভিনয় করেছেন তিনি। নাম ভূমিকায় অভিনয় করেছেন রক অন 2, বো ব্যারাকস ফরএভার, বম্বে টু গোয়া-র মতো ছবিতে। হাসিখুশি মন মাতানো গায়িকা হিসেবে তিনি তো দর্শকদের কাছের মানুষ ছিলেনই। সাবলীল অভিনয়ের জন্যও তিনি সমান গ্রহণযোগ্যতা অর্জন করেছেন।