কলকাতা, 20 জানুয়ারি: অবলম্বন, স্মৃতি, সম্পর্ক, ভালবাসার গল্প নিয়ে আসছে স্বল্প সময়ের বাংলা ছবি 'সন্দেশ'(short film Sandesh)। জুটি বাঁধবেন পায়েল দে (Payel De as editor) এবং বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় ।
পরিচালক জয় রায় বানালেন স্বল্প সময়ের ছবি 'সন্দেশ'। পরিচালকের কথায়, "এই ছবি জীবনটাকে জীবনের মতো করে চুটিয়ে বাঁচার স্বপ্ন দেখায় । ছবির অন্যতম চরিত্র, নন্দিতার জীবনের সঙ্গে আষ্টেপৃষ্টে জড়িয়ে থাকা তার অতীতই কী ভাবে তাকে আগামী দিনে এগিয়ে যাওয়ার তাগিদ জোগায়, সেই নিয়েই দানা বেঁধেছে সন্দেশের গল্প । ছবির মূল বক্তব্য, জীবনটা অনেকটা সন্দেশের মতো; সময় থাকতেই তার সবটুকু স্বাদ চেটেপুটে নিয়ে নেওয়া উচিত ।
সন্দেশে একজন পত্রিকা সম্পাদকের ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী পায়েল দে-কে । পরিচালক জয় রায়ের কাছ থেকেই 'সোনা রোদের গান' ধারাবাহিকের শুট চলাকালীন ডাক পান তিনি । চরিত্রের নাম নন্দিতা । স্বামী আর শাশুড়িকে নিয়ে সংসার নন্দিতার । স্বামীর চরিত্রে বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় । পায়েল এবং বিশ্বরূপ দুজনেই বাংলা ধারাবাহিকের জনপ্রিয় মুখ । পায়েল কাজ করছেন ওয়েব সিরিজেও । বিশ্বরূপের শেষ ধারাবাহিক 'দুর্গা দুর্গেশ্বরী'। এর আগে 'শ্রী চৈতন্য মহাপ্রভু', 'গুরুদক্ষিণা', 'গোপাল ভাঁড়' ধারাবাহিকে অভিনয় করেছেন । এ ছাড়াও রয়েছে আরও কয়েকটি কাজ । বড় পর্দায় '61 গড়পাড় লেন'-এ অভিনয় করেন বিশ্বরূপ ।
আরও পড়ুন: Haar Mana Haar: সোহমের বিপরীতে পায়েল-আয়ূষী, জোড়া নায়িকার সঙ্গে রসায়ন কেমন জমবে?
বিশ্বরূপ (Bishwarup Bandyopadhyay in short film) এ দিন ইটিভি ভারতকে জানান, "অনেকে 'সন্দেশ'কে বড় পর্দার ছবি ভাবছেন । আসলে এটা একটা শর্ট ফিল্ম । একটি ইউটিউব চ্যানেলে আসবে । দুটো মানুষের সম্পর্কের গল্প বলে । খুব সুন্দর গল্পটা । এর বেশি বলব না । একেই স্বল্প সময়ের । বলে দিলে দেখার ইচ্ছা উবে যাবে । দেখলে ভাল লাগবে ।"
পায়েল (Payel De in Sandesh) বেশ কিছুদিন আগেই শেষ করেছেন 'দেশের মাটি' ধারাবাহিক । সেখানে উজ্জয়িনী নামে এক দুঁদে সাংবাদিকের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে । এ বার সেই সাংবাদিক সম্পাদকের ভূমিকায় । প্রসঙ্গত, সম্প্রতি আর্টিস্ট ফোরামের এগজিকিউটিভ বডির সদস্য হয়েছেন পায়েল দে । সন্দেশে তাঁর চরিত্রের কথা বলতে গিয়ে পায়েল ইটিভি ভারতকে জানান, "সম্পর্ক নিয়ে তৈরি সন্দেশ । আমি, মানে নন্দিতা সদ্য নিউজ পোর্টালের এডিটর হয়েছি । স্বামীর সঙ্গে সম্পর্কটা অদ্ভুত । ভাল সম্পর্ক আবার টানাপোড়েনও আছে । তিনটে মানুষ নিয়ে শর্ট ফিল্ম সন্দেশ । আমি, বিশ্বরূপ আর সুজাতা দি রয়েছি । সুজাতা দি আমার শাশুড়ির চরিত্রে । পরিচালক জয় পেশায় কস্টিউম ডিজাইনার ৷ এটা বোধহয় পরিচালক হিসেবে ওঁর দ্বিতীয় কাজ । খুব চ্যালেঞ্জিং চরিত্র নন্দিতা । টেলিভিশনে সাংবাদিকের চরিত্র করেছি । এ বার সম্পাদক । দায়িত্বটা বেশি বলা যায় । আশা করি সবার ভাল লাগবে সন্দেশ ।"
দিন কয়েক আগেই শেষ হয়েছে 'সন্দেশ'-এর শুটিং । আসবে ইউটিউব প্ল্যাটফর্মে ।