কলকাতা, 2 জানুয়ারি : শিয়রে করোনার তৃতীয় ঢেউ ৷ লাফিয়ে বাড়তে থাকা সংক্রমণে রাশ টানতে সোমবার থেকে রাজ্যে ফের চালু হচ্ছে বিধিনিষেধ ৷ তার আগে টলিপাড়ায় ফের মারণ ভাইরাসের থাবা ৷ বছর ঘুরতে না ঘুরতে আবারও করোনায় আক্রান্ত হলেন অভিনেত্রী পার্নো মিত্র (Parno Mittra tests Covid positive for second time)) ৷ কাজে এল না ভ্যাকসিনের ডাবল ডোজ ৷
রবিবার সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়ে অভিনেত্রী লেখেন, "আমি সকলের সঙ্গে একটা বিষয় শেয়ার করে নিতে চাই ৷ আমি ফের করোনায় আক্রান্ত হয়েছি ৷ মৃদু উপসর্গ রয়েছে ৷ আপাতত নিভৃতবাসে রয়েছি আমি ৷ গত 3 দিনে যে বা যারা আমার সংস্পর্শে এসেছিলেন, দয়া করে নিভৃতবাসে থাকুন ৷"
একইসঙ্গে নিরাপদে থাকা এবং মাস্ক পরিধানের বিষয়ে কোনওরকম ঢিলেমি না করার পরামর্শ দিয়েছেন 'রঞ্জনা আমি আর আসব না' অভিনেত্রী ৷ এর আগে গতবছর এপ্রিলে মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন টলি অভিনেত্রী ৷ গতকালই করোনা আক্রান্ত হয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এবং সুরকার জিৎ গঙ্গোপাধ্যায় (Srijit Mukherjee and Jeet Gannguli tested Covid positive yesterday) ৷ পরদিনই পার্নোর আক্রান্ত হওয়ার খবর উদ্বেগ যে আরও বাড়ল, তাতে সন্দেহ নেই ৷
আরও পড়ুন : Srijit Mukherji And Jeet Gannguli Test Covid Positive : করোনা আক্রান্ত পরিচালক সৃজিত ও সুরকার জিৎ
সামাজিক যোগাযোগ মাধ্যমে শনিবার তাঁর করোনা আক্রান্ত হওয়ার খবর শেয়ার করেছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ৷ গত 72 ঘণ্টায় তাঁর সংস্পর্শে আসা প্রত্যেককে করোনা পরীক্ষা করিয়ে নেওয়ারও পরামর্শ দিয়েছিলেন তিনি ৷ করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়ে একই পথে হাঁটেন জিৎ গঙ্গোপাধ্যায়ও ৷