ETV Bharat / sitara

Bonbibi: পার্নোর সঙ্গে রসায়ন একুশের আর্যের, শুটিং শুরু বনবিবির - আর্য দাশগুপ্ত

শহুরে আর্যকে গ্রামীণ হিমন হয়ে উঠতে অনেক বকাঝকা শুনতে হচ্ছে ৷ রাজদীপ ঘোষের 'বনবিবি' (Bonbibi) ছবির শুটিং-এর সময় এ কথা জানালেন আর্য দাশগুপ্ত (Arya Dasgupta)৷ এই ছবিতে রয়েছেন পার্নো মিত্র (Parno Mitra) ৷

parno mitra and Arya Dasgupta's film Bonbibi's shooting started
পার্নোর সঙ্গে রসায়ন একুশের আর্যের, শুটিং শুরু বনবিবির
author img

By

Published : Nov 10, 2021, 7:32 PM IST

Updated : Nov 11, 2021, 10:30 PM IST

কলকাতা, 10 নভেম্বর : পরিচালক রাজদীপ ঘোষ বানাচ্ছেন 'বনবিবি' (Bonbibi)। সুন্দরবনের প্রেক্ষাপটে তৈরি হচ্ছে এই ছবি । চলছে ছবির শুটিং ।

হিন্দু-মুসলিম নির্বিশেষে বনবিবির পুজো করে সবাই । আর এ বার সেই দেবীরই আগমন ঘটতে চলেছে বড় পর্দায় । সুন্দরবনের প্রেক্ষাপটে নির্মীয়মাণ এই ছবিতে জুটি বাঁধছেন পার্নো মিত্র (Parno Mitra) এবং একুশ বছর বয়সি আর্য দাশগুপ্ত (Arya Dasgupta)। না, তাঁরা স্বামী-স্ত্রীর ভূমিকায় নেই । তাঁদের জুটি বাঁধার গল্পে আছে অন্য ফ্লেভার ।

আর্য ইটিভি ভারতকে জানিয়েছেন, "দর্শক একেবারে আমাকে অন্য ইমেজে পাবে এই ছবিতে । আর্য একজন শহুরে ছেলে । আর গল্পের চরিত্র হিমন এক গ্রামীণ ছেলে । দু'জনের মধ্যে বিস্তর ফারাক । নিজের মধ্যে আউট অ্যান্ড আউট পরিবর্তন ঘটাতে আমাকে সাহায্য করেছেন ছবির পরিচালক রাজদীপ ঘোষ । শহুরে আর্যকে গ্রামীণ হিমন হয়ে উঠতে অনেক বকাঝকা শুনতে হয়েছে । এমনকী গালাগাল দিতেও ছাড়েননি । আর সেটাই আমার জন্য আশীর্বাদ হয়েছে । পার্নোদি খুব দক্ষ একজন অভিনেত্রী । আমাকে খুব সাপোর্ট করছেন । এর আগেও পার্নোদি নানা শেডের অফবিট চরিত্রে অভিনয় করেছেন । কিন্তু আমি এই প্রথম এই জাতীয় চরিত্রে । লুকটাও অন্য রকম । নিজেকেই নিজে চিনতে পারছি না । আরও দুটো কমার্শিয়াল ছবি খুব তাড়াতাড়িই আসছে । তার মধ্যে একটা 'প্রথম বারের প্রথম দেখা'।"

আর্য আরও বলেছেন, "'বনবিবি' ছবিতে আমার অনেকগুলো লুক আছে । একটা রিভিল হয়েছে । সব মিলিয়ে ছবিটার দৌলতে আলাদা এক্সপেরিয়েন্স হচ্ছে আমার । অনেক কিছু শিখছি । আশা রাখি, আমি ফ্লেক্সিবেল আর্টিস্ট হতে পারব এ বার । চরিত্রে আমি একজন গ্রামের ছেলে । এ দিক ও দিকে ঘুরে বেড়াই । অল্পবয়সি বিধবার প্রেমে পড়ে । সেই বিধবার চরিত্রে পার্নোদি । অন্য রসায়ন দেখবে সবাই আমাদের । আমি তো পার্নোদি'র থেকে অনেকটাই ছোট । আমার বয়স একুশ । পার্নোদি একদিন সেটে এসে আমার বয়স শুনে বলছেন, আর এক বছর আগে এই কাজটা হলেই তো আর্য নাবালক ছিল । তবে, স্ক্রিনে আমাদের নাকি খুব মানিয়েছে বলছে সবাই । এটাই বড় পাওয়া ।"

parno mitra and Arya Dasgupta's film Bonbibi's shooting started
পার্নোর সঙ্গে আর্য

আরও পড়ুন: Nawab Malik: মুম্বইয়ে আন্ডারওয়ার্ল্ডের বাড়বাড়ন্ত নিয়ে 'হাইড্রোজেন বোমা' নবাবের, ফুলঝুরি বলল বিজেপি

গল্পের দিকে তাকালে দেখা যাবে, সুন্দরবনের জীবিকা হল হয় মধু সংগ্রহ নয়তো মাছ ধরা । এমনই দুটি কাজ যেখানে পদে পদে বিপদ । এই অঞ্চলের মানুষের কাছে পুজিতা দেবী হলেন নারীশক্তি, বনবিবি । স্থানীয়দের বিশ্বাস, এই দেবীকে পুজো করে তুষ্ট রাখতে পারলেই নাকি তিনি জেলে ও মৌয়ালদের বিপদ থেকে রক্ষা করেন । সেই প্রচলিত লোককথাকেই কেন্দ্রে রেখে ছবি বানাচ্ছেন পরিচালক রাজদীপ ঘোষ । সংলাপ লিখছেন অন্নপূর্ণা বসু ও রোহিত সৌম্য । ‘বনবিবি’-র প্রযোজনায় সায়নদীপ ধর । সুন্দরবন এবং তার সংলগ্ন অঞ্চলে চলছে ‘বনবিবি’-র শুটিং ।

আরও পড়ুন: Poonam Pandey: স্বামীর মারে হাসপাতালে পুনম পান্ডে ! গ্রেফতার স্যাম বম্বে

ছবিতে পার্নো একজন বিধবা, থুড়ি ‘বাঘ-বিধবা’। নাম রেশম । বছর তিনেক আগে জীবিকার কাজে বাইরে গিয়েছিল রেশমের স্বামী । আর ফেরেনি । শোনা যায়, তার স্বামীকে বাঘে খেয়েছে । তার মৃতদেহ খুঁজে পাওয়া যায়নি । পেটের দায়ে সুন্দরবন এলাকাতেই গাইডের কাজ করে রেশম । পর্যটকদের সুন্দরবন ও তার পার্শ্ববর্তী অঞ্চল ঘুরে দেখায় সে । গল্পে রেশমের জীবনে সংগ্রাম রয়েছে, রয়েছে প্রেম । একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সোহিনী সরকার ।

আরও পড়ুন: Madan Mitra: সুন্দরীদের হাত ধরে ব়্যাম্পে হাঁটলেন 'কালারফুল' মদন

উল্লেখ্য, বনবিবির যাত্রাপালায় গানের আধিপত্য রয়েছে । তাই ছবির মিউজিকেও রয়েছে চমক । সুরকার সৌম্যদীপ শিকদার । তিনি নিজেও এই ছবিতে গান গাইবেন বলে সূত্রের খবর । এ ছাড়াও গান গাইবেন সোমলতা আচার্য চৌধুরী, সাহানা বাজপেয়ী ।

এর আগে প্রিয়াঙ্কা সরকার ও সোহম চক্রবর্তীকে নিয়ে 'কলকাতার হ্যারি' ছবিটি পরিচালনা করেছিলেন রাজদীপ । এ বার একেবারে অন্য ঘরানার ছবি বানাতে চলেছেন তিনি ।

আরও পড়ুন: Nusrat Faria : বাবা যাদবের হাত ধরে 'হাবিবি'র খোঁজে নুসরত ফারিয়া

কলকাতা, 10 নভেম্বর : পরিচালক রাজদীপ ঘোষ বানাচ্ছেন 'বনবিবি' (Bonbibi)। সুন্দরবনের প্রেক্ষাপটে তৈরি হচ্ছে এই ছবি । চলছে ছবির শুটিং ।

হিন্দু-মুসলিম নির্বিশেষে বনবিবির পুজো করে সবাই । আর এ বার সেই দেবীরই আগমন ঘটতে চলেছে বড় পর্দায় । সুন্দরবনের প্রেক্ষাপটে নির্মীয়মাণ এই ছবিতে জুটি বাঁধছেন পার্নো মিত্র (Parno Mitra) এবং একুশ বছর বয়সি আর্য দাশগুপ্ত (Arya Dasgupta)। না, তাঁরা স্বামী-স্ত্রীর ভূমিকায় নেই । তাঁদের জুটি বাঁধার গল্পে আছে অন্য ফ্লেভার ।

আর্য ইটিভি ভারতকে জানিয়েছেন, "দর্শক একেবারে আমাকে অন্য ইমেজে পাবে এই ছবিতে । আর্য একজন শহুরে ছেলে । আর গল্পের চরিত্র হিমন এক গ্রামীণ ছেলে । দু'জনের মধ্যে বিস্তর ফারাক । নিজের মধ্যে আউট অ্যান্ড আউট পরিবর্তন ঘটাতে আমাকে সাহায্য করেছেন ছবির পরিচালক রাজদীপ ঘোষ । শহুরে আর্যকে গ্রামীণ হিমন হয়ে উঠতে অনেক বকাঝকা শুনতে হয়েছে । এমনকী গালাগাল দিতেও ছাড়েননি । আর সেটাই আমার জন্য আশীর্বাদ হয়েছে । পার্নোদি খুব দক্ষ একজন অভিনেত্রী । আমাকে খুব সাপোর্ট করছেন । এর আগেও পার্নোদি নানা শেডের অফবিট চরিত্রে অভিনয় করেছেন । কিন্তু আমি এই প্রথম এই জাতীয় চরিত্রে । লুকটাও অন্য রকম । নিজেকেই নিজে চিনতে পারছি না । আরও দুটো কমার্শিয়াল ছবি খুব তাড়াতাড়িই আসছে । তার মধ্যে একটা 'প্রথম বারের প্রথম দেখা'।"

আর্য আরও বলেছেন, "'বনবিবি' ছবিতে আমার অনেকগুলো লুক আছে । একটা রিভিল হয়েছে । সব মিলিয়ে ছবিটার দৌলতে আলাদা এক্সপেরিয়েন্স হচ্ছে আমার । অনেক কিছু শিখছি । আশা রাখি, আমি ফ্লেক্সিবেল আর্টিস্ট হতে পারব এ বার । চরিত্রে আমি একজন গ্রামের ছেলে । এ দিক ও দিকে ঘুরে বেড়াই । অল্পবয়সি বিধবার প্রেমে পড়ে । সেই বিধবার চরিত্রে পার্নোদি । অন্য রসায়ন দেখবে সবাই আমাদের । আমি তো পার্নোদি'র থেকে অনেকটাই ছোট । আমার বয়স একুশ । পার্নোদি একদিন সেটে এসে আমার বয়স শুনে বলছেন, আর এক বছর আগে এই কাজটা হলেই তো আর্য নাবালক ছিল । তবে, স্ক্রিনে আমাদের নাকি খুব মানিয়েছে বলছে সবাই । এটাই বড় পাওয়া ।"

parno mitra and Arya Dasgupta's film Bonbibi's shooting started
পার্নোর সঙ্গে আর্য

আরও পড়ুন: Nawab Malik: মুম্বইয়ে আন্ডারওয়ার্ল্ডের বাড়বাড়ন্ত নিয়ে 'হাইড্রোজেন বোমা' নবাবের, ফুলঝুরি বলল বিজেপি

গল্পের দিকে তাকালে দেখা যাবে, সুন্দরবনের জীবিকা হল হয় মধু সংগ্রহ নয়তো মাছ ধরা । এমনই দুটি কাজ যেখানে পদে পদে বিপদ । এই অঞ্চলের মানুষের কাছে পুজিতা দেবী হলেন নারীশক্তি, বনবিবি । স্থানীয়দের বিশ্বাস, এই দেবীকে পুজো করে তুষ্ট রাখতে পারলেই নাকি তিনি জেলে ও মৌয়ালদের বিপদ থেকে রক্ষা করেন । সেই প্রচলিত লোককথাকেই কেন্দ্রে রেখে ছবি বানাচ্ছেন পরিচালক রাজদীপ ঘোষ । সংলাপ লিখছেন অন্নপূর্ণা বসু ও রোহিত সৌম্য । ‘বনবিবি’-র প্রযোজনায় সায়নদীপ ধর । সুন্দরবন এবং তার সংলগ্ন অঞ্চলে চলছে ‘বনবিবি’-র শুটিং ।

আরও পড়ুন: Poonam Pandey: স্বামীর মারে হাসপাতালে পুনম পান্ডে ! গ্রেফতার স্যাম বম্বে

ছবিতে পার্নো একজন বিধবা, থুড়ি ‘বাঘ-বিধবা’। নাম রেশম । বছর তিনেক আগে জীবিকার কাজে বাইরে গিয়েছিল রেশমের স্বামী । আর ফেরেনি । শোনা যায়, তার স্বামীকে বাঘে খেয়েছে । তার মৃতদেহ খুঁজে পাওয়া যায়নি । পেটের দায়ে সুন্দরবন এলাকাতেই গাইডের কাজ করে রেশম । পর্যটকদের সুন্দরবন ও তার পার্শ্ববর্তী অঞ্চল ঘুরে দেখায় সে । গল্পে রেশমের জীবনে সংগ্রাম রয়েছে, রয়েছে প্রেম । একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সোহিনী সরকার ।

আরও পড়ুন: Madan Mitra: সুন্দরীদের হাত ধরে ব়্যাম্পে হাঁটলেন 'কালারফুল' মদন

উল্লেখ্য, বনবিবির যাত্রাপালায় গানের আধিপত্য রয়েছে । তাই ছবির মিউজিকেও রয়েছে চমক । সুরকার সৌম্যদীপ শিকদার । তিনি নিজেও এই ছবিতে গান গাইবেন বলে সূত্রের খবর । এ ছাড়াও গান গাইবেন সোমলতা আচার্য চৌধুরী, সাহানা বাজপেয়ী ।

এর আগে প্রিয়াঙ্কা সরকার ও সোহম চক্রবর্তীকে নিয়ে 'কলকাতার হ্যারি' ছবিটি পরিচালনা করেছিলেন রাজদীপ । এ বার একেবারে অন্য ঘরানার ছবি বানাতে চলেছেন তিনি ।

আরও পড়ুন: Nusrat Faria : বাবা যাদবের হাত ধরে 'হাবিবি'র খোঁজে নুসরত ফারিয়া

Last Updated : Nov 11, 2021, 10:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.