ETV Bharat / sitara

Sedin Kuasha chilo: নাতনির সঙ্গে এক ফ্রেমে পরাণ, আসছে অর্ণব মিদ্যার ‘সেদিন কুয়াশা ছিল’ - পরাণ বন্দ্যোপাধ্যায়ের নাতনি

নাতনির সঙ্গে এক ফ্রেমে ধরা দেবেন পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Bandopadhyay shares screen with granddaughter) ৷ আসছে অর্ণব মিদ্যার (Arnab Midya's film) অ্যান্থলজি সেদিন কুয়াশা ছিল (Sedin Kuasha chilo)৷

paran-bandopadhyay-shares-screen-with-granddaughter-in-arnab-midyas-sedin-kuasha-chilo
নাতনির সঙ্গে এক ফ্রেমে পরাণ, আসছে অর্ণব মিদ্যার সেদিন কুয়াশা ছিল
author img

By

Published : Mar 20, 2022, 12:51 PM IST

কলকাতা, 20 মার্চ: 'অন্দরকাহিনী' বহুল প্রশংসিত হওয়ার পর এ বার একটি অ্যান্থলজিতে হাত দিয়েছেন পরিচালক অর্ণব মিদ্যা (Arnab Midya's film)। ছবির নাম 'সেদিন কুয়াশা ছিল' (Sedin Kuasha chilo)।

এই ছবির হাত ধরেই ফিল্মে ডেবিউ করছেন পরাণ বন্দ্যোপাধ্যায়ের নাতনি পৃথা বন্দ্যোপাধ্যায় (Paran Bandopadhyay shares screen with granddaughter)। পরাণ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী'র চরিত্রে থাকছেন লিলি চক্রবর্তী । থাকছেন 'রসগোল্লা' খ্যাত অবন্তিকা বিশ্বাস, সায়ন্তনী গুহঠাকুরতা এবং জিতু কমল-সহ আরও অনেকে ।

পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Bandopadhyay film) অভিনীত সাম্প্রতিকতম বাংলা ছবি 'টনিক' ভালই খেল দেখিয়েছে বক্স অফিসে । 20 মার্চ বাংলা টেলিভিশনের পর্দায় এই ছবি সম্প্রচারিত হবে বলেও জানা গিয়েছে । এখানে পরাণ বন্দ্যোপাধ্যায় ঠিক কেমন চরিত্রে জানা যায়নি এখনও । তবে তিনি মানেই তো অন্য রকমের কিছু ভাল । তাই দর্শক অপেক্ষা করবে তাঁর নয়া অবতার দেখার জন্য, তা বলা বাহুল্য ।

আরও পড়ুন: Dev And Others On Tonic : পরাণদার জন্য টিভিতে দেখতে হবে 'টনিক', বললেন দেব

এ বার আসি ক্লাস টু-এর পৃথার কথায় । সে নাকি খুব ভাল কপি করতে পারে অন্যকে । নিজের নাটকের স্ক্রিপ্ট নিজেই তৈরি করে । আবার নাচও করে । দাদু নাটকের ক্লাস করান । সে বসে বসে দেখে । এরপর দাদু দোতলায় গেলে সেগুলো সে দাদুকে করে দেখায় । এ হেন পৃথাকে পরাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছবি নিয়ে কথা বলতে গিয়ে দেখে ফেলেন অর্ণব মিদ্যা । টরটরি পৃথাকে মনে ধরে পরিচালকের । এই ছবিতেও পৃথার বয়সি একটি মেয়ের চরিত্র রয়েছে । তাই পরাণ বন্দ্যোপাধ্যায়কে বলেন, যদি তাঁর এবং পৃথার বাবা-মায়ের কোনও অসুবিধা না থাকে তা হলে একবার পৃথার টেস্ট নেবেন । এরপর টেস্ট হয় এবং চরিত্রটির জন্য পৃথা সিলেক্টেড হয় ।

শুটিং শুরু হয়েছে সম্প্রতি । পরিচালক অর্ণব মিদ্যা বলেন, "অন্দরকাহিনীর পর ঠিক করেছিলাম এমন ছবি বানাব যেটা মানুষের মনে দাগ কেটে যাবে । এই ছবিটি তিনটি গল্পের মিশেলে তৈরি । একটার সঙ্গে আরেকটার যোগসূত্র আছে । জিতু আর সায়ন্তনীকে এখানে স্বামী-স্ত্রীর চরিত্রে পাওয়া যাবে । পরাণ বন্দ্যোপাধ্যায় আর লিলি চক্রবর্তীর ছেলে জিতু । তাদের মেয়ে পৃথা মানে পরাণ জেঠুর আসল নাতনি । সে ডেবিউ করছে এই ছবিতে । একটি ক্যামিয়ো রোলে আছেন অবন্তিকা । শুটিং শুরু হলেও বাকি আছে আরও অনেক কাজ । গল্পে সাসপেন্স আছে ।"

আরও পড়ুন: Holi Celebration in Didi no 1: 'দিদি নম্বর ওয়ান' তারকা জুটিরা রং ও গল্প গানে মাতাবে দোল পর্ব

ছবির সিনেমাটোগ্রাফি করেছেন মনোজ কর্মকার । সম্পাদনায় অনির্বাণ মাইতি । সঙ্গীত পরিচালনায় রণজয় ভট্টাচার্য । মেক আপে মহম্মদ ইউনুস । প্রযোজনায় 'স্যান্ড এআরসি মিডিয়া প্রোডাকশন'।

কলকাতা, 20 মার্চ: 'অন্দরকাহিনী' বহুল প্রশংসিত হওয়ার পর এ বার একটি অ্যান্থলজিতে হাত দিয়েছেন পরিচালক অর্ণব মিদ্যা (Arnab Midya's film)। ছবির নাম 'সেদিন কুয়াশা ছিল' (Sedin Kuasha chilo)।

এই ছবির হাত ধরেই ফিল্মে ডেবিউ করছেন পরাণ বন্দ্যোপাধ্যায়ের নাতনি পৃথা বন্দ্যোপাধ্যায় (Paran Bandopadhyay shares screen with granddaughter)। পরাণ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী'র চরিত্রে থাকছেন লিলি চক্রবর্তী । থাকছেন 'রসগোল্লা' খ্যাত অবন্তিকা বিশ্বাস, সায়ন্তনী গুহঠাকুরতা এবং জিতু কমল-সহ আরও অনেকে ।

পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Bandopadhyay film) অভিনীত সাম্প্রতিকতম বাংলা ছবি 'টনিক' ভালই খেল দেখিয়েছে বক্স অফিসে । 20 মার্চ বাংলা টেলিভিশনের পর্দায় এই ছবি সম্প্রচারিত হবে বলেও জানা গিয়েছে । এখানে পরাণ বন্দ্যোপাধ্যায় ঠিক কেমন চরিত্রে জানা যায়নি এখনও । তবে তিনি মানেই তো অন্য রকমের কিছু ভাল । তাই দর্শক অপেক্ষা করবে তাঁর নয়া অবতার দেখার জন্য, তা বলা বাহুল্য ।

আরও পড়ুন: Dev And Others On Tonic : পরাণদার জন্য টিভিতে দেখতে হবে 'টনিক', বললেন দেব

এ বার আসি ক্লাস টু-এর পৃথার কথায় । সে নাকি খুব ভাল কপি করতে পারে অন্যকে । নিজের নাটকের স্ক্রিপ্ট নিজেই তৈরি করে । আবার নাচও করে । দাদু নাটকের ক্লাস করান । সে বসে বসে দেখে । এরপর দাদু দোতলায় গেলে সেগুলো সে দাদুকে করে দেখায় । এ হেন পৃথাকে পরাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছবি নিয়ে কথা বলতে গিয়ে দেখে ফেলেন অর্ণব মিদ্যা । টরটরি পৃথাকে মনে ধরে পরিচালকের । এই ছবিতেও পৃথার বয়সি একটি মেয়ের চরিত্র রয়েছে । তাই পরাণ বন্দ্যোপাধ্যায়কে বলেন, যদি তাঁর এবং পৃথার বাবা-মায়ের কোনও অসুবিধা না থাকে তা হলে একবার পৃথার টেস্ট নেবেন । এরপর টেস্ট হয় এবং চরিত্রটির জন্য পৃথা সিলেক্টেড হয় ।

শুটিং শুরু হয়েছে সম্প্রতি । পরিচালক অর্ণব মিদ্যা বলেন, "অন্দরকাহিনীর পর ঠিক করেছিলাম এমন ছবি বানাব যেটা মানুষের মনে দাগ কেটে যাবে । এই ছবিটি তিনটি গল্পের মিশেলে তৈরি । একটার সঙ্গে আরেকটার যোগসূত্র আছে । জিতু আর সায়ন্তনীকে এখানে স্বামী-স্ত্রীর চরিত্রে পাওয়া যাবে । পরাণ বন্দ্যোপাধ্যায় আর লিলি চক্রবর্তীর ছেলে জিতু । তাদের মেয়ে পৃথা মানে পরাণ জেঠুর আসল নাতনি । সে ডেবিউ করছে এই ছবিতে । একটি ক্যামিয়ো রোলে আছেন অবন্তিকা । শুটিং শুরু হলেও বাকি আছে আরও অনেক কাজ । গল্পে সাসপেন্স আছে ।"

আরও পড়ুন: Holi Celebration in Didi no 1: 'দিদি নম্বর ওয়ান' তারকা জুটিরা রং ও গল্প গানে মাতাবে দোল পর্ব

ছবির সিনেমাটোগ্রাফি করেছেন মনোজ কর্মকার । সম্পাদনায় অনির্বাণ মাইতি । সঙ্গীত পরিচালনায় রণজয় ভট্টাচার্য । মেক আপে মহম্মদ ইউনুস । প্রযোজনায় 'স্যান্ড এআরসি মিডিয়া প্রোডাকশন'।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.