ETV Bharat / sitara

Parambrata Ishaa: বড় পর্দায় এবার পরম-ইশা জুটি, আসছে ঘরে ফেরার গান - ইশা সাহার ফিল্ম

বড় পর্দায় এবার জুটিতে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) এবং ইশা সাহাকে (Ishaa Saha)। শিগগিরই শুরু হবে 'ঘরে ফেরার গান' (Ghore Ferar Gaan)-এর শুটিং ৷

parambrata-chatterjee-and-ishaa-sahas-ghore-ferar-gaan-coming-on-big-screen
বড় পর্দায় এবার পরম-ইশা জুটি, আসছে ঘরে ফেরার গান
author img

By

Published : Sep 30, 2021, 6:16 PM IST

কলকাতা, 30 সেপ্টেম্বর: বড় পর্দায় প্রথমবার জুটি বাঁধছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) এবং ইশা সাহা (Ishaa Saha)। অরিত্র সেনের পরিচালনায় 'ঘরে ফেরার গান' (Ghore Ferar Gaan) ছবিতে ক্রিয়েটিভ প্রোডিউসারের দায়িত্বও পালন করছেন পরমব্রত ।

এই প্রথমবার বড় পর্দায় জুটিতে দেখা যাবে ইশা সাহা এবং পরমব্রত চট্টোপাধ্যায়কে । ইশা, পরম ছাড়াও এই ছবিতে রয়েছেন অনসূয়া মজুমদার, গৌরব চট্টোপাধ্যায়-সহ আরও অনেকে ।

গল্পের ছাঁচ এ রকম - ঋভুর (গৌরব) সঙ্গে বিয়ে হয় তোড়ার (ইশা)। অসুখী দাম্পত্য তাঁদের । এরই মাঝে সঙ্গীতশিল্পী ইমরানের (পরমব্রত) সঙ্গে আলাপ হয় তোড়ার । এক সময় তোড়াও সঙ্গীতচর্চা করত । কিন্তু নানা কারণে গান গাওয়া বন্ধ হয়ে যায় তাঁর । ইমরান আর তোড়া কাছাকাছি আসে গানে গানে । প্রেমের জোয়ারে ভাসে দু'জনে । কী পরিণতি এই প্রেমের ?

আরও পড়ুন: Rachana Banerjee: মিথ্যে গল্পে মনোরঞ্জন ? রচনার দিদি নম্বর ওয়ান বন্ধের দাবি নেটিজেনদের

‘ঘরে ফেরার গান’-এর কাহিনি ও পরিচালনা অরিত্র সেনের । এর আগে অরিত্রর হাত ধরে ওয়েবে এসেছে ‘শরতে আজ’, ‘কালী’র মতো একাধিক সিরিজ । পরিচালক হিসেবে এবার বড় পর্দায় ডেবিউ করছেন তিনি । অরিত্রকে চিত্রনাট্য লিখতে সাহায্য করছেন সৌম্যশ্রী ঘোষ । পরমব্রতর প্রযোজনা সংস্থা 'রোড শো ফিল্মস'-এর সঙ্গে বহু দিন ধরেই জড়িত অরিত্র । দীর্ঘদিন পর বড় পর্দায় কোনও পরিণত এবং প্যাশনেট প্রেমকাহিনি আসছে বলে দাবি পরমব্রতর ।

আরও পড়ুন: Shweta Tiwari : হাসপাতালে ভর্তি শ্বেতা, দ্রুত আরোগ্য কামনা প্রাক্তন স্বামীর

‘ঘরে ফেরার গান’-এর সঙ্গীত পরিচালনা করেছেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায় । সূত্রের খবর, ছবিতে একটি মৌলিক গান এবং একাধিক রবীন্দ্রসঙ্গীত ও লোকসঙ্গীত রয়েছে । জানা গিয়েছে, লন্ডনের আন্ডারগ্রাউন্ড মিউজিক ব্যবহৃত হবে এই ফিল্মে ।

আরও পড়ুন: Rhea Chakraborty: বিগ বস 15-এর প্রতিযোগী হতে কত টাকা নিচ্ছেন রিয়া ?

2021-এর নভেম্বর মাসের মাঝামাঝি থেকেই শুটিং শুরু হওয়ার কথা এই ছবির । বেশির ভাগ অংশের শুটিং হবে লন্ডনে । বাকিটা কলকাতায় শুট করার পরিকল্পনা রয়েছে 'এসকে মুভিজ'-এর ।

আরও পড়ুন: Swastika Dutta: লিপ বাম, সানস্ক্রিন মেখেই ওয়েবে গ্ল্যামারাস স্বস্তিকা ! আসছে উত্তরণ

কলকাতা, 30 সেপ্টেম্বর: বড় পর্দায় প্রথমবার জুটি বাঁধছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) এবং ইশা সাহা (Ishaa Saha)। অরিত্র সেনের পরিচালনায় 'ঘরে ফেরার গান' (Ghore Ferar Gaan) ছবিতে ক্রিয়েটিভ প্রোডিউসারের দায়িত্বও পালন করছেন পরমব্রত ।

এই প্রথমবার বড় পর্দায় জুটিতে দেখা যাবে ইশা সাহা এবং পরমব্রত চট্টোপাধ্যায়কে । ইশা, পরম ছাড়াও এই ছবিতে রয়েছেন অনসূয়া মজুমদার, গৌরব চট্টোপাধ্যায়-সহ আরও অনেকে ।

গল্পের ছাঁচ এ রকম - ঋভুর (গৌরব) সঙ্গে বিয়ে হয় তোড়ার (ইশা)। অসুখী দাম্পত্য তাঁদের । এরই মাঝে সঙ্গীতশিল্পী ইমরানের (পরমব্রত) সঙ্গে আলাপ হয় তোড়ার । এক সময় তোড়াও সঙ্গীতচর্চা করত । কিন্তু নানা কারণে গান গাওয়া বন্ধ হয়ে যায় তাঁর । ইমরান আর তোড়া কাছাকাছি আসে গানে গানে । প্রেমের জোয়ারে ভাসে দু'জনে । কী পরিণতি এই প্রেমের ?

আরও পড়ুন: Rachana Banerjee: মিথ্যে গল্পে মনোরঞ্জন ? রচনার দিদি নম্বর ওয়ান বন্ধের দাবি নেটিজেনদের

‘ঘরে ফেরার গান’-এর কাহিনি ও পরিচালনা অরিত্র সেনের । এর আগে অরিত্রর হাত ধরে ওয়েবে এসেছে ‘শরতে আজ’, ‘কালী’র মতো একাধিক সিরিজ । পরিচালক হিসেবে এবার বড় পর্দায় ডেবিউ করছেন তিনি । অরিত্রকে চিত্রনাট্য লিখতে সাহায্য করছেন সৌম্যশ্রী ঘোষ । পরমব্রতর প্রযোজনা সংস্থা 'রোড শো ফিল্মস'-এর সঙ্গে বহু দিন ধরেই জড়িত অরিত্র । দীর্ঘদিন পর বড় পর্দায় কোনও পরিণত এবং প্যাশনেট প্রেমকাহিনি আসছে বলে দাবি পরমব্রতর ।

আরও পড়ুন: Shweta Tiwari : হাসপাতালে ভর্তি শ্বেতা, দ্রুত আরোগ্য কামনা প্রাক্তন স্বামীর

‘ঘরে ফেরার গান’-এর সঙ্গীত পরিচালনা করেছেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায় । সূত্রের খবর, ছবিতে একটি মৌলিক গান এবং একাধিক রবীন্দ্রসঙ্গীত ও লোকসঙ্গীত রয়েছে । জানা গিয়েছে, লন্ডনের আন্ডারগ্রাউন্ড মিউজিক ব্যবহৃত হবে এই ফিল্মে ।

আরও পড়ুন: Rhea Chakraborty: বিগ বস 15-এর প্রতিযোগী হতে কত টাকা নিচ্ছেন রিয়া ?

2021-এর নভেম্বর মাসের মাঝামাঝি থেকেই শুটিং শুরু হওয়ার কথা এই ছবির । বেশির ভাগ অংশের শুটিং হবে লন্ডনে । বাকিটা কলকাতায় শুট করার পরিকল্পনা রয়েছে 'এসকে মুভিজ'-এর ।

আরও পড়ুন: Swastika Dutta: লিপ বাম, সানস্ক্রিন মেখেই ওয়েবে গ্ল্যামারাস স্বস্তিকা ! আসছে উত্তরণ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.