ETV Bharat / sitara

আসছে নতুন ওয়েব সিরিজ় 'হ্যাশট্যাগ পবিত্র পাপ্পিজ়' - debaloy bhattacharya

অভিনয় করেছেন বিক্রম চ্যাটার্জি, সোহিনী সরকার, সায়নী ঘোষ, সৌরভ দাস, সায়ন, দেবপ্রিয় বাগচি এবং অঙ্কিতা চক্রবর্তী । জুন থেকে স্ট্রিম করতে শুরু করছে এই সিরিজ় ।

sdf
sdf
author img

By

Published : Jun 1, 2020, 10:47 PM IST

Updated : Jun 3, 2020, 6:01 PM IST

কলকাতা : প্রকাশ্যে এল সম্পূর্ণ বাড়িতে বসে শুট করা 'হ্যাশট্যাগ পবিত্র পাপ্পিজ়' ওয়েব সিরিজ়ের ফার্স্ট লুক । এটি একটি ক্রাইম থ্রিলার । মুক্তি পাচ্ছে SVF এন্টারটেনমেন্টের ডিজিটাল প্ল্যাটফর্ম হইচইতে ।

সাতজন বন্ধুকে নিয়ে তৈরি এই গল্প । তারা প্রত্যেকেই পৃথিবীর বিভিন্নপ্রান্তে লকডাউনে বাড়িতে আটকে । তবে প্রত্যেকেরই একে অপরের সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে যোগাযোগে রয়েছে । গল্প করার পাশাপাশি তারা, ভিডিয়োকলের মাধ্যমে পার্টিও করে । কোরোনার কারণে তাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপ ব্যবহার করা আরও বেড়ে যায় । খেলতে থাকে একটি খেলায় । আর সেখানেই তাদের দুনিয়া তৈরি হতে থাকে । একজনের মৃত্যুও হয় ।

sdf
.

এই সাতজন বন্ধুর চরিত্রে রয়েছে অভিনয় করেছেন বিক্রম চ্যাটার্জি, সোহিনী সরকার, সায়নী ঘোষ, সৌরভ দাস, সায়ন, দেবপ্রিয় বাগচি এবং অঙ্কিতা চক্রবর্তী । জুন থেকে স্ট্রিম করতে শুরু করছে এই সিরিজ় ।

লকডাউনে রিলিজ় করেছিল হইচইয়ের 'কেস জনডিস'। এবার তারা আনতে চলেছে দেবালয়ের পরিচালনায় 'হ্যাশট্যাগ পবিত্র পাপ্পিজ়' । এই ওয়েব সিরিজ়টিও যে যাঁর বাড়িতে বসেই শুট করেছেন, নিজেদের মোবাইল ফোন থেকে ।

sdf
.

সিরিজ় সম্পর্কে বিক্রম বলেন, "শুটিংয়ের প্রক্রিয়া ভীষণই কমপ্লিকেটেড ছিল । যদিও সেটি করতে খুব আনন্দ পেয়েছি । আমরা যে যাঁর বাড়ি থেকেই শুটিং করেছি । আমি মুম্বইতে এখনও রয়েছি, তাই সেখান থেকেই শুটিং করেছি । দেবালয় ও হইচইয়ের অন্য টিম মেম্বারদের সঙ্গে কো-অর্ডিনেট করে কাজ করতে আনন্দ পেয়েছি । খুব চ্যালেঞ্জিং ছিল ।"

দেবালয় বলেন, "যবে থেকে লকডাউন হয়েছে, আমি এর গল্প লিখছি, এটা মাথায় রেখে, যে এটিকে যাতে বাড়ি থেকে যাতে শুট করা যায় । সাতজন বন্ধুর গল্প এটি । তারা গল্প করছে এবং সেই গল্পের মাধ্যমে উঠে আসছে ক্রাইম থ্রিলার বিষয়টা । আমি হইচইয়ের কাছে খুব কৃতজ্ঞ, এটিকে নিয়ে এগিয়ে চলার জন্য ।"

কলকাতা : প্রকাশ্যে এল সম্পূর্ণ বাড়িতে বসে শুট করা 'হ্যাশট্যাগ পবিত্র পাপ্পিজ়' ওয়েব সিরিজ়ের ফার্স্ট লুক । এটি একটি ক্রাইম থ্রিলার । মুক্তি পাচ্ছে SVF এন্টারটেনমেন্টের ডিজিটাল প্ল্যাটফর্ম হইচইতে ।

সাতজন বন্ধুকে নিয়ে তৈরি এই গল্প । তারা প্রত্যেকেই পৃথিবীর বিভিন্নপ্রান্তে লকডাউনে বাড়িতে আটকে । তবে প্রত্যেকেরই একে অপরের সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে যোগাযোগে রয়েছে । গল্প করার পাশাপাশি তারা, ভিডিয়োকলের মাধ্যমে পার্টিও করে । কোরোনার কারণে তাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপ ব্যবহার করা আরও বেড়ে যায় । খেলতে থাকে একটি খেলায় । আর সেখানেই তাদের দুনিয়া তৈরি হতে থাকে । একজনের মৃত্যুও হয় ।

sdf
.

এই সাতজন বন্ধুর চরিত্রে রয়েছে অভিনয় করেছেন বিক্রম চ্যাটার্জি, সোহিনী সরকার, সায়নী ঘোষ, সৌরভ দাস, সায়ন, দেবপ্রিয় বাগচি এবং অঙ্কিতা চক্রবর্তী । জুন থেকে স্ট্রিম করতে শুরু করছে এই সিরিজ় ।

লকডাউনে রিলিজ় করেছিল হইচইয়ের 'কেস জনডিস'। এবার তারা আনতে চলেছে দেবালয়ের পরিচালনায় 'হ্যাশট্যাগ পবিত্র পাপ্পিজ়' । এই ওয়েব সিরিজ়টিও যে যাঁর বাড়িতে বসেই শুট করেছেন, নিজেদের মোবাইল ফোন থেকে ।

sdf
.

সিরিজ় সম্পর্কে বিক্রম বলেন, "শুটিংয়ের প্রক্রিয়া ভীষণই কমপ্লিকেটেড ছিল । যদিও সেটি করতে খুব আনন্দ পেয়েছি । আমরা যে যাঁর বাড়ি থেকেই শুটিং করেছি । আমি মুম্বইতে এখনও রয়েছি, তাই সেখান থেকেই শুটিং করেছি । দেবালয় ও হইচইয়ের অন্য টিম মেম্বারদের সঙ্গে কো-অর্ডিনেট করে কাজ করতে আনন্দ পেয়েছি । খুব চ্যালেঞ্জিং ছিল ।"

দেবালয় বলেন, "যবে থেকে লকডাউন হয়েছে, আমি এর গল্প লিখছি, এটা মাথায় রেখে, যে এটিকে যাতে বাড়ি থেকে যাতে শুট করা যায় । সাতজন বন্ধুর গল্প এটি । তারা গল্প করছে এবং সেই গল্পের মাধ্যমে উঠে আসছে ক্রাইম থ্রিলার বিষয়টা । আমি হইচইয়ের কাছে খুব কৃতজ্ঞ, এটিকে নিয়ে এগিয়ে চলার জন্য ।"

Last Updated : Jun 3, 2020, 6:01 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.