ETV Bharat / sitara

Oscars 2022: 3 বছর পর অস্কারের আসরে থাকছেন উপস্থাপক - 94তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠান

তিন বছর পর অস্কার গালা অনুষ্ঠানে (Oscars 2022) থাকছেন উপস্থাপক ৷ তবে কে সেই দায়িত্ব পাবেন, তা এখনও জানানো হয়নি (94th Academy Awards)৷

Oscars 2022: 94th Academy Award gala to have host after three-year absence
3 বছর পর উপস্থাপক পাচ্ছে অস্কার গালা অনুষ্ঠান
author img

By

Published : Jan 12, 2022, 6:40 PM IST

ওয়াশিংটন, 12 জানুয়ারি: তিন বছর পর (Oscars to have host after three years) ফের উপস্থাপক পেতে চলেছে অস্কার গালা অনুষ্ঠান (Oscars 2022)৷ তবে কে পাচ্ছেন সেই গুরুদায়িত্ব, সেটা এখনও রহস্যই রেখেছেন আয়োজকরা ৷ 27 মার্চ সম্প্রচারিত হতে চলেছে 94তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠান (94th Academy Awards)৷

হুলু অরিজিনালস ও এবিসি এন্টারটেইনমেন্টের প্রেসিডেন্ট ক্রেইগ আরউইচ জানিয়েছেন, এ বছর ফের উপস্থাপক (Oscar Award gala to have host) ফিরছেন অস্কারের (oscars 2022 updates) আসরে ৷ যদিও কে উপস্থাপনা করবেন, তা স্পষ্ট করেননি তিনি ৷ রসিকতা করে বলেন, "আমিও উপস্থাপনা করতে পারি ৷" শিগগিরই এ ব্যাপারে সবিস্তার জানানো হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি ৷

শেষবার 2018 সালে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের উপস্থাপনা করেছিলেন জিমি কিম্মেল (Jimmy Kimmel)৷ তারপর তিন বছর অস্কারের আসরে কোনও উপস্থাপক ছিলেন না ৷ জিমির আগে অস্কারের উপস্থাপনা যাঁরা করেছেন তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, ক্রিস রক (2016), নিল প্যাট্রিক হ্যারিস (2015), এলেন ডিজেনেরেস (2014), সেথ ম্যারফারলেন (2013), বিলি ক্রিস্টাল (2012) ও জেমস ফ্র্যাঙ্কো (2011)৷

আরও পড়ুন: অস্কার: সেরা অভিনেতা হপকিংস, অভিনেত্রী ম্যাকডরম্যান্ড; রইল বিজয়ীদের তালিকা

2019 সালে প্রথমবার উপস্থাপক ছাড়াই আয়োজিত হয় অস্কার গালা অনুষ্ঠান ৷ সে বার উপস্থাপক হিসেবে কেভিন হার্টের নাম ঘোষণা করা হলেও পরে তাঁকে সেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় ৷ সমকামীদের বিরুদ্ধে টুইট করার জন্য তাঁকে ক্ষমা চাইতে বলা হয়েছিল ৷ এই ঘটনার পর 2019-এর ইভেন্ট উপস্থাপক ছাড়াই অনুষ্ঠিত হয় ৷ তবে সে বছরই আগের বছরগুলির তুলনায় রেটিং বাড়ে অস্কার অনুষ্ঠানের ৷ সেই দেখে পরের বছর অর্থাৎ 2020 সালেও উপস্থাপক না রাখার সিদ্ধান্ত নেয় অ্যাকাডেমি ও এবিসি ৷ সে বার রেটিং সামান্য কমে ৷ এরপর 2021 সালের বিলম্বিত অস্কার অনুষ্ঠানেও উপস্থাপক রাখা হয়নি ৷ সে বার অর্ধেকেরও বেশি দর্শক হারায় এই অনুষ্ঠান ৷ 2022 সালে আবার আনা হচ্ছে উপস্থাপক ৷

আরও পড়ুন: অস্কারের আসরে সৌমিত্র-স্মরণ, সম্মানিত ইরফান-ঋষি-সুশান্ত-আথাইয়া

গ্লেইন ওয়েইস এই নিয়ে টানা সপ্তমবার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের পরিচালনা করছেন বলে জানিয়েছে এবিসি ৷ এ বছরের এক্সিকিউটিভ প্রোডিউসার উইল প্যাকার ৷ 8 ফেব্রুয়ারি ঘোষণা করা হবে অস্কারের মনোনয়ন ৷

ওয়াশিংটন, 12 জানুয়ারি: তিন বছর পর (Oscars to have host after three years) ফের উপস্থাপক পেতে চলেছে অস্কার গালা অনুষ্ঠান (Oscars 2022)৷ তবে কে পাচ্ছেন সেই গুরুদায়িত্ব, সেটা এখনও রহস্যই রেখেছেন আয়োজকরা ৷ 27 মার্চ সম্প্রচারিত হতে চলেছে 94তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠান (94th Academy Awards)৷

হুলু অরিজিনালস ও এবিসি এন্টারটেইনমেন্টের প্রেসিডেন্ট ক্রেইগ আরউইচ জানিয়েছেন, এ বছর ফের উপস্থাপক (Oscar Award gala to have host) ফিরছেন অস্কারের (oscars 2022 updates) আসরে ৷ যদিও কে উপস্থাপনা করবেন, তা স্পষ্ট করেননি তিনি ৷ রসিকতা করে বলেন, "আমিও উপস্থাপনা করতে পারি ৷" শিগগিরই এ ব্যাপারে সবিস্তার জানানো হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি ৷

শেষবার 2018 সালে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের উপস্থাপনা করেছিলেন জিমি কিম্মেল (Jimmy Kimmel)৷ তারপর তিন বছর অস্কারের আসরে কোনও উপস্থাপক ছিলেন না ৷ জিমির আগে অস্কারের উপস্থাপনা যাঁরা করেছেন তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, ক্রিস রক (2016), নিল প্যাট্রিক হ্যারিস (2015), এলেন ডিজেনেরেস (2014), সেথ ম্যারফারলেন (2013), বিলি ক্রিস্টাল (2012) ও জেমস ফ্র্যাঙ্কো (2011)৷

আরও পড়ুন: অস্কার: সেরা অভিনেতা হপকিংস, অভিনেত্রী ম্যাকডরম্যান্ড; রইল বিজয়ীদের তালিকা

2019 সালে প্রথমবার উপস্থাপক ছাড়াই আয়োজিত হয় অস্কার গালা অনুষ্ঠান ৷ সে বার উপস্থাপক হিসেবে কেভিন হার্টের নাম ঘোষণা করা হলেও পরে তাঁকে সেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় ৷ সমকামীদের বিরুদ্ধে টুইট করার জন্য তাঁকে ক্ষমা চাইতে বলা হয়েছিল ৷ এই ঘটনার পর 2019-এর ইভেন্ট উপস্থাপক ছাড়াই অনুষ্ঠিত হয় ৷ তবে সে বছরই আগের বছরগুলির তুলনায় রেটিং বাড়ে অস্কার অনুষ্ঠানের ৷ সেই দেখে পরের বছর অর্থাৎ 2020 সালেও উপস্থাপক না রাখার সিদ্ধান্ত নেয় অ্যাকাডেমি ও এবিসি ৷ সে বার রেটিং সামান্য কমে ৷ এরপর 2021 সালের বিলম্বিত অস্কার অনুষ্ঠানেও উপস্থাপক রাখা হয়নি ৷ সে বার অর্ধেকেরও বেশি দর্শক হারায় এই অনুষ্ঠান ৷ 2022 সালে আবার আনা হচ্ছে উপস্থাপক ৷

আরও পড়ুন: অস্কারের আসরে সৌমিত্র-স্মরণ, সম্মানিত ইরফান-ঋষি-সুশান্ত-আথাইয়া

গ্লেইন ওয়েইস এই নিয়ে টানা সপ্তমবার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের পরিচালনা করছেন বলে জানিয়েছে এবিসি ৷ এ বছরের এক্সিকিউটিভ প্রোডিউসার উইল প্যাকার ৷ 8 ফেব্রুয়ারি ঘোষণা করা হবে অস্কারের মনোনয়ন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.