ফুলবনি 22 মার্চ : রূপকথা নয়, সত্যি ৷ দিনমজুর থেকে মালয়ালম ফিল্ম ইন্ড্রাস্টির রাজ কুমার হয়ে উঠলেন ওড়িশার একটি গ্রামের ছেলে ৷ কঠিন পরিশ্রম একজন মানুষকে যে কতখানি সাফল্য দিতে পারে তাঁর উদাহরণ রাজ ৷
পয়সার অভাবে যে ছেলেটি পড়াশুনাও অর্ধেক রাস্তাতে ছেড়ে দেয়, কাজ করেছে দিনমজুরি থেকে খাবার হোটেলে সে কি না আজ লাইমলাইটের কেন্দ্রে ৷ আজ নায়ক সে ! ভাবতে অবাক লাগলেও এটাই সত্যি ৷ সম্প্রতি মালয়ালম ছবি জালিকাটুতে অভিনয়ে করতে দেখা যাবে তাঁকে ৷
এর আগেও অবশ্য কয়েকটি ছবিতে রাজ ছোট ছোট চরিত্রে অভিনয় করেছেন ৷ তবে জালিকাটুতে একটি বিশেষ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে চলেছে রাজকে ৷
রাজ জানিয়েছেন, সে কোনও হিরো বা সুপারহিরো এসব নিয়ে ভাবার আগেই ছোট ছোট চরিত্রে ইতিমধ্যেই কাজ করে ফেলেছেন ৷ তবে ওড়িশাবাসীদের কাছে এটি অত্যন্ত গর্বের বিষয় যে তাঁদের রাজ্যের কোনও ছেলে আজ এতখানি সফল হতে পেরেছেন ৷ রাজের এই জার্নি যে নতুন প্রজন্মকে অনুপ্রেরণা জোগাতে চলেছে সেকথা বলাই যায় ।