ETV Bharat / sitara

Aditya Roy Kapur New Movie : কবে মুক্তি পাচ্ছে তাঁর নতুন ছবি, দিনক্ষণ জানালেন আদিত্য রায় কাপুর - Aditya Roy Kapur New Film Om The Battle Within

1 জুলাই প্রেক্ষাগৃহে আসতে চলেছে আদিত্য রায় কাপুরের নতুন ছবি 'ওম: দ্য় ব্যাটেল উইদিন' ৷ ইনস্টাগ্রামে অনুরাগীদের জন্য় জানালেন অভিনেতা (Aditya Roy Kapur New Movie Gets a Release Date )৷

Aditya Roy Kapurs Om The Battle Within
1 জুলাই প্রেক্ষাগৃহে আসতে চলেছে আদিত্য রায় কাপুরের নতুন ছবি 'ওম: দ্য় ব্যাটেল উইদিন'
author img

By

Published : Mar 10, 2022, 3:28 PM IST

মুম্বই, 10 মার্চ: বৃহস্পতিবার নিজের আসন্ন ছবি 'ওম: দ্য় ব্যাটেল উইদিন' নিয়ে বড় ঘোষণা করলেন অভিনেতা আদিত্য রায় কাপুর (Aditya Roy Kapur New Film Om The Battle Within) ৷ তিনি জানিয়েছেন 1 জুলাই প্রেক্ষাগৃহে আসতে চলেছে তাঁর এই নতুন ছবি ৷ ছবিতে প্রধান প্রোটাগনিস্টের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা ৷ আজ নিজের ইনস্টাগ্রাম থেকে অনুরাগীদের উদ্দেশ্য়ে এই খবরটি শেয়ার করেছেন আদিত্য় ৷

এই বিগ-স্কেল অ্য়াকশন ছবিটির পরিচালনার দায়িত্ব রয়েছে পরিচালক কপিল বর্মার ওপর ৷ জি স্টুডিয়োর তরফে ছবিটির পৃষ্ঠপোষকতা করছেন আহমেদ খান এবং সাহিরা খান ৷ ইনস্টাগ্রামে এদিন মুক্তির তারিখ জানানোর সঙ্গে সঙ্গে ছবির একটি পোস্টারও শেয়ার করেছেন অভিনেতা ৷ তিনি এদিন লেখেন, "1 জুলাই 2022-এ বিশ্বব্যাপী সিনেমার পর্দায় আসতে চলেছে ওম: দ্য ব্যাটল উইদিন ৷"

আরও পড়ুন: অরিন্দম শীলের হাত ধরে 'ইস্কাবনের বিবি'-তে অভিষেক তৃণার

অভিনেতার সঙ্গে এই ছবিতে স্ক্রিন শেয়ার করতে চলেছেন 'দিল বেচারা'-র তারকা অভিনেত্রী সঞ্জনা সংঘী ৷ ছবির কাহিনি এবং চিত্রনাট্য লিখেছেন নিকেত পান্ডে এবং অক্ষত সালুজা ৷ এর আগে আদিত্য়কে পর্দায় দেখা গিয়েছে অনুরাগ বাসুর ছবি 'লুডো'-তে ৷

মুম্বই, 10 মার্চ: বৃহস্পতিবার নিজের আসন্ন ছবি 'ওম: দ্য় ব্যাটেল উইদিন' নিয়ে বড় ঘোষণা করলেন অভিনেতা আদিত্য রায় কাপুর (Aditya Roy Kapur New Film Om The Battle Within) ৷ তিনি জানিয়েছেন 1 জুলাই প্রেক্ষাগৃহে আসতে চলেছে তাঁর এই নতুন ছবি ৷ ছবিতে প্রধান প্রোটাগনিস্টের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা ৷ আজ নিজের ইনস্টাগ্রাম থেকে অনুরাগীদের উদ্দেশ্য়ে এই খবরটি শেয়ার করেছেন আদিত্য় ৷

এই বিগ-স্কেল অ্য়াকশন ছবিটির পরিচালনার দায়িত্ব রয়েছে পরিচালক কপিল বর্মার ওপর ৷ জি স্টুডিয়োর তরফে ছবিটির পৃষ্ঠপোষকতা করছেন আহমেদ খান এবং সাহিরা খান ৷ ইনস্টাগ্রামে এদিন মুক্তির তারিখ জানানোর সঙ্গে সঙ্গে ছবির একটি পোস্টারও শেয়ার করেছেন অভিনেতা ৷ তিনি এদিন লেখেন, "1 জুলাই 2022-এ বিশ্বব্যাপী সিনেমার পর্দায় আসতে চলেছে ওম: দ্য ব্যাটল উইদিন ৷"

আরও পড়ুন: অরিন্দম শীলের হাত ধরে 'ইস্কাবনের বিবি'-তে অভিষেক তৃণার

অভিনেতার সঙ্গে এই ছবিতে স্ক্রিন শেয়ার করতে চলেছেন 'দিল বেচারা'-র তারকা অভিনেত্রী সঞ্জনা সংঘী ৷ ছবির কাহিনি এবং চিত্রনাট্য লিখেছেন নিকেত পান্ডে এবং অক্ষত সালুজা ৷ এর আগে আদিত্য়কে পর্দায় দেখা গিয়েছে অনুরাগ বাসুর ছবি 'লুডো'-তে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.