ETV Bharat / sitara

রবিবাসরীয় সকালে ছোটোদের দোলনায় দুললেন অঙ্কুশ-ঐন্দ্রিলা - ankush hazra visit children park

ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন অঙ্কুশ । সেখানে বাচ্চাদের দোলনায় ঐন্দ্রিলার সঙ্গে বসে দুলতে দেখা গিয়েছে তাঁকে । ভিডিয়োর ক্যাপশনে লেখেন, "এইভাবেই আমরা দু'জনে সপ্তাহের শেষটা কাটালাম...#চাইল্ডহুডরকস"।

sdf
dfg
author img

By

Published : Dec 13, 2020, 8:26 PM IST

কলকাতা : রবিবারের সকাল । বাচ্চাদের পার্ক পুরোপুরি খালি । আর তার মধ্যেই ছেলেবেলার স্মৃতিতে ফিরে গেলেন অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন ।

শীতের সময় রবিবার দিনটা কলকাতাবাসীর কাছে উৎসবের থেকে কিছু কম নয় । খাওদা-দাওয়া, পিকনিক, ঘুরতে যাওয়া এই সব লেগেই থাকে । আর আজ এই আনন্দে গা ভাসিয়ে দিয়েছিলেন অঙ্কুশ ও ঐন্দ্রিলাও ।

তাই সকাল সকাল গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েন এই তারকা জুটি । ইনস্টাগ্রামে সেই মুহূর্তের ছবি পোস্ট করতে দেখা গিয়েছে তাঁদের । এরপর বাচ্চাদের একটি পার্কে যান তাঁরা । সেখানে বাচ্চাদের জন্য তৈরি দোলনায় 'লকড়ি কি কাঠি'-র তালে দুলতে দেখা যায় তাঁদের । আর এভাবেই ফিরে যান ছেলেবেলার দিনগুলিতে ।

ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন অঙ্কুশ । সেখানে বাচ্চাদের দোলনায় ঐন্দ্রিলার সঙ্গে বসে দুলতে দেখা গিয়েছে তাঁকে । ভিডিয়োর ক্যাপশনে লেখেন, "এইভাবেই আমরা দু'জনে সপ্তাহের শেষটা কাটালাম...#চাইল্ডহুডরকস"।

বহু বছর ধরেই ঐন্দ্রিলার সঙ্গে অঙ্কুশের সম্পর্ক রয়েছে । একথা কারও অজানা নয় । শোনা যাচ্ছে, আগামী বছরেই নাকি ঐন্দ্রিলার সঙ্গে বিয়েটা সেরে ফেলবেন অঙ্কুশ । কয়েকদিন আগে অনির্বাণ ভট্টাচার্য ও মধুরিমাকে বিয়ের শুভেচ্ছা জানানোর সময় নিজের বিয়ে করার ইচ্ছের কথা জানিয়েছিলেন তিনি । আর তার জেরেই জল্পনা আরও বেড়ে গিয়েছে ।

যাই হোক কাজের দিক থেকে এখন একাধিক ছবি রয়েছে অঙ্কুশের হাতে । তার মধ্যে 'ম্যাজিক' ছবিতে ঐন্দ্রিলার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে । এছাড়াও রয়েছে 'মৃগয়া' ও 'ভয়'-এর মতো ছবিগুলি ।

কলকাতা : রবিবারের সকাল । বাচ্চাদের পার্ক পুরোপুরি খালি । আর তার মধ্যেই ছেলেবেলার স্মৃতিতে ফিরে গেলেন অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন ।

শীতের সময় রবিবার দিনটা কলকাতাবাসীর কাছে উৎসবের থেকে কিছু কম নয় । খাওদা-দাওয়া, পিকনিক, ঘুরতে যাওয়া এই সব লেগেই থাকে । আর আজ এই আনন্দে গা ভাসিয়ে দিয়েছিলেন অঙ্কুশ ও ঐন্দ্রিলাও ।

তাই সকাল সকাল গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েন এই তারকা জুটি । ইনস্টাগ্রামে সেই মুহূর্তের ছবি পোস্ট করতে দেখা গিয়েছে তাঁদের । এরপর বাচ্চাদের একটি পার্কে যান তাঁরা । সেখানে বাচ্চাদের জন্য তৈরি দোলনায় 'লকড়ি কি কাঠি'-র তালে দুলতে দেখা যায় তাঁদের । আর এভাবেই ফিরে যান ছেলেবেলার দিনগুলিতে ।

ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন অঙ্কুশ । সেখানে বাচ্চাদের দোলনায় ঐন্দ্রিলার সঙ্গে বসে দুলতে দেখা গিয়েছে তাঁকে । ভিডিয়োর ক্যাপশনে লেখেন, "এইভাবেই আমরা দু'জনে সপ্তাহের শেষটা কাটালাম...#চাইল্ডহুডরকস"।

বহু বছর ধরেই ঐন্দ্রিলার সঙ্গে অঙ্কুশের সম্পর্ক রয়েছে । একথা কারও অজানা নয় । শোনা যাচ্ছে, আগামী বছরেই নাকি ঐন্দ্রিলার সঙ্গে বিয়েটা সেরে ফেলবেন অঙ্কুশ । কয়েকদিন আগে অনির্বাণ ভট্টাচার্য ও মধুরিমাকে বিয়ের শুভেচ্ছা জানানোর সময় নিজের বিয়ে করার ইচ্ছের কথা জানিয়েছিলেন তিনি । আর তার জেরেই জল্পনা আরও বেড়ে গিয়েছে ।

যাই হোক কাজের দিক থেকে এখন একাধিক ছবি রয়েছে অঙ্কুশের হাতে । তার মধ্যে 'ম্যাজিক' ছবিতে ঐন্দ্রিলার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে । এছাড়াও রয়েছে 'মৃগয়া' ও 'ভয়'-এর মতো ছবিগুলি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.