ETV Bharat / sitara

Nusrat Jahan: সমালোচনা হোক তবু নিজের শর্তে বাঁচো, মহিলাদের ক্ষমতায়নে সরব নুসরত - Nusrat Jahan hot pic

মহিলাদের ক্ষমতায়নের (Women Empowerment) পক্ষে সওয়াল করলেন অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan) ৷ ছকে বাঁধা জীবন থেকে বেরিয়ে এসে নিজের শর্তে জীবন যাপনের কথা বললেন তিনি ৷ এগিয়ে চলার পথে নুসরতের পথের দিশারী মাদার টেরেসা, ইন্দিরা গান্ধি, মমতা বন্দ্যোপাধ্যায় ৷

Nusrat Jahan talks about women empowerment in patriarchal society
সমালোচনা হোক তবু নিজের শর্তে বাঁচো, মহিলাদের ক্ষমতায়নে সরব নুসরত
author img

By

Published : Jul 27, 2021, 1:11 PM IST

কলকাতা, 27 জুলাই : মহিলাদের ক্ষমতায়নের (Women Empowerment) পক্ষে জোরালো সওয়াল করলেন অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan) ৷ ছকে বাঁধা জীবন থেকে বেরিয়ে এসে নিজের শর্তে জীবন যাপনের বার্তা দিলেন তিনি ৷ হাজার সমালোচনাতেও দমে না-গিয়ে তিনি লক্ষ্যে এগিয়ে যেতে বলেছেন ৷ নিজের ক্ষেত্রেও তাঁর নীতি এটাই ৷ আর তা মেনে চলতে নুসরতের পথের দিশারী মাদার টেরেসা, ইন্দিরা গান্ধি, মমতা বন্দ্যোপাধ্যায় ৷

একটি গর্ভনিরোধক ওষুধ নিয়ে আলাপচারিতায় বারবার পিতৃতান্ত্রিক সমাজে মেয়েদের লড়াইয়ের কথা তুলে ধরেছেন নুসরত জাহান ৷ তাঁর কথায়, "নিজের লড়াই নিজেকেই লড়তে হবে ৷ লোক দেখানোর জন্য ছলনার আশ্রয় নিয়ে মিথ্যে জীবন যাপন করি, স্বামী অত্যাচার করলেও সমাজের ভয়ে চুপ করে থাকি, লোকের সামনে স্বামীর ভাবমূর্তি রক্ষা করার জন্য গলা না-তুলি, তাহলে নিজের জীবনটাও যেন হারিয়ে যাবে ৷ নিজেদের ক্ষত লুকিয়ে রাখলে মহিলারা নিজস্বতা হারিয়ে ফেলবে ৷"

আরও পড়ুন: বিয়ে-লিভ ইনের পার্থক্য বুঝুন, উপদেশ দিয়ে ট্রোলড নুসরত ! তুলনা মিয়া খালিফার সঙ্গে

মহিলাদের হয়ে কথা বলতে গিয়ে নিজের জীবনের উদাহরণ দিয়েছেন তৃণমূল সাংসদ ৷ তাঁর কথায়, "আমি নাকি বাড়াবাড়ি রকমের আধুনিক ৷ এ জন্য বহুবার ট্রোলড হয়েছি ৷ তবে আমি এটা জানি যে, আমি অনেক মেয়েকে অনুপ্রাণিত করেছি, আমার জন্য অনেকে আত্মবিশ্বাস পেয়েছে ৷ এই সমাজ পিতৃতান্ত্রিক ৷ ছেলেদের মতামতই এখানে গুরুত্বপূর্ণ ৷ মাদার টেরেসা, ইন্দিরা গান্ধি, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে মনে হয় মহিলারাও অনেক বেশি সচেতন ও শক্তিশালী হতে পারে ৷"

আরও পড়ুন: সৌন্দর্যের গোপন রহস্য কী ? শ্রীলেখার জবাব - এজ নো বার, সেক্স বারবার

সন্তানধারণ মহিলাদের সবচেয়ে বড় আশীর্বাদ বলে মনে করেন সন্তানসম্ভবা নুসরত ৷ তবে এ জন্য মেয়েদের মানসিকভাবে তৈরি হওয়ার উপরও বিশেষ জোর দিয়েছেন তিনি ৷ তিনি বলেছেন, "মহিলারা শুধু সন্তানধারণের জন্যই জন্মাননি ৷ যখন তিনি নিজে মানসিকভাবে প্রস্তুত থাকবেন, তখনই তিনি সন্তানধারণ করবেন ৷ আগে পরিবার সন্তানের জন্য চাপ দিত ৷ সন্তানকে পৃথিবীতে আনতে মাকে অনেক কিছু ত্যাগ করতে হয় ৷ আমার মাকেও কেরিয়ার ত্যাগ করতে হয় ৷ তাই শারীরিকভাবে তৈরি থাকলেও সন্তানধারণের জন্য মেয়েদের আগে মানসিকভাবে প্রস্তুত হতে দিতে হবে ৷"

আরও পড়ুন: রাজের "হট শটস" অ্যাপের বিষয়বস্তু নিয়ে কোনও ধারণা নেই, পুলিশকে জানালেন শিল্পা

পরিচালক এবং প্রযোজক সুদেষ্ণা রায় ফেসবুক লাইভে তুলে ধরেন সমাজের লিঙ্গবৈষম্যের কথা ৷ মহিলাদের ধর্ষণ করার পর সেই ধর্ষণের কারণ হিসেবে তাঁর খাটো পোশাককে কেন দায়ী করা হবে, এই প্রশ্নও তোলেন তিনি ৷ এ প্রসঙ্গে নুসরতের মত, "চ্যারিটি বিগিনস অ্যাট হোম ৷ প্রত্যেকটা বাড়ি থেকে ছেলেদের শিক্ষা দিতে হবে ৷ ছোটবেলা থেকেই মহিলাদের শ্রদ্ধা করাটা পরিবার থেকে শেখাতে হবে ছেলেদের ৷"

মহিলাদের নিজের ভেতরের শক্তিটাকে চেনার পরামর্শ দিয়েছেন নুসরত জাহান ৷ তাঁর কথায়, "যেটা ঠিক বলে মনে করবে, সেটা একশোটা লোক ভুল বললেও সত্যিই সেই কাজটা যদি ঠিক হয়, তবে সেটাই করবে ৷ কারও কথা মানতে হবে না ৷ যে ভাবে তুমি জীবন যাপন করতে চাও, সেটাই করবে ৷ সততার সঙ্গে এগিয়ে যেতে হবে ৷ নিজের প্রতি সৎ থাকলে ও নিজেকে ভালবাসলে তবেই অন্যের প্রতি সৎ থাকতে পারবে এবং অন্যকে ভালবাসতে পারবে ৷"

কলকাতা, 27 জুলাই : মহিলাদের ক্ষমতায়নের (Women Empowerment) পক্ষে জোরালো সওয়াল করলেন অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan) ৷ ছকে বাঁধা জীবন থেকে বেরিয়ে এসে নিজের শর্তে জীবন যাপনের বার্তা দিলেন তিনি ৷ হাজার সমালোচনাতেও দমে না-গিয়ে তিনি লক্ষ্যে এগিয়ে যেতে বলেছেন ৷ নিজের ক্ষেত্রেও তাঁর নীতি এটাই ৷ আর তা মেনে চলতে নুসরতের পথের দিশারী মাদার টেরেসা, ইন্দিরা গান্ধি, মমতা বন্দ্যোপাধ্যায় ৷

একটি গর্ভনিরোধক ওষুধ নিয়ে আলাপচারিতায় বারবার পিতৃতান্ত্রিক সমাজে মেয়েদের লড়াইয়ের কথা তুলে ধরেছেন নুসরত জাহান ৷ তাঁর কথায়, "নিজের লড়াই নিজেকেই লড়তে হবে ৷ লোক দেখানোর জন্য ছলনার আশ্রয় নিয়ে মিথ্যে জীবন যাপন করি, স্বামী অত্যাচার করলেও সমাজের ভয়ে চুপ করে থাকি, লোকের সামনে স্বামীর ভাবমূর্তি রক্ষা করার জন্য গলা না-তুলি, তাহলে নিজের জীবনটাও যেন হারিয়ে যাবে ৷ নিজেদের ক্ষত লুকিয়ে রাখলে মহিলারা নিজস্বতা হারিয়ে ফেলবে ৷"

আরও পড়ুন: বিয়ে-লিভ ইনের পার্থক্য বুঝুন, উপদেশ দিয়ে ট্রোলড নুসরত ! তুলনা মিয়া খালিফার সঙ্গে

মহিলাদের হয়ে কথা বলতে গিয়ে নিজের জীবনের উদাহরণ দিয়েছেন তৃণমূল সাংসদ ৷ তাঁর কথায়, "আমি নাকি বাড়াবাড়ি রকমের আধুনিক ৷ এ জন্য বহুবার ট্রোলড হয়েছি ৷ তবে আমি এটা জানি যে, আমি অনেক মেয়েকে অনুপ্রাণিত করেছি, আমার জন্য অনেকে আত্মবিশ্বাস পেয়েছে ৷ এই সমাজ পিতৃতান্ত্রিক ৷ ছেলেদের মতামতই এখানে গুরুত্বপূর্ণ ৷ মাদার টেরেসা, ইন্দিরা গান্ধি, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে মনে হয় মহিলারাও অনেক বেশি সচেতন ও শক্তিশালী হতে পারে ৷"

আরও পড়ুন: সৌন্দর্যের গোপন রহস্য কী ? শ্রীলেখার জবাব - এজ নো বার, সেক্স বারবার

সন্তানধারণ মহিলাদের সবচেয়ে বড় আশীর্বাদ বলে মনে করেন সন্তানসম্ভবা নুসরত ৷ তবে এ জন্য মেয়েদের মানসিকভাবে তৈরি হওয়ার উপরও বিশেষ জোর দিয়েছেন তিনি ৷ তিনি বলেছেন, "মহিলারা শুধু সন্তানধারণের জন্যই জন্মাননি ৷ যখন তিনি নিজে মানসিকভাবে প্রস্তুত থাকবেন, তখনই তিনি সন্তানধারণ করবেন ৷ আগে পরিবার সন্তানের জন্য চাপ দিত ৷ সন্তানকে পৃথিবীতে আনতে মাকে অনেক কিছু ত্যাগ করতে হয় ৷ আমার মাকেও কেরিয়ার ত্যাগ করতে হয় ৷ তাই শারীরিকভাবে তৈরি থাকলেও সন্তানধারণের জন্য মেয়েদের আগে মানসিকভাবে প্রস্তুত হতে দিতে হবে ৷"

আরও পড়ুন: রাজের "হট শটস" অ্যাপের বিষয়বস্তু নিয়ে কোনও ধারণা নেই, পুলিশকে জানালেন শিল্পা

পরিচালক এবং প্রযোজক সুদেষ্ণা রায় ফেসবুক লাইভে তুলে ধরেন সমাজের লিঙ্গবৈষম্যের কথা ৷ মহিলাদের ধর্ষণ করার পর সেই ধর্ষণের কারণ হিসেবে তাঁর খাটো পোশাককে কেন দায়ী করা হবে, এই প্রশ্নও তোলেন তিনি ৷ এ প্রসঙ্গে নুসরতের মত, "চ্যারিটি বিগিনস অ্যাট হোম ৷ প্রত্যেকটা বাড়ি থেকে ছেলেদের শিক্ষা দিতে হবে ৷ ছোটবেলা থেকেই মহিলাদের শ্রদ্ধা করাটা পরিবার থেকে শেখাতে হবে ছেলেদের ৷"

মহিলাদের নিজের ভেতরের শক্তিটাকে চেনার পরামর্শ দিয়েছেন নুসরত জাহান ৷ তাঁর কথায়, "যেটা ঠিক বলে মনে করবে, সেটা একশোটা লোক ভুল বললেও সত্যিই সেই কাজটা যদি ঠিক হয়, তবে সেটাই করবে ৷ কারও কথা মানতে হবে না ৷ যে ভাবে তুমি জীবন যাপন করতে চাও, সেটাই করবে ৷ সততার সঙ্গে এগিয়ে যেতে হবে ৷ নিজের প্রতি সৎ থাকলে ও নিজেকে ভালবাসলে তবেই অন্যের প্রতি সৎ থাকতে পারবে এবং অন্যকে ভালবাসতে পারবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.