ETV Bharat / sitara

ধর্ম আর ভালোবাসা নিয়ে নুসরতের বার্তা - নুসরত জাহানের খবর

ধর্ম আর ভালোবাসা নিয়ে রুমির লেখা একটি উক্তি শেয়ার করলেন নুসরত জাহান । কয়েকটা সুন্দর ছবিও শেয়ার করেছেন অভিনেত্রী ।

nusrat jahan social media
nusrat jahan social media
author img

By

Published : Dec 10, 2020, 1:17 PM IST

কলকাতা : সোশাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ নুসরত জাহান । শুধু সুন্দর ছবি নয়, মাঝেমধ্যে সুন্দর বার্তাও শেয়ার করেন অভিনেত্রী । কবি রুমির একটি উক্তি শেয়ার করেছেন নুসরত ।

সঙ্গে নিজের বেশ কয়েকটি ছবিও শেয়ার করেছেন অভিনেত্রী । আলোর সঙ্গে লুকোচুরি খেলছেন তিনি । ঘরের সাধারণ পোশাকে, অগোছালো চুলে একদমই নায়িকাসুলভ আচরণ নেই নুসরতের মধ্যে ।

রুমির উক্তিটা কী ? "যাঁরা ভালোবাসেন, তাঁদের কোনও ধর্মও নেই, জাতও নেই । তুমি যে-ই হও, যা-ই কর, ভালোবাসতে ভুলো না ।"...রুমির লেখা এই চিরসত্যি কথাটিই বিশ্বাস করেন নুসরত ।

দেখে নিন তাঁর পোস্ট...

কলকাতা : সোশাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ নুসরত জাহান । শুধু সুন্দর ছবি নয়, মাঝেমধ্যে সুন্দর বার্তাও শেয়ার করেন অভিনেত্রী । কবি রুমির একটি উক্তি শেয়ার করেছেন নুসরত ।

সঙ্গে নিজের বেশ কয়েকটি ছবিও শেয়ার করেছেন অভিনেত্রী । আলোর সঙ্গে লুকোচুরি খেলছেন তিনি । ঘরের সাধারণ পোশাকে, অগোছালো চুলে একদমই নায়িকাসুলভ আচরণ নেই নুসরতের মধ্যে ।

রুমির উক্তিটা কী ? "যাঁরা ভালোবাসেন, তাঁদের কোনও ধর্মও নেই, জাতও নেই । তুমি যে-ই হও, যা-ই কর, ভালোবাসতে ভুলো না ।"...রুমির লেখা এই চিরসত্যি কথাটিই বিশ্বাস করেন নুসরত ।

দেখে নিন তাঁর পোস্ট...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.